রবি দিচ্ছে ৭৪৬ টাকা রিচার্জে এক মাসের আনলিমিটেড ৩জি + ৬০০ মিনিট + বোনাস সাইট

বাংলাদেশের অন্যতম মোবাইল অপারেটর কোম্পানী রবি দিচ্ছে দারুন অফার। মাত্র ৭৪৬ টাকা রিচার্জেই পাচ্ছেন আনলিমিটেড ইন্টারনেট।

তবে এখানে শর্ত থাকে যে, মাত্র ৩জিবি পাবেন রেগুলা স্পিড এ।অর্থাৎ, ৩ জিবি নেট পাবেন রেগুলার ৫১২ কেবিপিএস থেকে ১ এম্বিপিএস স্পীড এ। পরবর্তী ১০জিবি ইন্টারনেট পাবেন ২৫৬ কেবিপিএস স্পীড এ এবং পরবর্তী ব্যাবহৃত ডাটা পাবেন ১২৮ কেবিপিএস স্পীড এ।  খুব মন্দ না অফারটা। কারন, নেটের যা দাম, তা তো ভাবাই দায়। এই প্যাকেজ টা হবে আর কি দুধের সাধ ঘোলে মেটানোর মতো অবস্থা।

সঙ্গে থাকছে বোনাস হিসেবে ৩০০ মিনিট অননেট এবং ৩০০ মিনিট অফনেট টকটাইম। তাই আলাদা আর কথা বলার জন্য বিল খুব একটা গুনতে হবে না, আশা করি।
কোনো কোড লিখে মেসেজ দিতে হবে না। সরাসরি রিচার্জ করলেই হবে।
অফারগুলোর মেয়াদ একমাস।

 

টিউনটি প্রথম প্রকাশিত হয় আমার ছোট্ট বাংলা ব্লগে। চাইলে ঘুরে আসতে পারেন আমার ব্লগটি থেকে।সেখানে পাবেন নানা ধরনের ফুল ভার্শন  সফটওয়্যার। আবার অনেকেই আছেন ১-১.৫ জিবি নেট কেনেন প্রতি মাসে, কিন্তু ১-২ জিবি সাইজের মুভি হওয়ায় আর লেটেস্ট মুভিগুল দেখা হয় না। বিশেষত তাদের জন্য আমি লেটেস্ট মুভিগুলো হাইলি কম্প্রেস করে সাইজ কমিয়ে mp4 ফরম্যাটে মিডিয়াফায়ারে আপলোড করে দিয়েছি যেনো সমস্যা কম হয়।  সেখানে পাবেন ১০০ - ২০০ এম্বি এর মত সাইজে প্রতিটি ক্লীয়ার মুভি। আর নানা ধরনের টিপস তো অপেক্ষা করছেই।

 

ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামি টিউনে।

ঘুরে আসেন আমার ব্লগ থেকে।

চাইলে এড থাকতে পারেন আমার গ্রুপ এ।

Level 0

আমি শেখ রাশেদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়। কারনে - অকারনে বদলায়। ---------------------------- আমি ও বদলাতে চাই। কিন্তু সবার ভালবাসায়, ভালভাবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ধুর মিয়া রবি বন্ধ সিমে ১১ টাকায় 3-জি ডাটা নেওয়া জায় যতখুশি ততবার, ব্যবহার করি রাত ১২-বিকাল ৫টা পর্যন্ত তবে আমার এলাকায় 3-জি নেই তাই এই অফারটি মাত্র ৪-৫ বার নিয়েছি।এই মাত্র রবির হেল্লাপ লাইনে ফোন করে জানলাম এই অফারটি এখনো চালু আছে।

    ভাই, নূন্যতম ভালো ব্যাবহার করেন। বন্ধ সিমের অফারের পিয়াক সবসময় নয়, আর যাদের বন্ধ সিম নাই তারা কি করবে?

