জ্বি, ভুল কিছু দেখেননি। বাংলালিংক এ দিচ্ছে মাত্র ৩৫ টাকায় ১ জিবি ডাটা। সাথে ১৫% ভ্যাট + ৪% সম্পুরক শুল্ক প্রযোজ্য।
যাদের ডাউনলোড পড়ে আছে, তারা এখন এই ডাটা দিয়ে করে নেন।
এর জন্য আপনাকে ডায়াল করতে হবে *৫০০০*৯৯#। আপনি আরো কিছু অফার দেখতে পাবেন এখানে। যা আপনার জন্যই অপেক্ষা করছে। আর স্পিড পাবেন ১ এম্বিপিএস।মেয়াদ মাত্র ৩ দিন, তবে ব্যবহার করা যাবে দিনরাত ২৪ ঘন্টা।
যারা জানেন তাদের জন্য না এই ছোট্ট টিউন টি। টিউনটি এখান থেকে নেয়া হয়েছে।
এবার আসি সফটয়্যার এর কথায়। অনেকের কাছেই আছে এই সফটওয়্যার টি। আমি তাই আবারো শেয়ার করলাম এই সফটয়্যার টি। এর নাম ন্যাচারাল রিডার - টেক্সট টু স্পিচ। সফটওয়্যার টি মিডিয়াফায়ারে আপলোড করা আছে। আশা করি বরাবরের মতোই নামিয়ে নিতে আপনার সমস্যা হবে না।
ডাউনলোড করুন মিডিয়া ফায়ার থেকে
একটু ফ্রী বসে আছি, তাই চট করে আপনাদের বাংলালিংক এর অফার এর কথাটা মনে করিয়ে দিলাম। টেকটিউনে এখন ভিডিও টিউন এর মাত্রা একটু বেড়ে গেছে, তাই আপনাদের এই প্যাকটা কাজে লাগতে পারে। কিছু টিউটোরিয়াল নামানোর থাকলে তাও করে নিন ঝটপট। আর যদি মুভি ফ্রীক হন এবং উচ্চ দামের ডাটা কিনে ডাউনলড এ প্রবলেম হয়, তাহলে এই ডাটা অফার প্যাক তো আপনার জন্যই। মনে রাখবেন, এটা অফার প্যাক। সবসময় আপনার জন্য না থাকতেও পারে।
বিঃদ্রঃ ব্রডব্যান্ড ইউজার রা তো আনলিমিটেড ডাটা পায়, তাই হরেক রকম ভিডিও দেখে। আপনার লিমিটেড ডাটার মাঝে কিছুটা স্বাচ্ছন্দ্য দিন!!!
আমি শেখ রাশেদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়। কারনে - অকারনে বদলায়। ---------------------------- আমি ও বদলাতে চাই। কিন্তু সবার ভালবাসায়, ভালভাবে।
ভাই আমি নিজেই বাংলালিঙ্ক ইউজার। ডাউনলোড স্পিড এর যা আবস্থা, দেখা যাবে যে ৩ দিন মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু ডাটা শেষ হয় নাই।