Wowbox দিয়ে মেগা নিন,যত সিম ততো মেগা !বিস্তারিত টিউনে।

সুপ্রিয় টেকটিউনস ভিজিটর বৃন্দ সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।আমি টেকটিউনে একটি বিষয় খুব লক্ষ্য করছি যে অনেকে টিউন করেন কপি টু পেস্ট এবং একই টিউন একের অধিকবার টিউন করেছেন।আসলে কি ভাল লাগে একই টিউন বারবার পড়তে ?ভাল লাগেনা।আজ আমি আপনাদের ১০০% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার এই টিউনের মত কেউ আজও টিউন করেন নাই।আর করলেও আমার মত তার মাথায় এত টেকনিক ছিলনা।অনেক কথাই হল,এবার আসল কাজের কথায় আসা যাক।আপনি প্রতিদিন ৪০ মেগাবাইট,১০০ মেগাবাইট,২০০ মেগাবাইট,৫০০ মেগাবাইট অথবা ১ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন।কি অবাক হচ্ছেন ?অবাক হওয়ার মতই কথা বলছি।হয়ত অনেকে মনে করছেন আমার মাথার তার তার ছিড়ে গেছে বুঝি নইলে এমন টিউন করে কি কেউ অথবা জিপি কর্তৃপক্ষ পাগল হয়েছে যে এতো মেগাবাইট ফ্রি দিবে আপনাকে,কি ঠিক বলেছি তো ?

আরে ভাই জিপি কর্তৃপক্ষ পাগলও না আর আমার মাথার তারও ছেড়া না।আপনাকে এই অফারটি নিতে হলে আপনাকে যা যা করতে হবে

১.    প্রথমে আপনাকে একটি,দুইটি অথবা এর অধিক অ্যান্ড্রয়েড ফোনের মালিক হতে হবে।
২.    ৪০ মেগাবাইটের জন্য ২ টি জিপি সিম,১০০ মেগাবাইটের জন্য ৫ টি জিপি সিম,৫০০ মেগাবাইটের জন্য ২৫ টি জিপি সিম এবং ১জিবির জন্য ৫০ টি জিপি সিম থাকতে হবে।
৩.    আপনাকে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে।
৪.    ডাউনলোড শেষে সফটওয়্যারটি ইন্সটল করুন।
এবার মেগাবাইটের জন্য যা যা করতে হবে তা নিচে চিত্রের সাহায্যে দেখানো হল।

প্রথমে Continue এ ক্লিক করুন।

 

এবার Send এ ক্লিক করুন।

এবার 20 mb free এ ক্লিক করুন।

এবার Claimএ ক্লিক করুন।ব্যাস কাজ েষ।
বিঃ দ্রঃ ভাই আপনি ফ্রি মেগাবাইট নিবেন একটু কষ্ট করবেন না তা কি হয়, কষ্ট তো  করতে হবেই।আর একটি কথা না বললেই নয় আর তা হল ::আপনি প্রতিদিন সর্বনি¤œ  ৪০ মে:বা: পাবেনই। আপনার মোবাইলেতো দুটি সিম থাকেই।আপনি একটি সিমে ২০ মে:বা: নেওয়ার পর ঐ সিমটি ডিঅ্যাকটিভ করে আবার পূনরায়  যেভাবে প্রথম সিমটিতে ২০ মে:বা: নিয়েছেন একই পদ্ধতি অবলম্বন করুন)।আর সবচেয়ে ভাল হয় মোবাইলে একটি সিম ইনসার্ট করে বারবার ২০ মে:বা: করে নেওয়া।এভাবে আপনি যত খুশি প্রতিটি সিমে ২৪ ঘন্টায় ২০ মে:বা: করে জিবি পর্যন্ত ফ্রি মে:বা: নিতে পারবেন।মোবাইলে দুাটি সিম রেখে মে:বা: নেওয়া সুবিধা কম।আর তাই একটি রেখেই ফ্রী মে:বা: এর জন্য অ্যাপ্লাই করুন।
সুবিধা:এই পদ্ধতির একটাই সুবিধা আর তা হলঃ মনে করুন আপনি ১০ টি সিমে ২০০ মে:বা: নিছেন,একটি সিমের মে:বা: ব্যবহার করছেন এবং বাকিঁ ৯ সিমের ১৮০ মে:বা: জমা থাকছে।এভাবে প্রতি মাসে একটি সিমে ৬০০ মে:বা: করে  জমা করতে পারবেন।আর এই মে:বা: আপনি ডাউনলোড,আপলোড সব করতে পারবেন।

