কেমন আছেন সবাই ?আশা করি ভালই আছেন।আর আমিও ভাল আছি।যারা জানেন না তাদের জন্যই এই টিউন।আর যারা জানেন তাদেরও পড়তে নিষেধ নেয়।এক কথায় সবার জন্যই উন্মুক্ত।কথা আর না বাড়িয়ে চলুন শুরু করি।
১০০% গ্যারেন্টি দিয়ে প্রথমেই বলছি আমি আমার ৪টা সিমে ৩ জিবি করে ১২ জিবি পেয়েছি।আর তাই আপনাদের সাথে শেয়ার করলাম।ভাবছেন ১২ জিবি দিয়ে কি করবো !আমি এই ১২ জিবি দিয়ে সফটওয়্যার+টিউটরয়াল ডাউনলোড করছি।আশা করছি আপনারাও পাবেন।
তাদের জন্যই গ্রামীণফোন চালু করছে দারুণ অফার। এই ক্যাম্পেইন চলাকালীন, গগত ৩ মাসে ১৫০ কেবি -এর চেয়ে কম ইন্টারনেট ব্যবহার করছেন এমন গ্রাহকদের জন্য থাকছে ১ জিবি 3G ইন্টারনেট মাত্র ৫ টাকায়। আসুন অফারের বিস্তারিত শর্তাবলি জেনে নেই….
• অফারটি শুধুমাত্র প্রি-পেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য
• ১ জিবি ডাটা (৫০০এমবি Open + ৫০০ এমবি Facebook) তে ব্যবহার করা যাবে
• ৫ টাকায় ১GB কিনতে *500*45# ডায়াল করুন
• এই প্যাকেজটির স্পীড হচ্ছে ১Mbps
• যে সকল গ্রাহকের কোনো ইন্টারনেট প্যাকেজ নেই কিংবা গত ৯০ দিনে ১৫০ কেবি -এর চেয়েও কম ইন্টারনেট ব্যবহার করছেন, শুধুমাত্র তাদের জন্যই এই অফার
• ১ জিবি 3G অফারের মেয়াদ ৭ দিন
• এই প্যাকেজে কোনো অটো-রিনিউয়াল ফিচার কাজ করবে না
• Open Internet ব্যালেন্স জানতে ডায়াল করুন *566*10# আর Facebook Internet এর ব্যালেন্স জানতে ডায়াল করুন *566*1#
• মেয়াদ শেষে অতিরিক্ত ব্যবহারের জন্য ১ পয়সা প্রতি কিলোবাইট হিসেবে চার্জ কার্যকর হবে
• পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্তু উপরে উল্লেখিত ট্যারিফ একটি সাময়িক প্রমোশনাল অফারের জন্য
• যদি গ্রাহক অন্য একটি ডাটা প্যাক-এ থাকা অবস্থায় এই নতুন ডাটা প্যাকটি নিয়ে থাকেন, তাহলে নতুন ডাটা প্যাকের শর্তাবলী (দাম, ভলিউম, মেয়াদকাল এবং অন্যান্য সব শর্তাবলী) প্রযোজ্য হবে এবং পূর্ববর্তী অব্যবহৃত ডাটা প্যাক (যদি থাকে) বাতিল হয়ে যাবে
স্পীড টায়ার হচ্ছে একটি নির্দিষ্ট স্পীড টায়ারের সর্বোচ্চ সীমা। গড় স্পীড একাধিক ফ্যাক্টরের উপর নির্ভর করবে, যেমন: হ্যান্ডেসেট, ওয়েবসাইট, বিটিএস থেকে দূরত্ব ইত্যাদি
বিঃদ্রঃ শর্তসাপেক্ষে উপরের পদ্ধতি অনুসারে কাজ করুন ১০০% কাজ হবে।আর *500*45# কোডটি ৫ মিনিট পরপর ডায়াল করুন(সর্বোচ্চ ৬ বার)।ব্যাস আপনার কাজ শেষ।
আর ৭ দিনের মেয়াদ ৩০ দিনের করার জন্য টিউমেন্ট করুন।
বন্ধুরা আমি VFX এর কাজ শিখছি।আর তাই আমার এডিটিং করা একটি VFX লিংক দিলাম যদি ভাল লাগে একটু ঘুরে আসবেন ।
যারা আমার আগের টিউন দেখেন নাই এখানে দেখতে পারেন।
আমাকে ফেইসবুকে ফ্যান পেজে এখানে ক্লিক করুন।
আমার ইউটিউব চ্যানেল দেখতে এখানে ক্লিক করুন।
আজ এ পর্যন্তই।দেখা হবে আগামী টিউনে।
খোদা হাফেজ।
আমি রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর টিউন ভাই। ধন্যবাদ !