পিটিসি বা বাক্স সাইট থেকে আয়ের ব্যাপারে আমি আগে কখনও উৎসাহিত ছিলাম না। কিন্তু ইদানিংকালে দেখলাম সাইটগুলো আসলেই পেমেন্ট করে এবং এগুলো থেকে মাসে ১০০ থেকে ২০০ ডলার আয় করাও সম্ভব। আজকের পোস্টটি মূলত এরকম একটি সাইট নিয়ে। সাইটটি হচ্ছে ক্যাশিয়াম (http://www.cashium.net)।
যারা এই ধরনের সাইট সম্পর্কে জানেন না তাদের জন্য ব্যাপারটা একটু বিস্তারিতভাবে বলছি। পিটিসি (PTC) বা পেইড টু ক্লিক সাইটগুলোতে রেজিষ্ট্রেশন করার পর আপনাকে কয়েকটি (সাধারণত ৪টি) বিজ্ঞাপনের লিংক দেয়া হবে। আপনার কাজ হল লিংকগুলোতে ক্লিক করে বিজ্ঞাপনগুলো ৩০ সেকেন্ড ধরে দেখা। টিভিতে বিজ্ঞাপন দেখা আর এই সাইটগুলোতে বিজ্ঞাপন দেখার মধ্যে মূল পার্থক্য হচ্ছে এখানে প্রতি বিজ্ঞাপন দেখার জন্য আপনাকে টাকা দেয়া হবে। সাইট ভেদে এই পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ক্যাশিয়াম সাইটে সাধারণ মেম্বারদেরকে বিজ্ঞাপন প্রতি ০.০০৮ ডলার দেয়া হয়। অর্থাৎ প্রতিদিন ৪ টি বিজ্ঞাপণ দেখলে মাসে আপনি আয় করবেন ০.৯৬ ডলার। হতাশ হবেন না, আসল ব্যাপারটা একটু পরেই বলছি।
এই সাইটগুলোতে মূল আয় হচ্ছে রেফারেল থেকে। রেফারেল মানে হচ্ছে আপনার মাধ্যমে কেউ যদি রেজিষ্ট্রেশন করে তাহলে সে যত ক্লিক করবে তার অর্ধেক আপনি পাবেন। অর্থাৎ প্রতিজন রেফারেল থেকে আপনি মাসে পাবেন ০.৪৮ ডলার। এভাবে রেফারেলের সংখ্যা যত বাড়তে থাকবে আপনি তত আয় করতে থাকবেন।
কিন্তু সমস্যা হচ্ছে লোকজনকে ধরে ধরে এনে রেফারেল বানানো সম্ভব নয়। এতে সবাই বিরক্ত হয়। এই সমস্যার একটি সুন্দর সমাধান এই ধরনের সাইটে রয়েছে, আর এটিই হচ্ছে এই সাইটগুলো থেকে আয়ের মূল উপায়। পদ্ধতিটি হচ্ছে সাইটগুলোর অন্যান্য মেম্বারদেরকে ১ মাসের জন্য একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে রেফারেল হিসেবে ভাড়া করতে পারবেন, যাদেরকে বলা হয় "রেন্টেড রেফারেল"। যে কোন সময় সর্বোচ্চ ১০০ জন করে রেফারেল ভাড়া করতে পারবেন। এই রেফারেলের সংখ্যা যত বেশি হবে আয়ের পরিমাণও তত বাড়তে থাকবে। তবে রেফারেল থেকে নিয়মিত আয় পেতে হলে আপনাকে যে বিজ্ঞাপনগুলো দেয়া হবে প্রতিদিন সেগুলো কয়েক মিনিট ব্যায় করে দেখতে হবে।
ক্যাশিয়াম সাইটে ৪ ধরনের মেম্বারশীপ ব্যবস্থা রয়েছে - Standard, Discover, Superior এবং Supreme। রেজিষ্ট্রেশন করলে আপনি সাইটের একটি Standard মেম্বারশীপ পাবেন। সাইটটি যখন নতুন চালু হয়েছিল তখন যারা রেজিষ্ট্রেশন করেছিল তাদেরকে Discover মেম্বারশীপ দেয়া হয়েছিল। অন্যদিকে ১ বছরের জন্য Superior মেম্বার হতে ১০০ ডলার এবং Supreme মেম্বার হতে ৬০০ ডলার খরচ পড়ে। সাইটটি থেকে পেপাল এবং এলার্টপে এই দুই পদ্ধতিতে টাকা উঠানো যায়।
এবার দেখে নেয়া যাক কোন মেম্বারশীপে কি কি সুবিধা রয়েছে -
প্রতি ক্লিকে আয় | ||
Standard | Superior | Surpeme |
০.০০৮ ডলার | ০.০১০ ডলার | ০.০১২ ডলার |
প্রতি রেন্টেড রেফারেল থেকে আয় | ||
Standard | Superior | Surpeme |
০.০০৪ ডলার | ০.০০৭ ডলার | ০.০১০ ডলার |
প্রতি মাসে রেন্টেড রেফারেল ভাড়া করতে খরচ এবং সীমা | ||
Standard | Superior | Surpeme |
০.৩১ ডলার | ০.৩১ ডলার | ০.৩০ ডলার |
সর্বোচ্চ ৩০০ জন | সর্বোচ্চ ৬৫০ জন | সর্বোচ্চ ১০০০ জন |
