গুগল আগামী ২০১৬ এর আগে মডুলার স্মার্টফোন বাজারে আনতে পারবে না।
প্রত্যাশা ছিল গুগলের আরা প্রজেক্টের উদ্ভাবিত মডুলার স্মার্টফোনটি এ বছরের মধ্যেই গ্রাহক হাতে পেয়ে যাবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সব মিলিয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে গুগল আগামী ২০১৬ এর আগে মডুলার স্মার্টফোন বাজারে আনতে পারবে না। হার্ডওয়্যারের অংশ বিশেষ পরিবর্তন করা যাবে এমন একটি অ্যান্ড্রয়েড হ্যান্ড সেট তৈরি করতে যাচ্ছে গুগল। পরিকল্পনা ছিল এ বছর পুর্তোরিকোতে সেই ফোন অবমুক্ত করা হবে।
এই উচ্চাভিলাষী প্রকল্প সম্পন্ন হতে যতোটা সময় প্রাথমিক ভাবে নেবে বলে ধারণা করা হয়েছিল বাস্তবে তা তার থেকে অনেক বেশি সময়ই নিচ্ছে। আসলে মূল নমূনা তৈরিতেই বেশী সময় চলে গেছে। যাহোক, গুগল এখন এই বিশেষ ডিভাইসটি অবমুক্ত করার জন্যে আমেরিকাতেই উপযুক্ত স্থান খুঁজছে। তার মানে পুর্তোরিকোতে ডিভাইসটি অবমুক্ত হবে কিনা সে ব্যাপারে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে।
মাইক্রোসফট নিউজকাস্ট নামে একটি অ্যাপ তৈরির জন্যে এখন আন্তরিকভাবে কাজ করে চলেছে। এই অ্যাপ তৈরির প্রক্রিয়া সফলভাবে শেষ হলে তা গ্রাহককে মোবাইল ফোনে কষ্ট করে খবর পড়ার ঝক্কি থেকে মুক্তি দেবে, খবর পড়ার বদলে তারা খবর শুনতে পাবেন ঠিক যেমনটি রেডিওতে শুনে থাকেন। নির্মাতা প্রতিষ্ঠান প্রথমে এটা শুধুমাত্র আইওএস ডিভাইসে ব্যবহার উপযোগী করে তৈরি করবে। নিউজকাস্ট অ্যাপটি রেডমন্ডে পরীক্ষা-নিরীক্ষা চলছে। অবশ্য চাইলে যে কেউই এ মুহুর্তে সোর্সলিঙ্কে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিজের মতো করে পরীক্ষা করতে পারেন। এ সুযোগ তারা পাচ্ছেন মাইক্রোসফট অ্যাপটির আনুষ্ঠানিক ঘোষণা করা পর্যন্ত।
নিউজকাস্ট ব্যবহার করে শ্রোতা তার আগ্রহের খবরটির ৩০ সেকেন্ডের সারসংক্ষেপ শুনতে পাবেন। তিনিই ঠিক করে নিতে পারবেন কোন খবর শুনবেন - স্থানীয় বা আন্তুর্জাতিক। দু’টি ভিন্ন কন্ঠ একজনের পর একজন খরবগুলি শ্রোতার জন্যে পাঠ করবেন। খবরগুলো শ্রোতাকে সেই পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে যাবেন যখন রেডিও-ই ছিল যোগাযোগ প্রযুক্তির অন্যতম বিষ্ময়।
মাইক্রোসফট নিউজকাস্ট অ্যাপটির উন্নতির জন্যে অবিরত শ্রম দিচ্ছে। তারা চাইছে এর সংবাদ পাঠকের বর্তমানের অনেকটা রোবটের মতো কন্ঠস্বরকে আরো মানবীয় করে তুলতে। কি করে গ্রাহক একে আরো বেশি নিজের মতো করে ব্যবহার করতে পারেন সে রকম একটি রূপ দেওয়াই তাদের এ সময়ের বড় প্রচেষ্টা। এরই মধ্যে অ্যাপটিতে একটি প্রযুক্তি সংযুক্ত হয়েছে যার ফলে শ্রোতা চাইলে এর যে কোন খবর পরবর্তীতে অফলাইনে শোনার জন্যে সেভ করে রাখতে পারবেন।
নিউজকাস্ট অ্যাপ সম্পর্কে এতো কিছু জানা গেলেও এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না এটি অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর - উভয়েই ব্যবহার করা যাবে কি না। তবে যে বিষয়ে নিশ্চয়তা দেওয়া যায় তাহলো - এই অ্যাপ ব্যবহারকারী দিনের বিশেষ কোন ঘটনার বিষয়ে একেবারেই অজ্ঞ থাকবেন না।
আমি কেকে মতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য Download Paid apps and games