IDM এর বিকল্প একটা ডাউনলোডার,ভাল লাগার মত

এটা আমার প্রথম টিউন। তাই ভুল হলে ছোট ভাই হিসেবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর এ বিষয়ে আগে টিউন হলেও আশা করি এই ডাইনলোডার নিয়ে হয় নি।

আমাদের সবার প্রতিদিন প্রায় IDM লাগে। এতদিন আমি IDM ই ব্যবহার করতাম। কিন্তু ইদানীং পিসি অন হবার পরেই ফেক সিরিয়ালের এলার্ট দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম। শুধু তা নয় কোন ফাইল ডাউনলোড করতে গেলেই সেই লিংক IDM গ্র্যাব করে ফেলে। তারপর ডাউনলোড তো করেই না বরং ফেক সিরিয়ালের এলার্ট দেখায়। যার কারণে পরে আর সে ফাইল ডাউনলোডই করা যায় না। বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিলাম IDM ই আর ব্যবহার করব না। কিন্তু নাহয় আর ব্যবহার করলাম না কিন্তু ডাউনলোডার তো ব্যবহার করতে হবে।নেটে ঘাটাঘাটি করে অনেকগুলি পেলাম।তবে গুগল মামার compaison দেখে এটি ডাউনলোড করার সিদ্ধান্ত নেই।যাহোক, এটির নাম JDownloder

 

http://www.filecroco.com/images/jdownloader-2.jpg

 

 

IDM এর নতুন ভার্সনগুলোতে যেখানে ফ্ল্যাশ ভিডিও ডাউনলোড করা ছাড়া আর কোন বড় ধরনের অপশন নেই সেখানে JDownloader এ প্রত্যেক ফাইল হোস্টিং সাইটের জন্য এড-অন আছে। যার ফলে কোন ফাইল ডাউনলোডের জন্যই অহেতুক অপেক্ষা করতে হয় না। কেবল ডাউনলোড লিংকটুকু কপি করে দিলেই কাজ শেষ। এমনকি লিংকগ্র্যাবার অপশনটি অন থাকলে তাও করতে হয় না। যারা IDM এর ফেক সিরিয়াল দেখে ত্যক্ত-বিরক্ত বা যারা ফ্রি সফটওয়্যার ব্যবহার করতে চান তাদের জন্য এটা কাজের একটা সফটওয়্যার। IDM এর তুলনায় JDownloader এর ব্যবহার পদ্ধতি আর গ্রাফিক্যাল ইন্টারফেস একটু অন্যরকম।

যাহোক, এর কিছু সুবিধা ও অসুবিধা নিয়ে কয়েক লাইন লিখলাম নিচে

সুবিধাঃ

  • GNU লাইসেন্সের আওতাধীন সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার। কিছুদিন পরে পরে  ফেক সিরিয়ালের বিরক্তিকর এলার্ট দেখতে হবে না
  • এতে বাইডিফল্ট HJSplit আর Unrar দেয়া আছে। কোন মুভিফাইলের জিপড বা পার্ট ডাউনলোড করলে নিজে নিজেই এক্সট্রাক্ট হয়ে জোড়া লেগে যাবে।
  • লিংকগ্র্যাবার নামে একটা অসাধারণ অপশন আছে। লিংকগ্র্যাবার চালু অবস্থায় কোন লিংক কপি করলেই সেটা নিজে নিজেই JDownloader সেই লিংকের ফাইলটি চেক করে দেখবে অনলাইন আছে কিনা। অনেক সময়ই দেখা যায় অনেক ফাইল হোস্টিং থেকে ডিলিট হয়ে যায়। লিংকগ্র্যাবার থাকায় সেটা আলাদা ব্রাউজারে কপি করে চেক করার প্রয়োজন পড়ে না।
  • এতে যদিও IDM এর মতন ইউটিউবের ভিডিও’র মতন Download with IDM অপশন আসে না, কিন্তু এর ক্ষেত্রে আপনার সেই পেজেই যাওয়ার প্রয়োজন নেই। ইউটিউব লিংকটি লিংকগ্র্যাবারে কপি করে দিলেই আর কিছু করতে হবে না। আপনি যে ফরম্যাটে ডাউনলোড করতে চান সেটি ঠিক করে দিলেই হয়ে গেল। আর কিছু করতে হবে না।
    ৬. র্যাপিডশেয়ার ফাইল ডাউনলোডের ক্ষেত্রেও এটি অনেক সুবিধা দেয়। ফ্রি ইউজার ডাউনলোডের ক্ষেত্রে যে সময়টুকু অপেক্ষা করতে হয় সেটা সে নিজেই অপেক্ষা করে। ফলে ব্রাউজার খুলে অপেক্ষা করতে হয় না। ফলে আলাদা করে Rapid Downloader বা এই জাতীয় সফটওয়্যার ব্যবহারের দরকার পড়ে না
  • এতে প্রায় সব ফাইল হোস্টিং সাইট এড-অন হিসেবে এড করা আছে। এতে করে কোন লিংক ব্রাউজারে পেস্ট করে ডাউনলোড লিংকের জন্য অপেক্ষা করতে হবে না। কেবল লিংকটা লিংকগ্র্যাবারে কপি করে দিলেই হল। ফাইল অনলাইন থাকা থেকে শুরু করে অপেক্ষা করা এমনকি ক্যাপচা পর্যন্ত রিকগনাইজ করবে।

