ইন্টারনেটে অনেক ভাবে ইনকাম করা যায়। আর আমি যে বিষয়টি শেয়ার করব সেটা করতে আপনার কোনো ইনভেস্ট বা অভিজ্ঞতা লাগবে না। শুধু বিভিন্ন ফাইল আপলোড দিন। আর তা শেয়ার করুন। এর চেয়ে সহজ কাজ আর কি পারবেন বলেন তো। যদি না পারেন ঘুমিয়ে থাকুন নাক ডেকে।
ইন্টারনেটে ইনকাম করবেন। তা আবার অন্যের হোস্টিং ব্যবহার করে। যত পারবেন আপলোড দেন। আর আপনার লিংক ছড়িয়ে দিন বিভিন্ন সোস্যাল মিডিয়াতে। যেমন: ফেসবুক, টুইটার, ইউটিউব, লিংকেডিন, পিন ইট ও বিভিন্ন ফোরামে।
যত ডাউনলোড তত টাকা।
১. যত পারুন ছোট ফাইল আপলোড দিন তাহলে সময় কম খরচ হবে।
২. আপনার রেফারেল বাড়ান তাহলে আরো দ্রুত ইনকাম হবে।
৩. বতমানে কোন জিনিসের চাহিদা বেশি। সেটা আপলোড দিন। আর ডাউনলোড লিংক ছড়িয়ে
দিন বিভিন্ন সাইটে।
৪. ভাই কষ্ট ছাড়া কোথায় টাকার গাছ পাওয়া যায় না। তাই ভাবুন আর নিজের ক্রিয়েটিভ আইডিয়া ব্যবহার
করে ইনকাম করুন।
আপনার পাঁচ ডলার হলে টাকা উত্তোলন করতে পারবেন পেপাল এর মাধ্যমে। ভাবছেন এটা আবার পাবেন কোথায়। হ্যা সেটা তো ভাবারই বিষয়। শুনন আগে তো ইনকাম করুন। তারপর আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে যে পেপাল কি? কিভাবে টাকা উত্তোলন করা যায়?
আমি পরর্বীতে কিভাবে পেপাল অ্যাকউন্ট করবেন তার একটি ভিডিও টিউটরিয়া্ল তৈরি করবো। আশা দিলাম। ভরসা রাইখেন।
যত প্রকার সাপোর্ট লাগবে আমি দিব। আমি কোনো ফালতু জিনিসের পিছনে ঘুরি না কাউকেও ঘুরাই না। হুমমমমম।
কিভাবে সাইনআপ করবেন তার একটি টিউটরিয়াল দেখে নিন সহজ হবে
যত প্রকার সফটওয়্যার আছে এই সাইটটিতে।
আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যালো বন্ধুরা! তোমরা কেমন আছ? আমি ভালো আছি। আমি তোমাদের জন্য সবসময় ভালো ভালো টিউনস নিয়ে হাজির হবো। সবাই আমার জন্য দোয়া করবে।
কিভাবে পেপাল অ্যাকউন্ট কাজে লাগবে ত ?? আশায় রইলাম ভাই যাতে আপনার মাধ্যমে পেতে পারি অতি দ্রুত ।