আসসালামু আলাইকুম।
সবাই ভালই আছেন নিশ্চয়?
আমি আখতারুজ্জামান শুভ।ঠাকুরগাও পলেটেকনিক ইনস্টিটিউট এ কম্পিউটার টেকনোলোজি এর তৃতীয় সেমিস্টার এ পড়ি।টেকটিউনে এটা আমার প্রথম টিউন।
টিউনটি অনেক ছোট হলেও কার্যকরি।আজ আমি দেখাবো কিভাবে টেলিটক ফ্ল্যাস মডেম এ বাংলা ভাষা ব্যবহার করবেন।
চলুন টিউন এ চলে যাই
আপনারা অনেকেই টেলিটক মডেম ইউজ করেন।এই মডেম এ মাত্র ইংলিশ ভাষা দেয়া থাকে।বাংলা ভাষা ব্যবহার করা যায়না।
গত রাতে আমি অনেক গবেষনা করে মডেম এর ইংলিশ ভাষার ফাইল টি এডিট করে বাংলায় মডিফাই করেছি।
আমার এডিটকৃত ছোট্ট একটি ফাইল এর মাধ্যমে আপনি টেলিটক মডেম এ বাংলা ভষায় দেখতে পারবেন।
এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে করে নিন।তারপর এটাকে এক্সট্রাট করুন।এক্সট্রট করলে এর ভিতর ১০৪ কে.বি এর একটা xml ফাইল পাবেন। আপনি আপনার মডেম ইনস্টল করার সময় যেই ড্রাইভ এ ইন্সটল করেছিলেন (ডিফল্ট ভাবে C:\Program Files\Teletalk 3G\Language) সেটার Program Files তারপর Teletalk 3G এর Language ফোল্ডারে xml ফাইল টি রিপ্লেস করে দিন।
আপনি অবশ্যই C:\Program Files\Teletalk 3G\Language ফোল্ডারে থাকা আগের English.xml ফাইলটি কপি করে অন্য কোথাও রাখবেন যেন পরবর্তিতে আবার ইংলিশ ভাষা ব্যবহার করতে পারেন।
আশা করি আপনাদের বুঝাতে পেরেছি।আর টিউন এ কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
পরে আবার কোন নতুন টিউন নিয়ে আপনাদের সামনে পেশ করবো সেই পর্যন্ত ভাল থাকুন।
আর কোন সমস্যা হলে টিউমেন্ট করতে ভুলবেননা।
ধন্যবাদ।
আমি আখতারুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks…….