জিপি চালু করল ইন্টারনেট ডট ওআরজির মত নিজস্ব সেবা। বাংলাদেশে প্রথম রবি ইন্টারনেট ডট আরজির মাধ্যমে নিদির্ষ্ট কিছু ওয়েবসাইটের ফ্রি ব্রাউজিং এর সুযোগ দিলেও গ্রামীনফোন বা জিপি এবার চালু করলো ফ্রি ইন্টারনেট সেবা। এই সেবার মাধ্যমে নিদির্ষ্ট কিছু ওয়েবসাইটে বিনামুল্যে ব্রাউজ করা যাবে।
ইন্টারনেট ডট ওআরজির মত ইজিনেট নামক একটি অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে বিনামুল্যে ওয়েবসাইট ব্রাউজের সুবিধাটি। গ্রামীলফোন কোম্পানি শুরুতে জিরো ফেসবুক এবং উইকিপিডিয়া ফ্রি বাউজ করতে দিলেও বর্তমানে এই সেবা্য় যুক্ত হয়েছে প্রায় ৮ টির মত সাইট। ভবিষ্যতে এই সুবিধা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছ গ্রামীনফোনের পক্ষ থেকে। শুধু ফ্রি ইন্টারনেট নয় ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ইন্টারনেটের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন। আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন জিপি ফ্রি ইন্টারনেট।
এখন দেখার বিষয় হলো রবি ফ্রি ইন্টারনেট এর নাম করে গ্রাহকদের থেকে প্রচুর টাকা পয়সা আয় করেছে। ব্যালান্স না না থাকলে ফ্রি ইন্টারনেট সুবিধা ভোগ করলেও ব্যালেন্স থাকা অবস্থায় অনেক টাকা কেটে নিয়েছে রবি। এবার জিপির পালা।
জিপি ফ্রি ইন্টারনেট সম্পর্কে প্রথম জানতে পারি নিচের লিংক এ
গ্রামীনফোনের ৪ জি সেট
গ্রামীনফোন এবং এডিসন গ্রুপ বাংলাদেশ গ্রামীন ফোনের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ৪ জি সেট (লিংক : helio S1)। বিজ্ঞাপনে সেটের প্রি বুকিং এর জন্য ৩০০০ টাকা জমা দেওয়ার কথা বলা হল। মুল রেট কত জানানো হয় নি !!! বাংলাদেশে কোন মোবাইল অপারেটরের ৪জি আমার জানা মতে নেই।তাহলে এই সেটের কাজটা কি ??
সর্বশেষ একটি কথা,যাই হোক দেশের মানুষ আইটির সুফল ভোপ করুক। দেশ আইটিতে এগিয়ে যাক এই কামনা। দেশে ৪ জি না থাকলেও আশা করি চলে আসবে। রবির মত গ্রামীনফোন ফ্রি এর নাম করে টাকা কাটবে না। এই কামনা। ধন্যবাদ সবাইকে।
আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম। আশা করা যায়। দেখা যাক কেমন হয় এদের ফ্রি নেট।