এই সফটওয়্যার নিয়ে আগে টিউন করেছে অনেকে কিন্তু আমার মত এই টেকনিক কেউ প্রয়োগ করেনি।এটা শুধু একটা টেকনিক।আমি প্রতিদিন ৪টি সিমে ৮০ মেগা করে নিই।একটির মে:বা: ইউস করি আর বাকিগুলো জমা করি।বুঝতে কোন সমস্যা হয় নাইতো।কোন সমস্যা হলে অবশ্যই টিউমেন্ট কওে জানাবেন।যারা টেকটিউনে টিউমেন্ট করতে পারেন না তারা আমার ব্লগ সাইট অথবা ফেসবুক পেজে লাইক,টিউমেন্ট করতে পারেন।
এানুষ ভ’লের উর্ধে নয়।তাই আমার টিউনে কোন ভ’ল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আজ এ পর্যন্তই।দেখা হবে আবার কোন টিউনে।

আমার ইনফরমেশন অ্যান্ড টেকনোলজিক্যাল ব্লগ সাইটের জন্য এখানে কিক করুন।
আমার ফেসবুক পেজের জন্য এখানে কিক করুন।
VFX টিউটরিয়াল এবং VFX ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলের জন্য  এখানে কিক করুন।
খোদা হাফেজ।

Level New

আমি রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লুল

Level 0

কি টেকনিক দিছে ভাইরে ভাই!৫০টা জিপি সিম,১০০টা জিপি সিম!!
টেকটিউন যে আসলে দিনে দিনে বাকতোদনাদের আড্ডাখানা হয়ে যাচ্ছে তা এই টিউন আবারো প্রমাণ করল।”আমি প্রতিদিন ৪টি সিমে ৮০ মেগা করে নিই।একটির মে:বা: ইউস করি আর বাকিগুলো জমা করি।” জমা করলে ঐগুলা কি ডিম পাড়ে রে হালার আবাল?সোজা কথায় লেখতে পারলিনা প্রতি সীমে ২০মেগা করে প্রতিদিন।বেক্কল একটা। :S

এই তো একই , অন্যের টিউন কে কিছু উলট পালট করে লিখেছেন আর কি । নতুন কিছু লিখতেন তাও হত

টিউন টি পড়ার আগে মনে হই নাই আপনার তার ছিড়া ! পড়ার পরে মনে হইতাছে আপনার মাথাই তার ই নাই .
যত গুলা সিমের কথা বলছেন ততগুলা সিম তো কাস্টমার কেয়ারেও থাকে না , আর এত গুলা সিম কিনলে তো সিমের সাথেই মেলা ডাটা ফ্রি দিবো ,

    প্রথমে আপনাকে একটি,দুইটি অথবা এর অধিক অ্যান্ড্রয়েড ফোনের মালিক হতে হবে।
    ৪০ মেগাবাইটের জন্য ২ টি জিপি সিম,১০০ মেগাবাইটের জন্য ৫ টি জিপি সিম,৫০০ মেগাবাইটের জন্য ২৫ টি জিপি সিম এবং ১জিবির জন্য ৫০ টি জিপি সিম থাকতে হবে।
    লুল ভাই ????এতহ বিনুদন পুরা জিবনে পাই নাই ।

    আপনি বেশি কিছু কেন নিবেন,40 mb নিলেইতো পারেন।ভাই তার ছিড়া যদি হত তাহলে টিউন করতে পারতাম না।আমার মনে বলে আপনি একটা গাধা।কেননা টিউনে বলা আছে এটা শুধু টেকনিক।

      ভাই এইটাকে টেকনিক বলে ???একটা ছোট বাচ্চাও জানে সব জিপি সিম এ ২০ এমবি করে দেয়।এইখানে ইচ্ছা মত ক্কিভাবে হচ্ছে ??? দয়া করে টাইটেল এর সাথে টিউন এর মিল রাখবেন।

মান্ধাত্তার আমলের টিউন! লুল 😛

    যেই আমলের টিউন হোক আপনার মাথায় কি এই টেকনিক ছিল কি ?

টিউন পড়ে মনে হলো আপনি তার ছিড়া।

    আর আপনার কমেন্ট পড়ে মনে হলো আপনি আসলে গাধা।টিউনে কি আপনার চোখ পড়েনি এই লেখাতে যে , এটা শুধু টেকনিক।

তুই বলদের কোন দিক দিয়ে বের হইছিস?

আসলেই আপনার মাথার তাঁড় ছিড়া

    Comment korar aga kokhono vebechis j apner mathar ter chira na amar mather ter chira.bolod kothaker.oi bokacoda ter chira hole ki ei technic mathai asto?Comment korer aga vebe comment korben.kaoke kono kisu boler aga nijer ta vabben,fol valo paben.

যেই লাউ সেই কদু

এই পোস্ট এ টেকনিক এর কিছুই পাওয়া গেল না…………। আর আপনি নিজে নিজেকে বিশাল চালাক মনে করে নিজেকে নির্বোধ জাহির করলেন……

are vai technic nai k bolese.apni akta sim diye 20 mb peten but apni kokhono try kore dekhesen j ei akta soft ekber install diye 4-5 sim mb neya jai.atai technic j akber install diye eker odhic sim mb neya.ami protidin 4 sim a 80 mb nai.

