প্রানপ্রিয় টেকটিউনসে এটাই আমার প্রথম টিউন ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ থেকে প্রায় মাস দু এক আগে আমাদের প্রান প্রিয় এবং বিশ্বস্ত ওয়েব সাইট টেকটিউনসে আমি কিছু টিউন দেখতে পাই, টিউন গুলোর শিরোনাম ছিলো এমন (অনলাইনে আয় করুন প্রতিদিন 1$ থেকে 50$ পর্যন্ত) আবার কোন কোন টিউনারের টিউনের শিরোনামটি ছিলো এমন (এবার অনলাইনে আয় হবেই হবে প্রতিদিন 1$ থেকে 50$ ডলার পেমেন্ট পাবেন 100%) ইত্যাদি আরো অনেক টিউন দেখেছি আর শিরোনাম গুলো দেখেই তো আমার চোখ কপালের ওপর উঠে গেলো ভাবলাম এবার আর ঠেকায় কে, কারণ ঐযে আগেই বলেছি জনপ্রিয় এবং বিশ্বস্ত ওয়েব সাইট টেকটিউনসের টিউন বলে কথা। যাই হোক তারপর যথারীতি ক্লিক করলাম ঐ সব টিউন গুলোতে এবার ভিতরে প্রবেশ করে যা দেখলাম তা হলো http://getcaptcha.com নামক একটি ওয়েব সাইটে নাকি দৈনিক ১০০ টি করে ক্যাপচা এন্ট্রি করলে 1$ ডলার করে পাওয়া যাবে আর 68$ দিয়ে আপগ্রেড করে নিলে নাকি দৈনিক 50$ ডলার করে পাওয়া যাবে। সন্দেহ হলো তখনি কারণ শুধু মাত্র ক্যাপচা এন্ট্রি করে এতো টাকা পাওয়া গেলে তো পৃথিবীতে গরিব বলে কেউ থাকতো না। যাহোক তারপর আবার ভাবলাম একবার ট্রায় করেই দেখিনা যদি লাইগা যায়। শুরু করলাম কাজ প্রতিদিন ১০০টি করে ক্যাপচা এন্ট্রি করি আর 1$ ডলার করে একাউন্টে জমা হতে থাকে। একাউন্ট থেকে পেমেন্টের জন্য আবেদন করতে গিয়ে দেখি এরা আবার ন্যূন্যতম 48$ হলে পেমেন্ট করে থাকে তাই কস্ট করে ৪৭ দিন কাজ করে 47$ ডলার ইনকাম করলাম ৪৮ তম দিনে লগিং করে এই ম্যাসেজটি দেখতে পাই।Your Account Blocked By IP Tracker
Reason: You Login More Account on one PC. For Unlock Account Contact Us on [email protected]
অর্থাৎ কি বুঝলেন আমার ডলার ইনকাম করা কিচ্ছা কাহিনী শেষ। আসলে সাইটটি ছিলো সম্পূর্ণ ভুয়া। তাই সবাই সাইটটি থেকে সাবধান আমার মতো আরকেউ প্রতারিত হবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী টিউনে আলোচনা করবো পিটিসি সাইট নিয়ে। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ। সৌজন্যে : প্রযুক্তি নিয়ে খেলা।
আমি লুৎফর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাঙালি জাতি যতদিন এইসব সস্তার আয় করার উৎস থেকে না বেরিয়ে আসতে পারবে ততদিন তারা এভাবেই মার খাবে।