আসসালামু আলাইকুম! সবাই ভালোই আছেন আশা করি। 😀
এবার আরো ভালো থাকার ব্যবস্থা করছি! আমরা অনেকেই বাংলালায়ন ইউজ করি। কিন্তু কানেকশন লিমিটেড হওয়ার কারণে অনেক কাজই ঠিকমত করা যায় না।
আগে অনেকবার বাংলালায়ন হ্যাক করা হয়েছিল। কিন্তু এখন আর এইগুলো কাজ করে না। আর বাংলালায়নের কানেকশন খুব সিকিউর হওয়ার কারনে হ্যাক করা অনেক কস্ট।
প্রায় ১০-১২ দিন এক নাগারে গুতাগুতি করেছি বাংলালায়ন হ্যাক করার জন্য। কিন্তু কোন কাজ হয়নাই। অবশেষে আশা ছেড়ে দেওয়ার পথেই পেয়ে গেলাম স মা ধা ন!!! 😀 😀 😀 😀
বাংলালায়ন হ্যাক করার জন্য প্রথমেই আপনার দরকার হবে একটি মোডেম, পিসি এবং কিছু বুদ্ধি। 😛
প্রথমে আপনার মডেম কানেক্ট করে নিন। MB না থাকলেও চলবে। থাকলেও MB কাটবে না। 🙂
১) নিচের লিঙ্ক হতে Super Tunnel Proxy ডাউনলোড করুনঃ
২) এবার সফটওয়্যারটি ওপেন করুন। সেটাপ দিন। এবার ডেস্কটপ আইকন থেকে Super Tunnel লেখা আইকনে ডাবল ক্লিক করে ওপেন করুন।
[নোটঃ এটা Tunnel সফটওয়্যার হওয়াতে এন্টিভাইরাস সমস্যা করতে পারে। সমস্যা হলে এন্টিভাইরাস ডিসেবল করে রাখুন। প্রোগ্রাম ওপেন না হলে এন্টিভাইরাস আন-ইন্সটল করে দেখতে পারেন। :)]
৩) ID এর জায়গায় demo-nic দিন এবং password এর জায়গায় ফাকা রাখুন।
৪) সাবমিট বাটনে ক্লিক করুন।
৫) ক্যাপচা ওপেন হবে। ক্যাপচা লিখে Submit বাটনে ক্লিক করুন।
৬) ব্যাস!! এবার আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন!!
প্রতি ২ ঘন্টা পরপর পিসি রিস্টার্ট দিবেন। তা নাহলে পিসি ব্যান হয়ে যেতে পারে। 🙂 পরবর্তীতে ডিটেইলস জানাব।
আল্লাহ হাফেজ! পরের টিউনে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। 🙂
আমি মিল্টন সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।