এটা আমার প্রথম টিউন। তাই ভুল হলে ছোট ভাই হিসেবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর এ বিষয়ে আগে টিউন হলেও আশা করি এই ডাইনলোডার নিয়ে হয় নি।
আমাদের সবার প্রতিদিন প্রায় IDM লাগে। এতদিন আমি IDM ই ব্যবহার করতাম। কিন্তু ইদানীং পিসি অন হবার পরেই ফেক সিরিয়ালের এলার্ট দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম। শুধু তা নয় কোন ফাইল ডাউনলোড করতে গেলেই সেই লিংক IDM গ্র্যাব করে ফেলে। তারপর ডাউনলোড তো করেই না বরং ফেক সিরিয়ালের এলার্ট দেখায়। যার কারণে পরে আর সে ফাইল ডাউনলোডই করা যায় না। বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিলাম IDM ই আর ব্যবহার করব না। কিন্তু নাহয় আর ব্যবহার করলাম না কিন্তু ডাউনলোডার তো ব্যবহার করতে হবে।নেটে ঘাটাঘাটি করে অনেকগুলি পেলাম।তবে গুগল মামার compaison দেখে এটি ডাউনলোড করার সিদ্ধান্ত নেই।যাহোক, এটির নাম JDownloder
IDM এর নতুন ভার্সনগুলোতে যেখানে ফ্ল্যাশ ভিডিও ডাউনলোড করা ছাড়া আর কোন বড় ধরনের অপশন নেই সেখানে JDownloader এ প্রত্যেক ফাইল হোস্টিং সাইটের জন্য এড-অন আছে। যার ফলে কোন ফাইল ডাউনলোডের জন্যই অহেতুক অপেক্ষা করতে হয় না। কেবল ডাউনলোড লিংকটুকু কপি করে দিলেই কাজ শেষ। এমনকি লিংকগ্র্যাবার অপশনটি অন থাকলে তাও করতে হয় না। যারা IDM এর ফেক সিরিয়াল দেখে ত্যক্ত-বিরক্ত বা যারা ফ্রি সফটওয়্যার ব্যবহার করতে চান তাদের জন্য এটা কাজের একটা সফটওয়্যার। IDM এর তুলনায় JDownloader এর ব্যবহার পদ্ধতি আর গ্রাফিক্যাল ইন্টারফেস একটু অন্যরকম।
যাহোক, এর কিছু সুবিধা ও অসুবিধা নিয়ে কয়েক লাইন লিখলাম নিচে
সুবিধাঃ
অসুবিধাঃ
ডাউনলোডঃ এটির অফিসিয়াল সাইট হচ্ছে এটি
তবে, এখানেও পাওয়া যাবে। আমি এই সাইট থেকে ডাউনলোড করেছিJDownloder
firefox এ ব্যবহার করার জন্য আলাদা add on লাগবে। নাম ফ্লাশগট
ফ্ল্যাশগট ইন্সটল করে ডাউনলোডার অপশনে JDownloader সিলেক্ট করে ওকে করে দিলেই প্রতিবার যেকোন ফাইল ডাউনলোডের সময় JDownloader দিয়ে ডাউনলোডের অপশন আসবে
তবে এটি google crome এ ব্যবহার সম্ভব নয়।
এখন যদি কোন লিঙ্ক থেকে ডাউনলোড করার দরকার হয় তাহলে লিংকটি কপি করে কোথাও পেস্ট না করে চলে যেতে হবে JDownloaderএর Linkgrabber ট্যাবে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলেই ফাইলটির সাইজ, হোস্ট এমনকি ফাইলটি অনলাইন আছে কিনা সেটিও জানা হয়ে যাবে। ফাইলটি অনলাইন থেকে থাকলে কাজ বাকি রইল শুধু ডাউনলোড শুরু করে দেয়া। এতে করে যেসব সুবিধা পাওয়া গেল সেগুলো হচ্ছে লিংক পেস্ট করে পেজ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হল না, Your download is processing দেখে বসে থাকতে হল না।
কিছু কথাঃ
আজকে এই পর্যন্ত। 😀 😀 😀
আমি সৌরভ মন্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks