ক্যাশিয়াম – বিজ্ঞাপন থেকে সহজ আয়

পিটিসি বা বাক্স সাইট থেকে আয়ের ব্যাপারে আমি আগে কখনও উৎসাহিত ছিলাম না। কিন্তু ইদানিংকালে দেখলাম সাইটগুলো আসলেই পেমেন্ট করে এবং এগুলো থেকে মাসে ১০০ থেকে ২০০ ডলার আয় করাও সম্ভব। আজকের পোস্টটি মূলত এরকম একটি সাইট নিয়ে। সাইটটি হচ্ছে ক্যাশিয়াম (http://www.cashium.net)।

যারা এই ধরনের সাইট সম্পর্কে জানেন না তাদের জন্য ব্যাপারটা একটু বিস্তারিতভাবে বলছি। পিটিসি (PTC) বা পেইড টু ক্লিক সাইটগুলোতে রেজিষ্ট্রেশন করার পর আপনাকে কয়েকটি (সাধারণত ৪টি) বিজ্ঞাপনের লিংক দেয়া হবে। আপনার কাজ হল লিংকগুলোতে ক্লিক করে বিজ্ঞাপনগুলো ৩০ সেকেন্ড ধরে দেখা। টিভিতে বিজ্ঞাপন দেখা আর এই সাইটগুলোতে বিজ্ঞাপন দেখার মধ্যে মূল পার্থক্য হচ্ছে এখানে প্রতি বিজ্ঞাপন দেখার জন্য আপনাকে টাকা দেয়া হবে। সাইট ভেদে এই পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ক্যাশিয়াম সাইটে সাধারণ মেম্বারদেরকে বিজ্ঞাপন প্রতি ০.০০৮ ডলার দেয়া হয়। অর্থাৎ প্রতিদিন ৪ টি বিজ্ঞাপণ দেখলে মাসে আপনি আয় করবেন ০.৯৬ ডলার। হতাশ হবেন না, আসল ব্যাপারটা একটু পরেই বলছি।

এই সাইটগুলোতে মূল আয় হচ্ছে রেফারেল থেকে। রেফারেল মানে হচ্ছে আপনার মাধ্যমে কেউ যদি রেজিষ্ট্রেশন করে তাহলে সে যত ক্লিক করবে তার অর্ধেক আপনি পাবেন। অর্থাৎ প্রতিজন রেফারেল থেকে আপনি মাসে পাবেন ০.৪৮ ডলার। এভাবে রেফারেলের সংখ্যা যত বাড়তে থাকবে আপনি তত আয় করতে থাকবেন।

কিন্তু সমস্যা হচ্ছে লোকজনকে ধরে ধরে এনে রেফারেল বানানো সম্ভব নয়। এতে সবাই বিরক্ত হয়। এই সমস্যার একটি সুন্দর সমাধান এই ধরনের সাইটে রয়েছে, আর এটিই হচ্ছে এই সাইটগুলো থেকে আয়ের মূল উপায়। পদ্ধতিটি হচ্ছে সাইটগুলোর অন্যান্য মেম্বারদেরকে ১ মাসের জন্য একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে রেফারেল হিসেবে ভাড়া করতে পারবেন, যাদেরকে বলা হয় "রেন্টেড রেফারেল"। যে কোন সময় সর্বোচ্চ ১০০ জন করে রেফারেল ভাড়া করতে পারবেন। এই রেফারেলের সংখ্যা যত বেশি হবে আয়ের পরিমাণও তত বাড়তে থাকবে। তবে রেফারেল থেকে নিয়মিত আয় পেতে হলে আপনাকে যে বিজ্ঞাপনগুলো দেয়া হবে প্রতিদিন সেগুলো কয়েক মিনিট ব্যায় করে দেখতে হবে।

ক্যাশিয়াম সাইটে ৪ ধরনের মেম্বারশীপ ব্যবস্থা রয়েছে - Standard, Discover, Superior এবং Supreme। রেজিষ্ট্রেশন করলে আপনি সাইটের একটি Standard মেম্বারশীপ পাবেন। সাইটটি যখন নতুন চালু হয়েছিল তখন যারা রেজিষ্ট্রেশন করেছিল তাদেরকে Discover মেম্বারশীপ দেয়া হয়েছিল। অন্যদিকে ১ বছরের জন্য Superior মেম্বার হতে ১০০ ডলার এবং Supreme মেম্বার হতে ৬০০ ডলার খরচ পড়ে। সাইটটি থেকে পেপাল এবং এলার্টপে এই দুই পদ্ধতিতে টাকা উঠানো যায়।

