কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছে। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম এয়ারটেল এর কিছু রিচার্জ অফার। ৩ দিন থেকে ৩০ দিনের মেয়াদ আছে অফার গুলোর। আর পরিমাণ ১৭ টাকা রিচার্জ থেকে শুরু করে ৭৪৭ টাকা রিচার্জ করতে হবে। ডাটার পরিমাণ থাকছে সর্বনিম্ন ৬০ এম্বি থেকে সর্বোচ্চ ৫ জিবি। যারা এয়ার টেল এ নেট ইউস করেন, তাদের কাজে লাগবে আশা করি।
অফারগুলো সরাসরি দেখে নিন নিচের চার্ট থেকে।
Type | Recharge Amount* | Volume | Validity | Activation | Balance check |
Prepaid Only | 17 | 60MB | 3 days | Recharge 17 | *778*4# |
98 | 425MB | 7days | Recharge 98 | ||
229 | 1GB | 30 days | Recharge 229 | ||
398 | 2GB | 30 days | Recharge 398 | ||
517 | 3GB | 30 days | Recharge 517 | ||
747 | 5GB | 30 days | Recharge 747 |
* ভ্যাট আর সারচার্জ যুক্ত আছে এতে।
উপরের টাকার পরিমানের সাথে ভ্যাট আর সারচার্জ যোগ করা আছে তাই আর কোনো এক্সট্রা টাকা লাগবে না। নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করলেই আপনার ইন্টারনেট প্যাক চালু হয়ে যাবে। কোনো ঝামেলা আর থাকছে না।
এবার আসি অন্য কথায়। আমার একটি ছোট্ট বাংলা ব্লগ আছে যেখানে লেটেস্ট সব মুভি আপলোড দেয়া হয়। মুভিগুলো কম্প্রেস সাইজ করে অর্থাৎ সাইজ ছোটো করে আপলোড দেয়া হয় মিডিয়াফায়ারে। মিডিয়াফায়ার থেকে ডাউনলোড ইজি, তাই সমস্যা হবার কথা না। সেখানে আরো পাবেন নেট টিপস, গুরুত্বপূর্ণ ফুল ভার্সন সফটওয়্যার, কম্প্রেস করা এইচিডি মুভি ১০০-২০০ এম্বির মধ্যে।
চাইলে ঘুরে আসতে পারেন আমার ছোট্ট বাংলা ব্লগ থেকে।
আবার দেখা হবে সামনে, নতুন পূরাতনের মিশেলে।
আমি শেখ রাশেদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়। কারনে - অকারনে বদলায়। ---------------------------- আমি ও বদলাতে চাই। কিন্তু সবার ভালবাসায়, ভালভাবে।
৩৯৮ টাকায় ৪ জিবি দেয় এখন