বাংলাদেশের অন্যতম মোবাইল অপারেটর কোম্পানী রবি দিচ্ছে দারুন অফার। মাত্র ৭৪৬ টাকা রিচার্জেই পাচ্ছেন আনলিমিটেড ইন্টারনেট।
তবে এখানে শর্ত থাকে যে, মাত্র ৩জিবি পাবেন রেগুলা স্পিড এ।অর্থাৎ, ৩ জিবি নেট পাবেন রেগুলার ৫১২ কেবিপিএস থেকে ১ এম্বিপিএস স্পীড এ। পরবর্তী ১০জিবি ইন্টারনেট পাবেন ২৫৬ কেবিপিএস স্পীড এ এবং পরবর্তী ব্যাবহৃত ডাটা পাবেন ১২৮ কেবিপিএস স্পীড এ। খুব মন্দ না অফারটা। কারন, নেটের যা দাম, তা তো ভাবাই দায়। এই প্যাকেজ টা হবে আর কি দুধের সাধ ঘোলে মেটানোর মতো অবস্থা।
সঙ্গে থাকছে বোনাস হিসেবে ৩০০ মিনিট অননেট এবং ৩০০ মিনিট অফনেট টকটাইম। তাই আলাদা আর কথা বলার জন্য বিল খুব একটা গুনতে হবে না, আশা করি।
কোনো কোড লিখে মেসেজ দিতে হবে না। সরাসরি রিচার্জ করলেই হবে।
অফারগুলোর মেয়াদ একমাস।
টিউনটি প্রথম প্রকাশিত হয় আমার ছোট্ট বাংলা ব্লগে। চাইলে ঘুরে আসতে পারেন আমার ব্লগটি থেকে।সেখানে পাবেন নানা ধরনের ফুল ভার্শন সফটওয়্যার। আবার অনেকেই আছেন ১-১.৫ জিবি নেট কেনেন প্রতি মাসে, কিন্তু ১-২ জিবি সাইজের মুভি হওয়ায় আর লেটেস্ট মুভিগুল দেখা হয় না। বিশেষত তাদের জন্য আমি লেটেস্ট মুভিগুলো হাইলি কম্প্রেস করে সাইজ কমিয়ে mp4 ফরম্যাটে মিডিয়াফায়ারে আপলোড করে দিয়েছি যেনো সমস্যা কম হয়। সেখানে পাবেন ১০০ - ২০০ এম্বি এর মত সাইজে প্রতিটি ক্লীয়ার মুভি। আর নানা ধরনের টিপস তো অপেক্ষা করছেই।
ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামি টিউনে।
চাইলে এড থাকতে পারেন আমার গ্রুপ এ।
আমি শেখ রাশেদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়। কারনে - অকারনে বদলায়। ---------------------------- আমি ও বদলাতে চাই। কিন্তু সবার ভালবাসায়, ভালভাবে।
ধুর মিয়া রবি বন্ধ সিমে ১১ টাকায় 3-জি ডাটা নেওয়া জায় যতখুশি ততবার, ব্যবহার করি রাত ১২-বিকাল ৫টা পর্যন্ত তবে আমার এলাকায় 3-জি নেই তাই এই অফারটি মাত্র ৪-৫ বার নিয়েছি।এই মাত্র রবির হেল্লাপ লাইনে ফোন করে জানলাম এই অফারটি এখনো চালু আছে।