এবার দেখে নেয়া যাক কোন মেম্বারশীপে কি কি সুবিধা রয়েছে -

প্রতি ক্লিকে আয়
StandardSuperiorSurpeme
০.০০৮ ডলার০.০১০ ডলার০.০১২ ডলার
প্রতি রেন্টেড রেফারেল থেকে আয়
StandardSuperiorSurpeme
০.০০৪ ডলার০.০০৭ ডলার০.০১০ ডলার
প্রতি মাসে রেন্টেড রেফারেল ভাড়া করতে খরচ এবং সীমা
StandardSuperiorSurpeme
০.৩১ ডলার০.৩১ ডলার০.৩০ ডলার
সর্বোচ্চ ৩০০ জনসর্বোচ্চ ৬৫০ জনসর্বোচ্চ ১০০০ জন

আমি আজকে সাইটে ৫০ ডলার দিয়ে ৬ মাসের জন্য Superior মেম্বার হয়েছি এবং আরো ৩১ ডলার দিয়ে ১০০ জন রেফারেল ভাড়া করেছি। আমার ইচ্ছে আছে আস্তে আস্তে ৬৫০ জন রেফারেল ভাড়া করব। অর্থাৎ রেফারেলরা যদি প্রতিদিন গড়ে ২টি করে ক্লিক করে তখন মাসে আমার আয় হবে, (৬৫০ জন X ২টি ক্লিক X ০.০০৭ ডলার X ৩০ দিন) - (৬৫০ জন X ০.৩১ ডলার) = ৭১.৫ ডলার। আর যদি গড়ে ৩টি করে ক্লিক করে তাহলে আয় হবে ২০৮ ডলার।

আমার মোট রেফারেল কতজন এবং আমি সাইটটি থেকে কত আয় করছি তা নিচের ব্যানার থেকে জানতে পারবেন -

তবে কিছু ব্যাপারে আমি সবাইকে সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দিব। প্রথমত এই ধরনের বেশিরভাগ সাইটগুলো কোন এক অজ্ঞাত কারনে বেশি দিন টিকে না, তবে ব্যাতিক্রম হচ্ছে Neobux। তাই এই ধরনের সাইটে টাকা ইনভেস্ট করার আগে ভাল করে বিবেচনা করে নিন। আর সবাই এই ধরনের সাইটে মেম্বারশীপ আপগ্রেড করতে পারবেন না। কারণ বাংলাদেশ থেকে দেশের বাইরে টাকা পাঠানোর কোন উপায় নেই। শুধুমাত্র যারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বিদেশ থেকে আয় করেন তারাই ইনভেস্ট করতে পারবেন। অন্যদেরকে শুধুমাত্র Standard মেম্বারশীপে সীমাবদ্ধ থাকার পরামর্শ দিচ্ছি। ভবিষ্যতে এই সাইটগুলো থেকে আয় করলে সেই টাকা দিয়ে আপগ্রেড করতে পারবেন।