অসুবিধাঃ

  • IDM এর মত ফ্ল্যাশ ভিডিওগুলোর উপরে Download with IDM অপশন আসে না
  • এর গ্রাফিক্যাল ইন্টারফেস IDM এর চেয়ে একটু ভিন্ন
  • এটা জাভা দিয়ে লেখা। তাই প্রোগ্রাম শুরু হতে বেশ সময় লাগে
  • জাভা দিয়ে লেকা তাই চালাতে JRE লাগে।ডাউনলোড JRE
  • firefox  এর জন্য আলাদা add ons লাগে।

ডাউনলোডঃ এটির অফিসিয়াল সাইট হচ্ছে এটি

তবে, এখানেও পাওয়া যাবে। আমি এই সাইট থেকে ডাউনলোড করেছিJDownloder

firefox  এ ব্যবহার করার জন্য আলাদা add on  লাগবে। নাম ফ্লাশগট

ফ্ল্যাশগট ইন্সটল করে ডাউনলোডার অপশনে JDownloader সিলেক্ট করে ওকে করে দিলেই প্রতিবার যেকোন ফাইল ডাউনলোডের সময় JDownloader দিয়ে ডাউনলোডের অপশন আসবে

তবে এটি google crome এ  ব্যবহার সম্ভব নয়।

এখন যদি কোন লিঙ্ক থেকে ডাউনলোড করার দরকার হয় তাহলে লিংকটি কপি করে কোথাও পেস্ট না করে চলে যেতে হবে JDownloaderএর Linkgrabber ট্যাবে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলেই ফাইলটির সাইজ, হোস্ট এমনকি ফাইলটি অনলাইন আছে কিনা সেটিও জানা হয়ে যাবে। ফাইলটি অনলাইন থেকে থাকলে কাজ বাকি রইল শুধু ডাউনলোড শুরু করে দেয়া। এতে করে যেসব সুবিধা পাওয়া গেল সেগুলো হচ্ছে লিংক পেস্ট করে পেজ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হল না, Your download is processing দেখে বসে থাকতে হল না।

 

কিছু কথাঃ

  1. JDownloader স্টার্টআপে থাকে না। তাই প্রত্যেকবার পিসি চালু করার পরে ম্যানুয়ালি JDownloader চালু করতে হয়। তবে চাইলে স্টার্ট আপে এড করে নেয়া যায়।
  2. এ তো গেল স্টার্টআপের কথা। চালু হবার পর শেষ না হওয়া ডাউনলোডগুলো চালু করতে প্লে বাটন প্রেস করলেও হবে।

আজকে এই পর্যন্ত। 😀  😀  😀

 

 

 

Level New

আমি সৌরভ মন্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

 XTREME DOWNLOAD MANAGER er JDownloader and IDm er theke bohugun valo
.
http://xdman.sourceforge.net/index.html

আইডিএম এর চেয়ে ভালো কি!?

amr mone hoina IDM er cheye r kichu valo hote pare ,,,,,,, r valo kichu bebohar korte hole ektu to jamelar shommukin hote hobe …..

Level 0

@ সৌরভ মন্ডল & কল্পনার মেঘ, Thanks for your nice tune. But apni Eagleget try kore dekhte paren. Eta f.fox & chrome dutotei kaz kore,speed o valo. Direct Link: http://www.eagleget.com/download/

কিছু বিষয়ে ভাল, আর কিছু বিষয়ে ভাল না, @শিহাব

@tanzim79 thanks bro, but u can also try jrdownloder once,

অনেকদিন আগে রাহাত ভাই এটা নিয়ে টিউন করেছিলেন, তখন থেকে আমি এটা ইউজ করি, আমি বলছি এটা খারাপ না। IDm এর সাথে তুলনা করলে আমি বলবো IDM (100%) আর এটা ৯০%