আমি আজকে সাইটে ৫০ ডলার দিয়ে ৬ মাসের জন্য Superior মেম্বার হয়েছি এবং আরো ৩১ ডলার দিয়ে ১০০ জন রেফারেল ভাড়া করেছি। আমার ইচ্ছে আছে আস্তে আস্তে ৬৫০ জন রেফারেল ভাড়া করব। অর্থাৎ রেফারেলরা যদি প্রতিদিন গড়ে ২টি করে ক্লিক করে তখন মাসে আমার আয় হবে, (৬৫০ জন X ২টি ক্লিক X ০.০০৭ ডলার X ৩০ দিন) - (৬৫০ জন X ০.৩১ ডলার) = ৭১.৫ ডলার। আর যদি গড়ে ৩টি করে ক্লিক করে তাহলে আয় হবে ২০৮ ডলার।
আমার মোট রেফারেল কতজন এবং আমি সাইটটি থেকে কত আয় করছি তা নিচের ব্যানার থেকে জানতে পারবেন -
তবে কিছু ব্যাপারে আমি সবাইকে সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দিব। প্রথমত এই ধরনের বেশিরভাগ সাইটগুলো কোন এক অজ্ঞাত কারনে বেশি দিন টিকে না, তবে ব্যাতিক্রম হচ্ছে Neobux। তাই এই ধরনের সাইটে টাকা ইনভেস্ট করার আগে ভাল করে বিবেচনা করে নিন। আর সবাই এই ধরনের সাইটে মেম্বারশীপ আপগ্রেড করতে পারবেন না। কারণ বাংলাদেশ থেকে দেশের বাইরে টাকা পাঠানোর কোন উপায় নেই। শুধুমাত্র যারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বিদেশ থেকে আয় করেন তারাই ইনভেস্ট করতে পারবেন। অন্যদেরকে শুধুমাত্র Standard মেম্বারশীপে সীমাবদ্ধ থাকার পরামর্শ দিচ্ছি। ভবিষ্যতে এই সাইটগুলো থেকে আয় করলে সেই টাকা দিয়ে আপগ্রেড করতে পারবেন।
আমি মোঃ জাকারিয়া চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার
ধন্যবাদ জকারিয়া ভাই। অনেকদিন পর টিটি তে লগইন করলাম। শুধু আপনাকে কমেন্ট করার জন্য। আমি টিটি থেকে সাময়িক বিদ্বায় নিয়েছিলাম বিভিন্ন কারণে । কিন্তু টিটি ছাড়া ভাল লাগে না।
আমরা স্ক্যাম পিটিসি সাইটে কাজ করতে করতে আমাদের চিন্তা ধারাও স্ক্যাম হয়ে গেছে। এজন্যই অনেকে পিটিসি দেখতে পরে না। আমিও পিটিসি নিয়ে টিউন করেত চাচ্ছিলাম কিন্তু লোকে খারপ ভাবে বলে আর করি নি।
যা হোক আমার এখন প্রধান ইনকাম পিটিসি থেকে। নিওবক্স থেকে প্রতিদিন ৬$ পাইতেছি। ইতিমধ্যা প্রয় ২০০$ এর মত ইনকাম করেছি। আমি গোল্ডেন মেম্বার, আমার ইচ্ছা আছে ২০০০ রেফারেল কিনার। নিওবক্সের ফোরামে আমার স্ট্যটাস দেখতে পরবেন http://www.neobux.com/forum/?frmid=15&tpcid=152061 ( কোন রিপ্লে করা যাবে না বন্ধ আছে)
পিটিসি কে আমি ফ্রীল্যান্সিং বলি না, আমি পিটিসি কে বিজনেস হিসেবে দেখি। কারণ আমি নিওবাক্সে ১৭৫$ ইনভেস্ট করেছি। কয়েকদিনের মধ্যই আর একটি সাইটে আরও ২০০$ ইনভেস্ট করব ( গোল্ডেন মেম্বার করতে ৯০$ বাকী ১১০$ দিয়ে রেফারাল কিনব।
আমি মোট ১৫ টি সাইটে কাজ করি। আর এজন্য প্রতিদিন সময়লাগে ১ ঘন্টা। অনেকেই পিটিসিকে সময় অপচয় মনে করে। কিন্তু আমার কাছে প্রতিদিন ১ ঘন্টা সময় কোন অপচয় মনে হয় না কারণ আমি এত ব্যস্ত মানুষ না।
আর আমি অনলাই থেকে ইনকাম করেই এই ইনভেস্ট করতেছি। আমার মতে যাদের অন্য সাইট থেকে প্রতিদিন কক্ষে ২$ করেও ইনকাম আছে তারা পিটিসি থেকে ভাল প্রফিট করতে পারবে।
আমি এই কয়েকটা পিটিসি সাইটে কাজ করি http://gsmbd24.blogspot.com/p/online-money-earning-system.html
সরি ভাই কমন্ট বড় হয়ে যাচ্ছে। ক্যাসিয়াম সাইটটি থেকে আমি মোট ৬$ ইনাকাম করেছি কিন্তু কখনও ইনভেস্ট করার সাহস পাইনি। তাবে এখন আপনার কথায় ভরসা পাচ্ছি। আমার ধারণা বিডি থেকে আপনিই সাইটিটিতে প্রথম পেইড মেম্বার। আমিও আসতেছি।
আর ওনবাক্স এর ফোরামে আপনাকে তো দেখি না, ওনবাক্স এ বাংলাদেশী মডারেটর সিলেক্ট কারার জন্য যে ভোট দিলাম তার খবর কি? বাংলাদেশি মডারেটর কি সিলেক্ট হয়েছে?
টিটিতে অনেক ভিজিটর কমে গেছে। টিটির এরকম অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে।
ধন্যবাদ