Level 0

আমি মোঃ জাকারিয়া চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ জকারিয়া ভাই। অনেকদিন পর টিটি তে লগইন করলাম। শুধু আপনাকে কমেন্ট করার জন্য। আমি টিটি থেকে সাময়িক বিদ্বায় নিয়েছিলাম বিভিন্ন কারণে । কিন্তু টিটি ছাড়া ভাল লাগে না।
আমরা স্ক্যাম পিটিসি সাইটে কাজ করতে করতে আমাদের চিন্তা ধারাও স্ক্যাম হয়ে গেছে। এজন্যই অনেকে পিটিসি দেখতে পরে না। আমিও পিটিসি নিয়ে টিউন করেত চাচ্ছিলাম কিন্তু লোকে খারপ ভাবে বলে আর করি নি।
যা হোক আমার এখন প্রধান ইনকাম পিটিসি থেকে। নিওবক্স থেকে প্রতিদিন ৬$ পাইতেছি। ইতিমধ্যা প্রয় ২০০$ এর মত ইনকাম করেছি। আমি গোল্ডেন মেম্বার, আমার ইচ্ছা আছে ২০০০ রেফারেল কিনার। নিওবক্সের ফোরামে আমার স্ট্যটাস দেখতে পরবেন http://www.neobux.com/forum/?frmid=15&tpcid=152061 ( কোন রিপ্লে করা যাবে না বন্ধ আছে)
পিটিসি কে আমি ফ্রীল্যান্সিং বলি না, আমি পিটিসি কে বিজনেস হিসেবে দেখি। কারণ আমি নিওবাক্সে ১৭৫$ ইনভেস্ট করেছি। কয়েকদিনের মধ্যই আর একটি সাইটে আরও ২০০$ ইনভেস্ট করব ( গোল্ডেন মেম্বার করতে ৯০$ বাকী ১১০$ দিয়ে রেফারাল কিনব।
আমি মোট ১৫ টি সাইটে কাজ করি। আর এজন্য প্রতিদিন সময়লাগে ১ ঘন্টা। অনেকেই পিটিসিকে সময় অপচয় মনে করে। কিন্তু আমার কাছে প্রতিদিন ১ ঘন্টা সময় কোন অপচয় মনে হয় না কারণ আমি এত ব্যস্ত মানুষ না।
আর আমি অনলাই থেকে ইনকাম করেই এই ইনভেস্ট করতেছি। আমার মতে যাদের অন্য সাইট থেকে প্রতিদিন কক্ষে ২$ করেও ইনকাম আছে তারা পিটিসি থেকে ভাল প্রফিট করতে পারবে।
আমি এই কয়েকটা পিটিসি সাইটে কাজ করি http://gsmbd24.blogspot.com/p/online-money-earning-system.html
সরি ভাই কমন্ট বড় হয়ে যাচ্ছে। ক্যাসিয়াম সাইটটি থেকে আমি মোট ৬$ ইনাকাম করেছি কিন্তু কখনও ইনভেস্ট করার সাহস পাইনি। তাবে এখন আপনার কথায় ভরসা পাচ্ছি। আমার ধারণা বিডি থেকে আপনিই সাইটিটিতে প্রথম পেইড মেম্বার। আমিও আসতেছি।
আর ওনবাক্স এর ফোরামে আপনাকে তো দেখি না, ওনবাক্স এ বাংলাদেশী মডারেটর সিলেক্ট কারার জন্য যে ভোট দিলাম তার খবর কি? বাংলাদেশি মডারেটর কি সিলেক্ট হয়েছে?
টিটিতে অনেক ভিজিটর কমে গেছে। টিটির এরকম অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে।
ধন্যবাদ

    আমি নিওবাক্সে ইনভেস্ক করি নি, তবে অনবাক্সে ১০০ ডলার ইনভেস্ট করেছিলাম। ৪৫ দিন পরে মূল টাকা ফেরত পেয়েছি। এখন প্রতিদিন গড়ে ১৪ ডলার করে পাচ্ছি। এজন্য প্রতিদিন আমার ৩০ মিনিটের মত ব্যয় হয়। ব্যাপারটা সত্যি দারুন। তবে আমি আগেই বলেছি এ ধরনের সাইট কখন বন্ধ হয় তার কোন ঠিক নেই। অনবাক্সে আমি ভাল সাফল্য পেয়েছি কিন্তু এই সাইট নিয়ে টিউন করিনি তার মূল কারণ হচ্ছে অনবাক্সে শেয়ার্ড আইপি থেকে লগইন সাপোর্ট করে না। ফলে আমাদের দেশের বেশিরভাগ ইউজার এটি ব্যবহার করতে পারবে না। আর ক্যাশিয়াম নিয়ে আজ টিউন করলাম এই কারণে যে তারা এটি সাপোর্ট করে। সাইটটি সম্পর্কে বিভিন্ন সাইটে ভাল ফিডব্যাক দেখে ইনভেস্ট করতে দ্বিধা করিনি।

    অনবাক্সের ফোরামে আমাকে এক মাসের জন্য ব্যান করেছে, সাইট থেকে Payoneer কার্ডে কিভাবে টাকা নিয়ে যেতে হয় তা নিয়ে একটি মন্তব্য দিয়েছিলাম। আমাকে জানালো আমি নাকি ফোরামে অন্য সাইটের বিজ্ঞাপন করছি। আমি ঠিক ধরতে পারছি না আমার ভুলটা কোথায়। এক মাস পর নিয়মিত হব আশা করছি।

