এটা আমার প্রথম টিউন techtunes-এ, আশা করি আপনারা আমার ভুল গুলো ধরিয়ে দিবেন এবং আমাকে অনুপ্রেরণা দিবেন।(যাদের নীতি কথা পছন্দ নয় তারা মাঝখান থেকে পড়ুন, যারা দ্রুত আয় করতে তারা শেষের দিক শুরু করুন আর বাকিরা পুরাটা পড়ুন কাজে দিবে ইনশাল্লাহ )
স্বাগতম আপনাদের সবাইকে আমার এই সামাজিক দায়বদ্ধতা নামক ব্লগে। সামাজিক দায়বদ্ধতা হলো সমাজে শান্তির পথ সুগম করা আর তা তখনই মিলবে যখন আমাদের সমাজে অর্থনৌতিক মুক্তি আসবে, আর তা আমরা তখন ই পাব যখন সমাজে প্রতিটা ব্যক্তি স্বনির্ভর হবে। আর আমাদের মত দেশে পড়াশুনা করা আবার ভালো চাকরি পাওয়াটা খুব একটা সহজ কাজ নই। তাই স্বনির্ভর হওয়া ততটা কঠিন যতটা কঠিন কচু পাতার উপরিপৃষ্ঠে পানি থাকাটা, কিন্তু আমরা প্রত্যেকে যদি স্বনির্ভর না হতে পারি তাহলে সমাজে পরিবর্তন আসবে না,সমাজে পরিবর্তন না এলে শহরে পরিবর্তন আসবে না সর্বশেষে দেশে পরিবর্তন আসবে না। আমরা সবাই যদি ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টার দ্বারা আমাদের দেশের ইকোনমিকে এগিয়ে নিতে না পারি তাহলে দেশ এগোবে না,নিজেক গুরত্বহীন মনে হবে সবসময়।যাই হোক মূলকথায় আসা যাক, চাকরি না পেলেই সব গেল, চাকরি পেলেই আমার সব অর্জন হয়ে গেল তা ভাবার কোনো কারণ নাই। আমি মনে করি চাকরি কোনো মানুষ্ খুব আনন্দ নিয়ে করে তা নয়, তাই চাকরি না পেলে তার পিছনে হন্যে হয়ে ঘুরতে হবে তা খুব একটা জরুরি না (তবে আমাদের এই দুর্বল সমাজে পারলে একটা চাকরির ব্যবস্থা করে ফেলাটা উত্তম),যাই হোক চাকরি করে টাকা আয় করবেন কিন্তু মনে শান্তি থাকবে না। তাই জবের প্রতি জোর দেয়ার পাশাপাশি প্রযুক্তি সম্পর্কে সামান্য জ্ঞান রাখলে আর চেষ্টা করলে খুব সহজে (???) চাইলে জব করে যত আয় করবেন তার থেকে বেশি আয় করতে পারবেন।
আজ আপনাদের সাথে অনলাইন-এ আয় করে স্বাবলম্বী হওয়ার পথপরিক্রমা নিয়ে কিছু কথা বলব -আসা করি আমল করবেন এবং নিজেক এগিয়ে নিয়ে যাবেন :
Online-এ আয় করতে হলে করতে হলে খুব বেশি জ্ঞানী হতে হবে তবে ধোর্য থাকাটা খুব জরুরি কারণ একদিনে আপনি হয়ত সফল হবেন না ৫-১০ দিনেও হবেন না কিন্তু চেষ্টা করে যান সফলতা আসবেই কারণ প্রেক্ষাপটের অনেক পরিবর্তন আসছে গ্রামেও এখন মোটামোটি হাই স্পিড ইন্টারনেট আছে যা একসময় অনেক বিরল ছিল,তবে প্রতিযোগিতাও বাড়ছে। তাই দেরী করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না।
যাই হোক মূলকথায় আসি আমার এখনকার ব্লগটা Begainner এর জন্য, জ্ঞানী লোকজন বেশি মনোযোগ না দিলেও চলবে। যাইহোক দেরী নাকরে শুরু করা যাক ;
Online-এ আয়ের সব চাইতে ভালো রাস্তা হলো কিছু কাজ শিখা যা নিচে দিলাম
1)Web-Design
2)Web-Development
3)Graphics Design
মূলত এই তিনটি কাজ শিখে আপনি O-Desk(Up-work),Freelance, Elance,worrior Forum(শব্দ গুলো নতুন হলে গুগলে সার্চ দিয়ে দেখবেন,actually এই সাইট গুলে অনলাইন-এ নানারকম কাজ offer করে থাকে ) যেখানেই কাজ শুরু করেন না কেন আপনি সফল হবেন নিশ্চিত আপনি একসময় হয়ত আপনার আয় হবে ১০০$.২০০$ theke ৩০০০$ তাও শেষ নয়। তাই O-Desk(Up-work),Freelance, Elance,worrior Forum এই সাইট গুলোতে একাউন্ট খোলার আগে ওপারের কাজ গুলা শিখে নেন।কিন্তু কিভাবে শিখবেন,কোথা থেকে শুরু করবেন,এ চিন্তা করে করে সময় পার হয়ে যায় কিন্তু আর আয় করা হয় না। তাই আপনাদের জন্য চত্ব একটা guideline তৈরী করলাম। আপনার কাজ হলো আপনি নিচের কাজ গুলো সিরিয়ালি শিখে নিন-
1)HTML(HTML5)
2)CSS(CSS3)
3)Java Script
4)Php
5)My SQL
6)Photoshop
মোটামোটি 1,2,3,6 no. পর্যন্ত শিখে কাজে নেমে পড়তে পারেন O-Desk(Up-work) দিয়ে। কাজগুলা শিখার জন্য কারো দারস্থ হওয়ার দরকর নাই। ইউটিউব -এ হাজার হাজার বাংলা টিউটোরিয়াল পাবেন ডাউনলোড করবেন আর শিখবেন। তাও সমস্যা হলে আমাক জানাবেন আমি সব এখানে আপলোড করে দিব। এছাড়া O-Desk(Up-work) প্রোফাইল ১০০% করাসহ সব কাজে আমি আপনাদের হেল্প করতে প্রস্তুত আমার জ্ঞানের সীমার মধ্যে। হয়ত খুব ভালো ভাবে কাজ গুলা শিখতে আপনার ৩মাস লাগবে যদিও সময়টা আপেক্ষিক ব্যপার । আপনার ইচ্ছার উপর সময় নির্ভরশীল। আশা করি আপনারা আমার উপরেরে পরামর্শ গুলো মেনে চলবেন।
এখন এই ৩ মাস সময়ের মধ্যে যেন আপনি বিরক্ত হয়ে না পারেন তার জন্য একটা সর্টকার্ট আয়ের পথ বলে দিব। আর তা হলো PTC OR PPC site যাই বলেন কেন ??
