আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন, আমি আল্লাহর রহমতে ভাল আছি।আজ অনেক দিন পরে আপনাদের সাথে একটি টিউন শেয়ার করতে বসলাম। প্রিয় ভিজিটর আমরা অনেকেই জানি আগামি কাল এইচএসচি পরিক্ষার ফল প্রকাশিত হতে যাচ্ছে, আজ আমি আপনাদের কে দেখাব কিভাবে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে যে কোন পরিক্ষার রেজাল্ট দেখতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
- প্রিয় ভিজটর অনলাইনের মাধ্যমে এইচএসচি পরিক্ষার রেজাল্ট দেখার এটি একটি সহজ পদ্ধতি।
- এই পদ্ধতি অনুসরন করে যে কোন ইন্টারনেট কানেকশন যুক্ত মোবাইল থেকে কম্পিউটার থেকে পিসি থেকে রেজাল্ট দেখতে পারবেন।
- আজকের এই ভিডিও দেখে আপনি যে কোন পরিক্ষা (jsc,psc,jdc,ssc,hsc) সহ, যে কোন টেকনিক্যাল স্কুল কলেজের ও রেজাল্ট দেখতে পারবেন।
- প্রিয় ভিজিটর এই ওয়েব সাইট ব্যবহার করে অতি দ্রুত এবং অতি সহজে পরিক্ষার রেজাল্ট ও মার্কশিট সংগ্রহ করা যায়। (বিকাল ২টার পর থেকে যে কোন অনলাইন ওয়েব সাইট এবং যে কোন মোবাইল থেকে এসএমএস করে রেজাল্ট জানতে পারবেন।
- আর দেরি কেন এখনি ভিডিও দেখে নিন, আর শিখে নিন কিভাবে অনলাইন থেকে পরিক্ষার রেজাল্ট ও মার্কশিট সংগ্রহ করতে হয়।
- ভিডিও দেখতে এখানেক্লিক করুন। https://www.youtube.com/watch?v=PKLmv8bQDpk
- প্রিয় ভিজিটর এখন থেকে নিয়মিত আবার টিউন করার চেষ্টা করব।ভাল থাকবেন সবাই আল্লাহ হাফেজ।
- টিউন পূর্বে প্রকাশিত http://seobanglabd.blogspot.com
কি টিউন করেন, এটা কোন ভিডিও টিউন হল।