আপনারা সবাই ভাল যে আছেন, তা আর বলতে হবে না ! আমিও বরাবরের মতোই ভালো আছি। আমরা বাংলা ভাষায় যেমন টেকটিউন, পিসি হেল্পলাইন, টেকশহর প্রভৃতি টেক ব্লগের ভক্ত, তেমনি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ব্লগ, যেগুলো আমাদের নাগালের বাইরে হয়তো(ভাষাগত কারনে)। কিন্তু, ইংরেজি ভাষাতে তো আমাদের সমস্যা খুব একটা হবার কথা না, তার উপর আবার আন্তর্জাতিক ভাষা বলে কথা!!! বিশ্বের সেরা ইংরেজী টেক ব্লগের লিস্ট নিয়ে আজ হাজির হলাম আপনার সামনে। নিচ থেকে দেখে নিন সেরা ২০ টি টেক সম্পর্কিত ব্লগের লিস্ট।
০১. TechCrunch
০২. Wired
০৩. The Verge
০৪. Engadget
০৫. Techaeris
০৬. Gizmodo
০৭. Boing Boing
০৮. The Next Web
০৯. Cnet
১০. Popular Science
১১. Slash Gear
১২. ZDNet
১৩. GigaOM
১৪. Gizmag
১৫. Ars Technica
১৬. BGR
১৭. Geek Insider
১৮. ReadWriteWeb
১৯. VentureBeat
২০. Mashable
টিউনটি র্যাংকার থেকে নেয়া হয়েছে। সেখানে ভোটিং এর মাধ্যমে সেরা ৫০ টি ব্লগ সাইটকে বেছে নেয়া হয়েছিল। আমি তাদের মাঝে প্রথম মোট ২০ টি সাইট কে নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। টিউনটি সরাসরি কপি করা হয়েছে এখান থেকে। আশা করি, যারা ইংরেজিতে ভাল, তারা হয়তো এসব সাইট থেকে আর নতুন কিছু পাবেন। প্রযুক্তির সাথেই থাকুন, ভাল থাকুন এই প্রত্যাশা নিয়েই আজ সকাল সকাল এখানেই শেষ করছি। পরের টিউন এ আবার আসছি আপনাদের সামনে, নতুন কিছু নিয়ে।
আমি শেখ রাশেদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়। কারনে - অকারনে বদলায়। ---------------------------- আমি ও বদলাতে চাই। কিন্তু সবার ভালবাসায়, ভালভাবে।
ভালো টিউন । এদের মধ্যে TechCrunch ও Engadget আমার বেশী ভালো লাগে ।