গ্রামীণফোন নিয়ে এলো ‘ইজি নেট’ !!!

সুপ্রিয় টেকটিউনস ব্যবহারকারিি

সুপ্রভাত আসসালামুআলাইকু। কেমন আছেন আপনারা ? আশা করি ভাল আছেন আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। এটা আমার টেকটিউস এ করা ৪ নং টিউন। গত টিউনটিতে  আমি  ব্যাপক সাড়া পেয়েছি। একজন নতুন সদস্য হিসাবে আমার কাছে এটা অনেক বেশি।

যা হোক এখন আসি আমার এই টিউন সম্পর্কে।

প্রামীণফোন সম্প্রতি “ইজি নেট “ শিরোনামে একটা ফ্রি নেট তারা এটা নিয়ে ব্যাপক প্রচার করছে।

আপনাকে প্রথমে ডায়াল করতে বলছে *5000*55# তারপর আপনাকে জানাচ্ছে যে আপনার বর্তমান ব্যবহার করা ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে ও আপনাকে একটা লিংক দেবে এই লিংক ব্যবহার করে আপনি যে ওয়েব সাইট ভিজিট করবেন সেখানে আপনি ভিডিও টিউটোরিয়ালের সাহায্যে ইন্টারনেট ব্যবহার শিখতে পারবেন।

পাশাপাশি নির্দিষ্ট কিছু ওয়েবসাইটও বিনামূল্যে ব্রাউজ করার সুযোগ দেবে গ্রামীণফোন।

তবে বলা ভালো যে এটা গ্রামীণফোন গ্রাহকরা স্মার্টফোন থেকে *৫০০০*৫৫# ডায়াল করলে একটি মাইক্রো সাইটের লিঙ্ক পাবেন, যেখান থেকে তারা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ইন্টারনেট ‘কী’ এবং তা ‘কীভাবে’ ব্যবহার করা যায়, তা জানতে পারবেন।

আপনার কোন ইন্টারনেট ডাটা কাটবে না।

কিন্তু আপনাকে জানিয়ে রাখি এটা কিন্ত গ্রাহকরা বিনামূল্যে ‘জিরো’ ফেসবুক, ‘জিরো’ উইকিপিডিয়া ব্যবহার করতে পারবেন। অর্থাৎ বিনামূল্যে ফেসবুক ব্যবহার করতে পারবেন ভিডিও দেখা ছাড়া।

এছাড়া গ্রাহকরা চাইলে ভবিষ্যতে ব্যবহারের জন্য এখান থেকে গ্রামীণফোনের ইন্টারনেটের বিভিন্ন প্যাকেজও কিনতে পারবেন। তবে প্যাকেজ কেনার আগে গ্রাহককে ‘কনফার্মেশন’ দিতে হবে।

 

এটা নিয়ে আমার ব্যক্তিগত মতমত হচ্ছে এটা জিপির একটা প্রচারনা মাত্র আগে আপনি যে ভাবে জিরো ফেইসবুক ব্যবহার করতেন সেই একই কথা !!!

এত কিছু করার কোন দরকার নেই তবে হ্যা বাড়তি হিসাবে আপনি কিছিু ফ্রী ভিডিও দেখতে পারবেন যার মাধ্যমে ইন্টারনেট সম্পর্কে ধারাণা হবে। তবে এটা আমাদের চেযে গ্রামের সাধারণ মানুষ বেশি উপর্কিত হবে বরে মনে করি।

 

তাই এটাকে সম্পূর্ণ প্রতারনা বলতে পারছি না।

আপনার কোন প্রশ্ন বা ইন্টারনেট সাহায্যের জন্য আমার ফেইসবুক প্রোফাইল ভিজিট করতে পারেন

এইখানে আমি 🙄

Level 0

আমি ফরিদ শাহাবুদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলে ভাল হয়েছে @রেজাউল করিম