অনলাইনে আয়ের নামে প্রতারণার ফাঁদ

প্রানপ্রিয় টেকটিউনসে এটাই আমার প্রথম টিউন ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।  আজ থেকে প্রায় মাস দু এক আগে আমাদের প্রান প্রিয় এবং বিশ্বস্ত ওয়েব সাইট টেকটিউনসে আমি কিছু টিউন দেখতে পাই, টিউন গুলোর শিরোনাম ছিলো এমন (অনলাইনে আয় করুন প্রতিদিন 1$ থেকে 50$ পর্যন্ত) আবার কোন কোন টিউনারের টিউনের শিরোনামটি ছিলো এমন (এবার অনলাইনে আয় হবেই হবে প্রতিদিন 1$ থেকে 50$ ডলার পেমেন্ট পাবেন 100%) ইত্যাদি আরো অনেক টিউন দেখেছি আর শিরোনাম গুলো দেখেই তো আমার চোখ কপালের ওপর উঠে গেলো ভাবলাম এবার আর ঠেকায় কে, কারণ ঐযে আগেই বলেছি জনপ্রিয় এবং বিশ্বস্ত ওয়েব সাইট টেকটিউনসের টিউন বলে কথা। যাই হোক তারপর যথারীতি ক্লিক করলাম ঐ সব টিউন গুলোতে এবার ভিতরে প্রবেশ করে যা দেখলাম তা হলো http://getcaptcha.com নামক একটি ওয়েব সাইটে নাকি দৈনিক ১০০ টি করে ক্যাপচা এন্ট্রি করলে 1$ ডলার করে পাওয়া যাবে আর 68$ দিয়ে আপগ্রেড করে নিলে নাকি দৈনিক 50$ ডলার করে পাওয়া যাবে। সন্দেহ হলো তখনি কারণ শুধু মাত্র ক্যাপচা এন্ট্রি করে এতো টাকা পাওয়া গেলে তো পৃথিবীতে গরিব বলে কেউ থাকতো না। যাহোক তারপর আবার ভাবলাম একবার ট্রায় করেই দেখিনা যদি লাইগা যায়। শুরু করলাম কাজ প্রতিদিন ১০০টি করে ক্যাপচা এন্ট্রি করি আর 1$ ডলার করে একাউন্টে জমা হতে থাকে। একাউন্ট থেকে পেমেন্টের জন্য আবেদন করতে গিয়ে দেখি এরা আবার ন্যূন্যতম 48$ হলে পেমেন্ট করে থাকে তাই কস্ট করে ৪৭ দিন কাজ করে 47$ ডলার ইনকাম করলাম ৪৮ তম দিনে লগিং করে এই ম্যাসেজটি দেখতে পাই।Your Account Blocked By IP Tracker
Reason: You Login More Account on one PC. For Unlock Account Contact Us on [email protected]

অর্থাৎ কি বুঝলেন আমার ডলার ইনকাম করা কিচ্ছা কাহিনী শেষ। আসলে সাইটটি ছিলো সম্পূর্ণ ভুয়া। তাই সবাই সাইটটি থেকে সাবধান আমার মতো আরকেউ প্রতারিত হবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী টিউনে আলোচনা করবো পিটিসি সাইট নিয়ে। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ। সৌজন্যে : প্রযুক্তি নিয়ে খেলা।

Level 0

আমি লুৎফর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাঙালি জাতি যতদিন এইসব সস্তার আয় করার উৎস থেকে না বেরিয়ে আসতে পারবে ততদিন তারা এভাবেই মার খাবে।

কিছু মনে করবেন না। সমস্যা সাইডটির নয় কারন ( তারা প্রতারনা করে টাকা উপজন করছে) সমস্যা আপনার কারন আপনি লোভে পরে যাচাই না করে নাক ডুবিয়েছেন। অনলাইনে 95% চিটার বাটপার। আমিও কম বাশ খাইনাই।

এবার আসি আসল কথায়। ক্যাপচা থেকে আয় সম্ভব এবং আমি স্টিল করছি। তবে জানতে হবে কোথায় কোথায় পে করে এবং কোন কোন সাইড সঠিক। ভায়া বা দালাল সাইডে গেলে বাশ খেতেই হবে। আমি 2006 এর দিকে ক্যাপচা শুরু করি এবং এখন শুধু ক্যাপচা এডমিন সেল করে থাকি।