এই সাইট গুলো থেকে আয় করা খুব সোজা,শুধুমাত্র এক একটা AD-এ ক্লিক করবেন আর আপনার একাউন্ট কারেন্সী যুক্ত হতে থাকবে। তবে সাবধান কারণ অনলাইন -এ প্রচলিত PTC OR PPC site-গুলার মধ্যে ৯৫% হলো fake,যেখানে আপনি হয়ত কষ্ট করবেন কিন্তু ডলার গুলা আর আপনর হবে না। তাই আপনাদের সামনে আমি আপাতত ২তা PTC OR PPC site সম্পর্কে বলব যারা বাজারে ৬ বছর ধরে আছে এবং নিয়মিত পেমেন্ট দিয়ে যাচ্ছে,সাইট ২টি হলো -
1)Neubox
2)Clixsence
সাইট ২টির কার্যক্রম অনেকটা একইরকম,Neubox-এর ক্ষেত্রে -প্রতিদিন নির্দিষ্ট সময়ে তাদের সাইট কিছু AD-আসবে,আপনার কাজ হল ঐ AD-গুলা নিউ ট্যাব-এ ওপেন হলে Cloze শব্দটি না আসা পর্যন্ত দেখা,Cloze শব্দটি আসা মাত্র ক্লোজ করে দিয়ে আগের ট্যাব-এ গিয়ে নতুন আরেকটা AD-দেখা। আর Clixsence নতুন ট্যাব -এ ফার্স্ট কোনটি বিড়াল তা সিলেক্ট করে নূনতম সময় পার হবার পর ট্যাব বন্ধ করে আরো একটি AD দেখতে হবে। আয় অতি সামান্য ১০-১৫ দিন পর্যন্ত আপনার আয় হবে অতি সামান্য।সেটাকে প্রস্তুতির সময় ভেবে প্রতিদিন AD গুলা দেখাতে হবে আপনার দায়িত্ব।১০-১৫ দিন কাজ করার পর আপনি Rented Referrals এবং Direct referrals কিনতে পারবেন যা দিয়ে আপনার আয় দিন দিন বেড়ে যাবে তাছাড়া আপনি পাবেন ছোট ছোট কাজ করা সুযোগ (যার একটা কাজের জন্য আপনি ২সেন্ট থেকে সুরু করে ২ডলার পর্যন্ত পেতে পারেন) এভাবে এ সাইট গুলা থেকে আপনি হয়ত ৪০০-৫০০$ পর্যন্ত আয় করতে পারবেন।
পেমেন্টর বেপার নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। payza (www.payza.com)-এ একটি একাউন্ট খুলে নিবেন,আপনার ব্যাঙ্ক একাউন্ট টি সেখানে যুক্ত করে দিবেন, আপনার আয়কৃত ডলার payza তে payout নিবেন এবং payza র ডলার আপনার ব্যাঙ্ক একাউন্ট ট্রান্সফার দিবেন,তা টাকা হয়ে আপনার ব্যাঙ্ক একাউন্ট এ জমা হয়ে যাবে।তাহলে আর দেরী করবেন না নিচের ২টি লিংক থেকে সাইট ২ টি তে Register আজ হতেই আয়ের পথ বেছে নিন --
**** কেউ একই কম্পিউটার দিয়ে একই সাইট থেকে একের অধিক একাউন্ট খুলবেন না এতে একই IP Address ব্যবহারকারী ২ টি একাউন্টই ব্লক করে দিবে ঐ সাইট এবং কেউ কোনো কোম্পানি বা ব্যাঙ্ক বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে এ সাইট গুলাতে প্রবেশ না করাটা উত্তম কারণ প্রতিষ্ঠান গুলা গ্লোবালি একই IP Address ব্যবহার করে থাকে।
বিদায় বলব না আপনাদের যেকোনো প্রয়োজনে আমি যদি সাহায্য করতে পারি, ভালো লাগবে। যোগাযোগ করবেন।
my blog name- http://www.Responsiblebd.blogspot.com. (building condition)
FB:https://www.facebook.com/shakil.arefin.75
আমি Shakil Arefin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার আরেকটা কথা জারা অন লাইনে আয় কতে চান ? সবাই পারবেন ৩টা অপ্সন আছে (1) viw add (2) PLAYadd grid (3) do microjobs বক্স বোনাছ আছে প্রাই ২ডলার হবে । add fund থেকে ডলার পারচেছ করান…২হলে আউট করেন … আমি করছি… http://www.clicknbux.com/?ref=arafinaraf8686 আপ্নারা আমার রেফের ছারাউ করতে পারেন…। ভুল হলে ক্ষমা করবেন… আল্লাহ হাফেজ ।