Level 2

এই সব বাদ দিয়ে কীভাবে মুভিগুলো হাইলি কম্প্রেস করেন তা নিয়ে টিউন করেন।

    সেটা তো আমি দিবই, আমার কাজটা আমাকে বুঝতে দেন।

      Level 2

      @ রাশেদ ভাই > আমার ব্যবহারে কস্ট নিবেননা ৭৪৬ টাকা রিচার্য করে নেট ব্যবহার কারা আমার মত স্টুডেন্ট দের জন্য অনেক বেশি নয় কী..? যেখানে আমি রবি পোস্টপেইড সিমে এক্সিকিউটিভ প্যকেজটা ব্যবহার করি মাত্র ৩৬০ টাকায় ১মাস, 6-GB শুধু শুক্রবার বাদে সকাল ৯টা থেকে রাত ৯টা।

      এরকম অল্প খরচে আরো অনেক প্যকেজ আছে যেমন, বাংলালিংক এর নাইট প্যকেজ, এখন ব্যবহার করিনা। সম্ভবত ৩৬০ টাকা একমাস রাত ১০-থেকে পরেরদিন সকাল ১০টা পর্যন্ত

      একটা কথা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, টেকটিউনে ভিজিটরদের শতকার ৭০ ভাগই মনেহয় স্টুডেন্ট, বিশেষ করে আমারা নিজেদের ব্যক্তিগত কাজেই নেট ব্যবহার করি,তাই আপনার দেওয়া টিপস্ ফলো করা অনেক কঠিন, কারণ ঐটাকায় আমি দুইমাস নেট চালাতে পারবো. তাই ছাত্রদের কথা বিবেচনা করে টিউন করবেন।

Level 2

আর একটি কথা যাদের বণ্ধ সিম নেই তারা বন্ধু বা আশেপাশে খোজ নিয়ে দেখবে কার বন্ধ সিম আছে, যেমন জিপি ঈদের সময় একটা অফার দিয়েছিলো বন্ধ সিমে ১০.৪৪ টাকায় ১জিবি 3-জি ডাটা।সবোচ্চ ১০ জিবি। আমার দুইটা জিপি সিমে এই অফার টা পাইনি, পরে পরিচিত একজনের সিমে ট্রাই করে দেখি সেই সিমে অফারটি দিয়েছে, দশজিবি নিয়েছিলাম। এবং সেই ব্যক্তিকে উপহার হিসেবে তাকে ১০ টাকা রিচার্য করে দিয়েছিলাম।

আপনার সাইট ভিজিট করেছিলাম, ভালোই লাগলো। হানিমুন ছবিটা ডাউনলোড করে দেখলাম, ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই

Level 2

আর একটি কথা প্যকেজ যত কম টাকায় হবে মানুষ ততো বেশি আকৃস্ট হবে। দেখুন আপনি টিউন করার পর কোন ভিজিটর এখোনো মন্তব্য করেনি, আর জাহিদ ভাই এটি টিউন করলে টিউনমেন্টের বন্যা বয়ে যায় কারণ কী।

আপনাকে একটা টিপস্ দেই, জিপির ১০.৪৪ টাকায় অফার এখনো আছে। তবে নতুন এবং বন্ধ সিমে। জিপির হেল্প লাইনে ফোন করে বিস্তারিতো জেনে তারপর আপনার সাইটে প্রথমে একটা পোস্ট করার পর টিটিতে পোস্ট দিন আর নিচে আপনার সাইটের লিংঙ্ক দিয়ে বলবেন সময় থাকলে আমার সাইট ভিজিট করবেন। এরকম করেও আপনি অনেক ভিজিটর পাবেন

তবে রবির ১.৪৪ টাকায় ১জিবি এই বিষয়ে ভালো করে জেনে একসাথে দুইটা টিপস্ একই টিউনে শেয়ার করুন, কালকে তাদের হেল্প লাইনে ফোন করে জানলাম অফারটি এখনো তারা বন্ধ করেনি।

আমার কথায় কিছু মনে করবেননা, ব্লগিং জগতে কোন হেল্প দরকার হলে বলবেন, পাশে থাকার চেস্টা করবো।