    Level 0

    ওহ্ কাতলীয় ব্যপারতো আমাকেও তো নিওবক্সের ফোরামে ব্যান করছিল, মাত্র ২ লাইন বাংলায় লিখছিলাম তার জন্য। গত কালকে লাইভ সাপোর্টের মাধ্যমে আবার ফোরামে ঢুকার অনুমতি পাইছি, কিন্তু আমার ওই পোষ্টে কেউ রিপ্লে করতে পারবে না। আমাকে সতর্ক করে দিয়েছে আবার যদি ভুল কিছু করি তাহলে ১০$ জরিমানা করবে। অনবাক্স এর মত নিওবাক্সও বাংলাদেশীদের জন্য আলাদা জায়গা থাকলে ভাল হত। নিওবক্সেও তো অনেক বাঙালী আছে। ভাবছি আবেদন করব কি না বাংলাদেশীদের জন্য আলাদা একটা ঘর করে দেওয়ার জন্য। কিন্তু ভয় হয় আবার কি না কি ভূল ধরে বসে। তাই কিছূ দিন পর করব।

    জাকারিয়া ভাই ও বুলবুল ভাই
    কিছুদিন আগে এক টিউনার , অটোক্লিকার নামে একটা সফটোয়ের এর কথা বলেছিল, যেটাতে সফটোয়েরটি অটোমেটিকালি ক্লিক করে। মানুষকে ক্লিক করতে হয়না।
    এ বিষয়ে কিছু জানেন কিনা?

    ধন্যবাদ

    এ ধরনের কোন সফটওয়্যারের কথা আমি জানি না। তবে বাক্স সাইটে এ ধরনের সফটওয়্যার ব্যবহার করে ক্লিক করা একদম নিষিদ্ধ। অন্যথায় একাউন্ট ব্যান হয়ে যাবে।

    bulbul bhaiya apne amar shathe amar kichu kotha ache……apni plz amake apnar email id ta den, apnar shathe chat korar iccha ache amar, amar id hocche: [email protected]

    thnx

Level 0

জাকারিয়া ভাই, একটা কমেন্ট করলাম কিন্তু waiting for approve.

টিটিতে ভিজিটর অনেক কমে গেছে। এজন্য আমার খুব খারপ লাগছে।

    brother bulbul,
    can u give me the referral link with ur trusted site here . I may join under u.

    Level 0

    Bro অন্যের টিউনে এরকম লিংক এর ছড়াছড়ি ভাল দেখায় না। আমার প্রথম কমেন্টের দ্বিতীয় লিংটা দেখেন। আর অটোক্লিকার সফ্টঅয়্যার ব্যবাহার কারা মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। জাকরিয়া ভাই কমেন্টে লিংক দেওয়ার জন্য আমি দুঃখিত।

দুনিয়ার এত সাইট থাকতে আপনি কেন এই সাইটে টাকা ইনভেস্ট করলেন। সত্যই আপনার জন্য খারাপ লাগছে যে আপনার ৮০ ডলার নষ্ট হল। সাইটি আর মাত্র ৪৫ দিন পর স্ক্যাম লিষ্টে চলে যাবে। দেখেন এই কদিনের মধ্যে আপনার চালান উঠাতে পারেন কি না। ফাঁদে আপনি পা দিয়েছেন ভাল কথা দয়া করে অন্য কাউকে ফাঁদে ফেলানোর জন্য উৎসাহ দিবেন না।
ধন্যবাদ।

    আমি শুধু এই সাইটে নয়, আরো একটি বাক্স সাইটেও ইনভেস্ট করেছি। ওই সাইট থেকে এখন প্রতিদিন গড়ে ১৪ ডলার করে আয় করছি। আর আমি ক্যাশিয়াম সম্পর্কে ভাল করে জেনেই ইনভেস্ট করেছি। তারপরও যদি এই সামান্য ডলারের ইনভেস্ট নষ্ট হয় তাহলে আমার কোন ক্ষতি নেই 🙂 আমি সেই রিস্ক জেনেই ইনভেস্ট করছি।

    সত্যি কথা বলতে কি, আমি কাউকে ফাঁদে ফেলার জন্য পোস্টটি করিনি। এটা আপনার নিতান্তই ভ্রান্ত ধারণা। কেউ সাইটে ইনভেস্ট করলে আমার লাভ বা ক্ষতি কোনটাই নেই। আমি মূলত ফ্রিল্যান্সিং নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করি মাত্র।

    আরেকটি কথা, আপনার এই কথাটার মানে বুঝিনি, “সাইটি আর মাত্র ৪৫ দিন পর স্ক্যাম লিষ্টে চলে যাবে”। ঠিক ৪৫ দিন পর কেন্য স্ক্যাম লিস্টে যাবে সেটা যদি পরিষ্কার করে বলতেন তাহলে হয়ত অন্যদের উপকার হত।

    Level 0

    @ওসামা বিন লাদেন . হা হা লাদনে ভাই এর মাথা খারাপ হয়ে গেছে। আমার মনে হয় আপনি স্ক্যাম সাইটে কাজ করতে করতে এখন সব সাইটকেই স্ক্যাম মনে হয়। আপনি বললেন ৪৫ দিন পর স্ক্যাম হবে, তার প্রমাণ কি, এরকম অন্ধকারে ঢিল ছুড়েন কেন..? আচ্ছা ক্যাশিয়াম এর এডমিনের সাথে আপনার কোন যোগাযোগ আছে না কি..? আপনি যে ভাবে বললেন তাতে মনে হয় এডমিনের সাথে আপনার যোগাযোগ আছে।
    আর আপনি ফাঁদের কথা বললেন, আচ্ছা টিউনের কোথাও কি জাকারিয়া ভাই জোর করে কাউকে রেজিস্ট্রশন করতে বলছে, যে এখান থেকে রেজিস্ট্রশন করলে অমুক লাভ তমুক লাভ। তাহলে এখানে ফাঁদে ফেলার কি হল দয়া করে বলবেন।

ধন্যবাদ জকারিয়া ভাই।

বুলবুল ভাই আপনি আমার ব্ন্ধু মানুষ তাই কমেন্ট করলাম। আমি জানি আপনি পি টি সি স্ক্যাম লিষ্টের গবেষণা করে অনেক টাইম নষ্ট করেছেন। আর এখন বলছেন আপনি ১ ঘন্ট সময় ব্যয় করেন। আর আপনার মতো সবার ইনভেষ্ট করার সামর্থ নাও থাকেতে পারে। আপনি যদি এখন ১ ঘন্টায় ইনভেষ্ট করে ১০$ পান তাহেলে আপনার লস কারন আপনি জানেন আপনার পরিচিত একজনই আয় করছে ঘন্টায় ১০$ । ভাই পি টি সি কাজ করে কারা যারা কনো কাজ জানে না বাট অনলাইনে ইনকাম করতে চায় আমি মনে করি তাদের জন্য আপনি ভাল কাজ শিখে এখজন সফল ফিল্যান্সার হন এই দোয়া করি। আমি ঢাকায় যারা ফিল্যান্সারদের জন্য একটা গুপ করছি। সকল ঢাকার ফিল্যান্সারদের আমন্তন জানাচ্ছি। http://groups.google.com/group/dhakafrelancer

    Level 0

    সরি ভাই আপনার আমনতনে আপনার গূপে জুয়েন করে ক্যাপচার কাজ করে ১৪ মাসে ৪২ ডুলার ইনকাম করার ইচ্ছা আমার নেই। যতক্ষন ধরে ক্যাপচা টাইপ করব ততক্ষন PHP, CSS এর কুড টাইপ করপ। আর তাতেই আমি খুশি। আর আমার ইনকাম নিয়ে আপুনাকে ভাবতে হুবে না। আমার ভালই ইনকাম হচ্ছে।
    থ্যাংক্কু

    বুলবুল ভাই,
    জটিল আনসার

ভাই সালাম নিবেন। আমি GPর internet use করি। আপনার টিউন পড়ে cashium.netএ register করার চেষ্টা করলাম। কিন্তু “Your IP has been detected to have been used already to sign-up or login. Multiple Accounts are not allowed on this site.” message দেয়। আপনি লিখেছেন তারা শেয়ার্ড আইপি থেকে লগইন সাপোর্ট করে। কিন্তু শেয়ার্ড আইপি থেকে registration করা যায় কিনা বলেননি।

সম্ভব হলে আমি কিভাবে registration করতে পারি সে বিষয়ে পরামর্শ দিয়ে সাহায্য করবেন।

    আপনি আপনার ইন্টারনেট বন্ধ করে আবার চালু করে দেখুন। এতে নতুন আইপি এড্রেস পাবেন। তখন আশা করি রেজিষ্ট্রেশন করতে পারবেন।

জাকারিয়া ভাই, আপনার সাথে আমার যোগাযোগ করা দরকার । আপনার ইয়াহু আইডি , অথবা জিমেইল কি দেওয়া যাবে?? পারলে মোবাইল নাম্বারটা দিন । একটু সাহাজ্য প্রয়োজন । আমার নাম্বার : ০১৯১৪০৫৬৫২৬। ধন্যবাদ ।

Level 0

THANK YOU BHAIYA,
TOBE AMAR PC NAI EITAI DUKKHO.
@@@ACCHA BHAIY MOBILE (OPERA) DIYE KI KORA SAMBHOV.?
EKTU JANABEN PLS.