আপনার জ্ঞাতাথে জানিয়ে রাখি পিটিসি এবং ক্যাপচা হলো প্রথম শ্রেনীর অনলাইন ইনকামের পথ। যেখানে আপনি সঠিক দিক নিদেশনা এবং সাইড জানলে খারাপ না ভালোই ইনকাম করতে পারবেন। প্রতিমাসে 8,000 টাকার উপর করা সম্ভব। সবই নির্ভর করে কাজের উপর। ক্যাপচা র্বতমানে প্রতি হাজারে দিতেছে .25 সেন্ট থেকে 1.10 সেন্ট। এ বাদে যা দেখবেন সব লোভনিয় বাশ খাবার অফার। এখন আমি ফরেক্স করছি তাও দেখছি সেখানেও ভেজাল ঢুকে গেছে। যামু টা কই,,, আসল কথা ভাই। যাচাই করে চলতে হয় তবে বাশ খাওয়া থেকে নিজে বাচা যায় অন্যকে বাচানো যায়।

ভাল থাকবেন।

    ধন্যবাদ আপনার সাথে সহমত! তথাপি আপনি কোন সাইটের ক্যাপচা অ্যাডমিন সেল করে থাকেন? এখানে কাজের নিয়মটা কি কিংবা কোন ডিউরেশান আছে কিনা! অ্যাডমিন প্যানেল কত দাম………..!!

      এডমিন প্যানেল সেল করে এমন পাবলিক অনেক পাবেন। কেউ কম দামে কেউ বেশি দামে। এর মধ্যে 90% ই চিটার। আর 10% খুজে পাওয়া খুব টাফ। আমি শুধু মাত্র কিউলিংক এবং ক্যাপচারটাইপার দিয়ে থাকি। আর অনেক রুল-রেজুলেশন আছে সেগুলো না জানলে ক্যাপচারের এডমিন নিলেও কাজ করতে পারবেন না।
      বিস্তারিত জানতে এড হতে পারেন: 01719 193840
      https://www.facebook.com/sahedsaninil ( আমার ফেইসবুক)
      https://www.facebook.com/SahedEnterprise ( আমার পেইজ)

    হ্যা ঠিক বলেছেন ধন্যবাদ আপনার সুন্দর টিউমেন্টের জন্য

    আপনার সুন্দর টিউমেন্ট এর জন্য এসআই সাহেদ ভাই

thanks vi share this post. very important post jara online a new income korar kotha vobse.

    ধন্যবাদ রাসেল হোসেন শুধু মাত্র নতুন দের বাঁচাতেই আমার এই পোস্ট

Level 0

অনেক ধন্যবাদ ভাই পোষ্টি Share এর জন্য আমি মনে করছি লাম get Chapcha account কর ব কিন্তু আর না । আমি ভাই ৫টা পিটিসি সাইটে কাজ করি এবং এই সাইট গুলো তেথে আমি টাকাও উঠাইছি যদি মন চাই ভাই আমার সাইটে গিয়ে ভিজিট করে দেখতে পারেন। সাইটের লিংক toneysoft09.com

vai kothata jouktic tobou try korte hbe buzar khomota touri korte hbe valo kharap chinr…..

please visit : https://www.responsiblebd.blogspot.com

বিষয়টি আসলে খুবই দূ:খজনক ও স্পর্শকাতর। আসলে অনলাইনে মূলত যে ক্যাপচা কিংবা পিটিসি সাইটে কাজ করতে যাওয়ার পূর্বে গুগলে সার্চ দিয়ে সেটির ফিডব্যাক, ইউজার রেটিং গুলো জেনে নিলে ভাল হয়।

    ফেরী ওয়ালা ভাই টেটিউনসে আপনার লেখা অনেক টিউন আমি পরেছি আপনার লেখা গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার কথা ঠিক আসলে আমি নিজেই ভুল করেছি সাইটি সম্পর্কে যাচাই না করে ধন্যবাদ আপনার টিউমেন্টের জন্য

ক্যাপাচা সাইটে যত সময় আর পরিশ্রম করে যা পাওয়া যায়, তার জন্য ক্যপাচা সাইটে কাজ না করাই ভাল।

    ভাই কোন কাজ পরিশ্রম ছাড়া নয়। এটা সত্য ক্যাপচার এর জন্য পরিশ্রম করতে হয় খুব বেশি। এবং এটা সবাই করতে পারে না। আপনাকে জানিয়ে রাখি এই ক্যাপচা করেই আমার ছোট দুটি দোকান করা হয়েছে এবং ফরেক্সে ইনভেষ্ট করেছি। কিছু সিস্টেম আছে পরিশ্রমটাকে সহজ করার সেগুলোও জানতে হয়। ধন্যবাদ।

    সহ মত মোহাম্মাদ মুকিত ইবনে সিদ্দিক

প্রায় ৫ মাস আগে আমি এই সাইট থেকে বাঁশ সেচ্ছায় খাইছি