আপনার ওয়েভসাইট বা ব্লগ এর জন্য এন্ড্রয়েড অ্যাপস্‌ বানিয়ে নিন খুব সহজেই মাত্র দুই মিনিটে !! তাও আবার কোনো প্রকার প্রোগ্রামিং নলেজ ছাড়াই

অনেকদিন ধরেই ভাবছিলাম এই টপিকস্‌টা আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু সময় করে উঠতে পারছিলামনা! আজকে হাতে একটু ফ্রি টাইম পেয়েছি..তাই ভাবলাম শেয়ার করি। 
তো ডিয়ার পাঠকবৃন্দ, আজকের এই টিউটোরিয়াল পড়ার পর থেকে আপনি খুব সহজেই যেকোনো ওয়েভসাইটের এন্ড্রয়েড এপস্‌ বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার সর্বোচ্চ ২-৩ মিনিট লাগবে?? 
তাহলে চলুন শুরু করে দেই...

প্রথমত আপনাকে এই সাইটে যেতে হবে- সাইট লিঙ্ক
তাহলে নিচের মতো একটা পেজ ওপেন হবে-

খালি বক্সে আপনার কাংখিত  সাইটের নাম লিখুন-
তারপর নেক্সটে ক্লিক করুন-
তারপর আপনার এপস্‌ এর নাম লিখুন-
তাহলে নিচের মতো পেজ চালু হবে-

 

একটা বড়-সড় বক্স দেখতে পাবেন, যেখানে কিছু হাবি-জাবি লেখা আছে। সেগুলো কেটে আপনার সাইটের ইনফো লিখুন।
তারপর আবার নেক্সটে চাপুন-
এখান থেক আপনার এপস্‌ এর আইকন সেট করে নিতে পারবেন-

এরপর নেক্সটে চাপুন, এবার Creat Apps এ ক্লিক করলেই আপনার কাংখিত এপস্‌ তৈরি হয়ে যাবে।
 

এবার ডাউনলোড করে সবার সাথে শেয়ার করুন-

ধন্যবাদ সবাইকে !!
আজকের মতো টাটাটাটাটা...

ওয়েট ওয়েট... যাওয়ার আগে একটা কথা বলে যাই, টিউটোরিয়ালটি ভালো লাগলে অবাশ্যই টিউমেন্ট করে জানাবেন??
আর সবার সাথে শেয়ার করতে ভুলবেননা //

প্রথম প্রকাশিত এখানে
সময় পেলে আমার ব্লগ ঘুরে আসবেন >> ফালতুসাইট.নেট
 Search Tags: how to make android apps for a website? make a apps easily for your website, creat a apps for website, easy way to make android apps without programming, এন্ড্রয়েড অ্যাপস্‌ বানিয়ে নিন আপনার সাইটের জন্য.

Level 0

আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A man who listens to his heart.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানি, তারপরও ধন্যবাদ, অনেকের কাজে লাগবে

    আপনার মন্তব্য দেখে অনেক ভালো লাগলো !!

যদিও অনেক আগেই থেকেই জানি এইটা তারপরেও ধন্যবাদ।
নতুনদের অনেক কাজে দিবে

    এইটা মূলত নতুন্দের জন্যই দেওয়া হয়েছে।
    টিউনমেন্টের জন্য ধন্যবাদ…

Level New

programing code kore kivabe banabo seita keu sekhate parben? jani ekhane onek programer vaia ase,onekei android app toiri nia tune koresen kintu ogulo sompurno na,sohoj vabe na, bastob kajer app na, sobai kabol “hello world” bisoyok starter programm dakhai, keu site er jonno ei rokom bastob kajer app example kore sekhai na.

nice post

ধন্যবাদ শেয়ার করার জন্য

দারুন হয়েছে, দেখি কাজে লাগে কিনা।

    আপনাদের কাজে লাগলেই আমার লিখা স্বার্থক ।