সিম রেজিষ্টেশন সর্ম্পেক কিছু ভ্রান্ত ধারনা। আপনার জানা অব্যাশক।

 

আস-সালামু আলাইকুম। কেমন আছেন সবাই, আশা করি ভালো। আপনাদের সুস্ততা আমার কাম্য। আমার কাছে সবার টিউন ভালো লাগে। আমার টিউন আপনাদের ভালো লাগবে কিনা জানিনা। আমার টেষ্ট পরীক্ষা চরতেছে, তার পরও সব সময় ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।আর ভুল হলে ক্ষমা করবেন। কেউ ভুল বুঝবেন না,শুধু সামান্য সাবধানতার জন্য  টিউন টি করছি  ।

সামপ্রতিক সময়ে সময়ে কিছু টিউন দেখলাম, যে সফটওয়্যারের  মাধ্যমে সব  সিম রেজিষ্টেসন করুন, SMS এর মাধ্যমে সব সিম রেজিষ্টেসন করুন। এই রকম আর কত কি।অসলেই কি সব সিম।(হয়ত কিছু অপারেটর এই পদ্বতি চালু করেছে)

ভাল কথা,

টিউন করবেন,  যদি বাস্তবেই সব সিমের ক্ষেত্রে এমন কিছু হয়। শুধু শুনলেন যে এই রকম ভাবে সিম রেজিষ্টেসন  করবেন, বাস কোনো যাছাই বাছাই না করেই টিউন করে ফেললেন। টিউন করবেন, মানুষ কে জানাবেন, ঠিক আছে,তার পূর্বে বিষয় বস্তু সব ক্লিয়ার করবেন না। আগে নিজে অন্ত্যত একবার যাছাই করে দেখবেন না।অাপনার টিউন দেখে হয়ত কেউ সিম রেজিষ্টেশন করল, কিন্তু বাস্তবে সিম রেজিষ্টেশন হল না, অতচ যারা সিম রেজিষ্টশন  করছে তারা জানে তাদের সিম সিম রেজিষ্টেশন করা।পরে এটা নিয়ে তাদের সমস্যা হতে পারে।

সব সিম রেজিস্টেশন করার কথাই বলছি,

টিটিতে টিউন দেখে ফোন দিলাম গ্রামীনফোন কাষ্টমার কেয়ারে,প্রথম বার তারা বলল, আইটিসি মন্ত্রনালয় থেকে তাদের এমন কোনো নোটিস পাঠানো হয় নি যে,সিম রেজিষ্টেশন না করলে সেগুলো বন্ধ করে দিবে, আর এখন অনলাইনে বা SMS এর মাধ্যমে অথবা সফটওয়্যারের মাধ্যমে  রেজিষ্টেশনের কোনো র্কাযক্রম চালু নেই। মানে এই রকম কোনো পদ্বতি জিপি এখন চালু করেনি।

ভাবলাম হয়ত ভুল বলছে, তাই একদিন পর আবার কল দিলাম, ঠিক আগের মতই বলল।এখন আমার প্রশ্ন বাংলাদেশের এক নাম্বার অপারেটর জিপি,যখন তারাই এই রকম কিছু চালু করেনি,তাহলে কি সব সিম হল। যে  অপারেটরের সিম আপনি রেজিষ্টেশন করবেন, তারাই জানে না আপনি জানলেন কোথায় থেকে। যখন জিপি তাদের এইভাবে সিম রেজিষ্টেশনের কোনো র্কাযক্রমই চালু করেনি ত আপনি সিম রেজিষ্টেশন করবেন কিভাবে।

সবাই হয়ত এ ব্যাপারে ভুল টিউন করছেন না। তবে এ বিয়য়ে  কিছু কিছু  টিউন আমর বোধকম্ম হয়নি তাই টিউন টি করা। ভুল হলে সবাই মাফ করবেন।

টিউনটি আগে এইখানে প্রকাশিত

সময় হলে আমার  এই সাইট (চ্যানেল)  টা দেখে অাসবেন। আর ভাল লাগলে  Subscribe  করতে ভুলবেন না।

আমি টেক পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঠিকই বলছেন। কিছু পাবলিক মাথায় যা আসে সেটাই লিখে ফেলে -_-

    ভাই আপনাকে ধন্যবাদ প্রথম টিউমেন্টের জন্য।

Level 2

জিপি এইভাবে সিম রেজিষ্টেশনের কোনো র্কাযক্রমই চালু করেনি তা আপনাকে কে বলল?? আশা করি উত্তর দেবেন।

আর জিপি,রবি,বাংলালিঙ্ক আর এয়ারটেল (আমার জানা মতে) এস.এম.এসের মাধ্যমে সিম নিবন্ধন করার প্রাথমিক তথ্য গ্রহন করছে। জিপির সিম নিবন্ধনের সম্পর্কে জানতে http://www.grameenphone.com/bn/personal/offers/use-unregistered-sim-harmful

বাকীগুলোর প্রমান দিতে পারছি না (টিউমেন্টে স্ক্রীনশর্ট দেওয়া যায় না বলে)। সিম নিবন্ধন করার কার্যকরী পদ্ধতি বিস্তারিতভাবে জানতে https://www.techtunes.io/news/tune-id/392892

    জিপি কাষ্টমার কেয়ারে একবার ফোন দিয়ে দেখবেন

    আর ভাই না জেনে কথা বলতেছেন , আপনি যেই লিংক আমাকে দিছেন এটা তথ্য হালনাগাদ এর ,সিমের তথ্য হালনাগাদ আর সিম রেজিষ্টেশন এক না ।

Level 0

Akon Deka jaccay apni e janen na. sobie thik e accay

Level 0

kintu link a to unregistered sim er kotha o bola asay. unregistered sim infomation abar kivabay halnagad hoy?
http://www.grameenphone.com/bn/personal/offers/use-unregistered-sim-harmful

unregistered-sim-

ভাই আপনি একবারে ক্লিয়ার হয়ে যাবেন,একটু কষ্ট করে গ্রামিনফোন কাষ্টমার সার্ভিসে একটা ফোন দিন

লাফা লাফির দরকার নাই।

তথ্য হালনাগাদ করতেই হবে। আর যাদের অন্য নামে সীম আছে। তাদের নতুন করে রেজিস্ট্রিশন করতে হবে

    ভাই আপনার কথাটা ক্লিয়ার আছে , কিন্তু যারা টিউন করছে তারা কোনো কিছু না বলে শুধু সিম রেজিষ্টেশন এর কথা বলছে ।

আমি তো কল দিয়েছিলাম গত পরশু এবং করেছি আমার নাম্বার। এতে সিম রেজিস্ট্রেশন হবে না। হবে তথ্য হালনাগাদ। এর মানে আপনি ঐ সিমের মালিক হতে পারবেন না। আর এটি তারা শুধু সরকারকে দেখানোর জন্য করেছে।

    হে ,এটাই রেজিষ্টেশন করতে হলে কাষ্টমার র্সািভসে গিয়ে করতে হবে ।

Level 0

hum vai thik bolsen এটা রেজিষ্টেশন na eta holo halnagad jeta korle apni jen ei nom. use korsen setar information ora nie rakhbe jate kore pore kuno problem hole ora apnar sathe contac korte pare sora sori r e kaj korle apnar sim r bondo korbena tobe amni je id die halnagad korsen se id die sim tulte ba ryplesment korte parben na

Level 0

সবাই সিম রেজিষ্ট্রেশন বলছেন। আসলে এটি কি সিম রেজিষ্ট্রেশন? এখানে সিম এর ”তথ্য” হালনাগাদ করার কথা বলা হচ্ছে।