Gp দিচ্ছে ২৫০ এমবি থেকে ১ জিবি ইন্টারনেট একদম ফ্রি (Collected Gp)

ঈদের আমেজ না কাটতেই গ্রামীণফোন সকল নন ডাটা ব্যবহারকারীদের জন্যে নিয়ে এলো দারুণ একটি অফার। এখন নন ডাটা ব্যবহারকারীরা নিজেরা এবং বন্ধুদরে ইন্টারনেট জগতে নিয়ে এসে পেতে পারো র্সবোচ্চ ১ জিবি ডাটা একদম ফ্রি। অফারটি অ্যাটভিটে করতে “G1”  লিখে পাঠিয়ে দাও ৯৯৯৯ নম্বরে আর প্রথমইে পাও ২৫০এমবি। এরপর তোমার বন্ধুদের ইন্টারনেট এর দুনয়িায় নিয়ে আসতে, তাদরে নম্বর থকেে G1 <স্পেস>  তোমার নম্বর লখিে ৯৯৯৯ নম্বরে পাঠালে, তাদের সাথে সাথে তুমিও পাবে ২৫০ এমবি ইন্টারনেট ফ্রী! 


G1 লিখে 9999-এ পাঠানোর সাথে সাথে তুমি পেয়ে যাবে ২৫০ এমবি ফ্রি ডাটা। এরপর তোমার বন্ধুরা G1 <স্পেস> তোমার নম্বর 9999-এ পাঠিয়ে আবারো উপভোগ করতে পারবে ২৫০ এমবি র্পযন্ত ফ্রি ডাটা। এভাবে তোমার অসংখ্যক বন্ধু ২৫০এমবি  ফ্রি ডাটা পেতে পারে। আর তুমি তোমার প্রথম ৩জন বন্ধুর জন্য পাবে ২৫০ এমবি  করে ৩বার, আর নিজে একবার অর্থাৎ মোট ১ জিবি ডাটা ফ্রী!!  আর দেরি কিসের?

  •  গ্রাহকগণ যারা গত ৯০ দিনে ১৫০ কেবি-এর কম ডাটা ব্যবহার করেছেন তারা নন ইন্টারনেট ইউজার হিসেবে বিবেচিত  হবে
  • উল্লখেতি অফারটির মেয়াদ শেষ হবে ১৩ অক্টোবর
  •  গ্রাহকগণ সাথে সাথে বোনাস ডাটা পেয়ে যাবেন
  • একজন যোগ্য গ্রাহক এই অফারটি থেকে র্সবোচ্চ ১ জিবি ইন্টারনটে পেতে পারেন (প্রথমে ২৫০ এমবি এবং ৩জন বন্ধুর মাধ্যমে পরর্বতীতে ৭৫০ এমবি)
  •  ক্যাম্পইেন চলাকালীন সময়ে বিনামূল্যে ২৫০ এমবি ডাটা পতেে একজন নন ডাটা ব্যবহারকারী তার নম্বর তার অসংখক নন ডাটা ব্যবহারকারী বন্ধুদের পাঠাতে পারবনে
  •  ইন্টারনেট ব্যালন্সে জানতে ডায়াল *৫৬৭#
  • অফারটি টিউনপইেড গ্রাহকদরে জন্য প্রযোজ্য নয়।
  • Collected From Grameenphone

Level 0

আমি সাদ্দাম হোসাইন শিশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am just a simple boy....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks.