আমি প্রথমে বলছি আমার বাংলা টাইপ কিন্তু খারাপ তাই অনেক বানান ভুল থাকতে পারে সে জন্য ক্ষমা চাচ্ছি।
আমি আপনাদের মাঝে অনেক দিন ধরেই আছি কিন্তু আপনাদের মত টিউন গুরু দের মাঝে কোন কিছু শেয়ার করার সাহস হয়নি বলতে পারেন, তাই আমার কোন ভুল হলে ক্ষমা করে দিবেন।
ওকে আমি আপনাদের সাথে যে বিষয় কথা বলতে চাচ্ছি সেটা হল জিপি মামার ফ্রী নেট। আমরা অনেক আগে জিপ ফ্রী নেট ব্যবহার করছি কিন্তু এখন ৩জি আসার পর সব ফ্রী নেট বন্ধ হয়ে গেছে, কারণ ৩জি নেটওয়ার্ক নিয়ে আছতে তাদের পুরা সিস্টেম পরিবর্তন করতে হয়েছে যে কারনে এখন আর কোন ফ্রী কাজ করে না।
আমার এই টিউন করার মুল বিষয় হচ্ছে "আলম ইমন" ভাইয়ের
এই টিউন নিয়ে "আলম ইমন" ভাই আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদের মাজে প্রথম টিউন করছি।
আলম ইমন ভাই টিউন comment পরে আমি একটি comment করে ছিলাম যে আমি আপনাদের সিম তৈরি করে দিব আপনারা আমাকে কত দিতে পারবেন।
তো এক ভাই বলছে সে নাকি ১০০০ টাকা দিবে আমাকে যদি আমি সিম তৈরি করে দেয়, আরেক জন বলছে ৬০০ টাকা দিবে, ভাই আমি আপনাদের একটা কথা জিজ্ঞাস করি আমি কি জিপি কোম্পানি তে চাকরি করি যে আমি আপনাদের সিম তৈরি করে দিব আপনারা ফ্রী নেট এতোই পাগল যে আপনারা ১০০০,৬০০,৫০০ করে টাকা দিয়ে সিম তৈরি করে নিবেন। আর আমি আলম ইমন ভাইয়ের বিষয়ে একটা কথা বলতে চাই আপনাদের যে আলম ইমন ভাই কি জিপি কোম্পানি জন্য সিম তৈরি করেন না যার ব্লগ টিউন করা হয়েছে তিনি তৈরি করেন? যে তারা বলছে এই পোর্ট নেট ট্রাকিং পোর্ট তুলে ফেলুন তাহলে তারা ট্রাকিং করতে পারবে না, কোন পোর্ট টা ট্রাকিং পোর্ট সেটা তারা কি ভাবে যানে?। আপনার সিমে যতক্ষণ নেটওয়ার্ক থাকবে ততোক্ষণ আপনার সিমের পুরা কন্ট্রোল তাদের হাতে থাকবে সো কোন চাঞ্ছ নাই যে আপনারা এই পোর্ট সেই পোর্ট তুলে ফেললে তাদের হাতে আপনার সিমের কন্ট্রোল হারে যাবে। আর যদিও কোন ফ্রী নেট ওয়ে কেউ বের করে সেটা টিটি তে দেয়ার সাথে সাথে কোম্পানি লোক যানে এবং সেই ওয়ে কি ভাবে বন্ধ করা লাগবে সেটা তারা ভালো ভাবে যানে, জিপি তাদের কে আর এমনি এমনি টাকা দিয়ে পালে না। তাই আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই আপনারা যেটাই করেন ভেবে চিন্তে করেন একজন বলল যে আমি আপনাকে এইটা করে দিচ্ছি আপনি আমাকে এতো দিন আর আপানারা সেটা দিয়ে দিবেন সেটা হবে আপনাদের বোকামি। যাই হোক ভালো থাকবেন, আর আমার কোন ভুল হলে ক্ষমা করে দিবেন। আর আলম ইমন ভাইয়ের কাছে তো আগেই ক্ষমা চাইচ্ছি তো আলম ইমন ভাই আপনি কিছু মনে করবেন না।
আমি manik69। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।