অনলাইনে সাধারনঞ্জানের প্রতিযোগীতা শুরু (১-০৮-২০১৫ থেকে ১৪-০৮-২০১৫)

গত ১-০৮-২০১৫ তারিখ থেকে http://mcq-exam.com (Mcq Exam) এ শুরু হয়েছে সাধারনঞ্জানের উপর প্রতিযোগীতা  এবং এই প্রতিযোগীতা চলবে আগামী ১৪-০৮-২০১৫ পর্যন্ত। এই প্রতিযোগীতাতে অংশ নিতে শুধু মাত্র আপনাকে http://mcq-exam.com (Mcq Exam) এ রেজিস্ট্রেশন করতে হবে, কোন ফির প্রোয়জন নেই। এখানে ৭টি ক্যাটাগরীতে (বাংলা, ইংরেজি,ইতিহাস,বাংলাদেশ,সাধারনঞ্জান,আন্তর্জাতিক,বিঞ্জান) পরীক্ষা দেওয়া যাবে। প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য Mcq Exam এর কিছু শর্ত আছে, যা আপনাকে Exam Settings এ গিয়ে আপনার Exam Setting এর পরিবর্তন করতে হবেঃ

  • Question Order : Random Question select করতে হবে।  (Random Question select করলে পরীক্ষা দেওয়ার সময় আপনার প্রশ্ন Randomly আসবে।)
  • Exam Type : Knockout System select করতে হবে। ( Knockout System মানে পরীক্ষায় একটি ভুল করলে পরীক্ষা শেষ হয়ে যাবে।)
  • Timer On করতে হবে।

৭টি ক্যাটাগরীর (বাংলা, ইংরেজি,ইতিহাস,বাংলাদেশ,সাধারনঞ্জান,আন্তর্জাতিক,বিঞ্জান) যেকোনটির জন্য প্রতিযোগীতায় অংশগ্রহন করা যাবে। ১-০৮-২০১৫ তারিখ থেকে ১৪-০৮-২০১৫ তারিখ পর্যন্ত উপরের নিয়ম মেনে সবেচেয়ে বেশি স্কোরকৃতদের মধ্যে ৭ জনকে পুরষ্কৃত করা হবে।

  • প্রথম পুরষ্কারঃ ৩০০ টাকা
  • দ্বিতীয় পুরষ্কারঃ ২০০ টাকা
  • তৃতীয় পুরষ্কারঃ ১০০ টাকা
  • চতুর্থ পুরষ্কারঃ ১০০ টাকা
  • পঞ্চম পুরষ্কারঃ ১০০ টাকা
  • ষষ্ঠ পুরষ্কারঃ ১০০ টাকা
  • সপ্তম পুরষ্কারঃ ১০০ টাকা

সামনে ৩৬তম বিসিএস পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যারা এইসব পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক তাদের জন্য এই প্রতিযোগীতাটি  উপকারী বলে আমার কাছে মনে হয়েছে বলে সকল টিউনারদের জন্য এই টিউনি লিখলাম। আমার Mcq Exam এ পরীক্ষা দিয়ে মনে হয়েছে এটি একটি গেমের মত একবার দেওয়া শুরু করলে নেশার মত বার বার দিতে ইচ্ছে করে। আর পরীক্ষা শেষে ভুল উত্তর গুলো জানা যায় বলে আস্তে আস্ত Mcq এর উপর দখল বারতে থাকে।

অন্তত একবার আপনিও পরীক্ষায় অংশ নিয়ে দেখুন আমার কথার সত্যতা পাবেন। যদি পান টিউমেন্টস করে জানান আর যদি না পান তাও টিউমেন্টস করে জানান।

 

Level 0

আমি বৃষ্টি ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আজকে আপনাদের একটি Website এর সাথে পরিচয় করেদেবো যার মাদ্যেমে অনলাইন দিয়ে ইনকাম করতে পারবেন।
প্রথমে এই Website যান http://www.bdearnmoneyall.blogspot.com
যাবার পরে দেখবেন ৩টা Post আছে এই Post ৩টা পড়ার পর অনলাইন দিয়ে ইনকাম করতে পারবেন ১০০% সিওর ।

payment proof:::::::https://www.4shared.com/photo/2zEPQ3QKba/clicknbux_taka.html

ফেইসবুকে : facebook.com/princekhan017753

Skype: prince.khan1051