টিউনের জন্য ধন্যবাদ, এর চেয়ে ১০.৬৬ টাকায় ১ জিবি ব্যবহার করা অনেক বেশী আরামদায়ক।

ভালো পোস্ট। কিন্তু নিজের এভাবে গুনগাওয়া ঠিক হয়নি।

Orginal mad.faltu jotosob.

তুম PK আয়া।

gadar moto tune

Level 0

Your remaining Special Internet Volume is 5475.28 MB which is valid till 18/08/15. Dial *444# to know GP offer.

Your remaining Internet Volume is 4896.90 MB, which is valid till 18/08/15. Dial *444# to know GP offer.

লুল ভাই ????এতহ বিনুদন পুরা জিবনে পাই নাই ।

তুই একমাত্র বুদ্ধিমান প্রানী,আর সবাই আবুল।সালা ভোক্সোদ,।তুই মতো আবাল টেকটিউন এ কি করে?

ফালতু টিউন ‍‍‍‍‍,,,,,,,,,,আপনার মত মদন পুরা জীবনে দেখি নাই। ৫০টা জিপি সীম আপনি কিনে ১ জিবি উপভোগ করেন। লুল!!!!!!!!!!!!

ভাই পিসির জন্য কোন ট্রিক্স আছে?

লুল বলা ছাড়া আর কোন ভাষা নাই

তুই বলদের কোন দিক দিয়ে বের হইছিস?

টাইটেল কি দিসেন আর টিউন কি করছেন ভালোভাবে ভাবেন। এবার থেকে এমন টিউন করলে টেকটিউনস ডেস্ক কে জানাবো। জীবনে আর কোনো দিন টেকটিউনস এ ঘুকতে পারবেন না।

কি জিনিস দেখাইলেন ভাই? আমি তো পুরাই “থ”

এত ফোন লাগে না ওয়াওবক্স data clear করলেই হয় টেকনিক শিখেন

Level 0

pagol akta 50 ta sim ar dam 6000tk ak basor net amni use kora jabe ai taka deya

পাডার পো পাডা তোমারে পইদা করছিলো কেডা??
১ জিপি নেওয়ার জন্য ৫০ টা সিম কিনবে মানুষ??
৫০ টা সিমের দাম জানো মিয়া আর তুমি ৫০ টা সিম এক লগে চোখে দেখছো জীবনে?

Thanks brother, Onekdin por mon khule hasanor jnno..
Maje maje amn tune kre amder hasaben plz..

Bejhal kaj…

টিউন পইড়া তো হাসলাম ই টিউমেন্ট পইড়া আরো হাসলাম। টেকটিউনস এই রকম বলদ দুই একটার দরকার আছে যাতে সবাই হাসতে পারে । আসলে এই ব্যস্ততার দিনে বিনোদনের সুযোগ কই????ধন্যবাদ এডমিন ভাইকে পোষ্টটি ডিলিট না করার জন্য

Ore moe khoda! Birat technic. Apni to birat technic buz pula. Aj thaika apne amar goru, thukku guru. Goru mosai,, thukku guru mosai, ami dine 2GB nite chai. Amar koyta sim kinte hobe? TT te ato foinny po kan? Agei to valo cilo.

সব বিনুদন…..!! মাঝে মইধ্যে এমন পোস্ট দিয়েন।।

valo tune korle kao comment korena r aktu adik odik hole comment er ses hoyna.Ami oi sob bokacuda k bolci j kaoke valo kisu korer jonno utshahito korte hoy,nirutshato korte nai.techtunes ki a make taka dai j a make tune kortai hobe.Oi gadhara manuske valo kisu korer jonno apner akta valo comment koto upokari janen ki?vai vul hole vulke doriye diye valo kisu korte utshaho diyen valo maybe.ata mine rekha comment koyren.

    Level New

    গাধা কে যতই পেটাই না কেন, গাধা কখনও ঘোড়া হবে না । তোমার এই টিউন পড়ে বুজলাম তোমার মত টিউনার কে যতই উৎসাহ দেই না কেন , তোমার কাছ থেকা ভাল কিছু আশা করা যায় না । ।

Level 2

রবিউল ইসলাম@ vai ami 70 ta sim kince tahola koto জিপি nita parbo…….plz plz plz রবিউল ইসলাম 70 ta sim a koto gb pabo ai nea ak ta tune koran……

vai apnar mathay kora buddhi ache. ( রবিউল ইসলাম)

টেকটিউন্স আসলেই আর আগের মত নাই।। যত সব আবালে ভরে গেছে।। ২০১২-১৪.৫ সাল পর্যন্ত অনেক ভালো ছিল।। যেগুলা টিউন করা হতো সব টিউনগুলো সব জেনুইন ছিল।। বাট এখন যেগুলা টিউন করা হয় সেইগুলা ২০ টার মধ্যে ১০ টাই কাজ করে না।।

mia fijlami koren ?

টিউনের কমেন্টগুলো দেখে মজা পেলাম 😛 । @ রবিউল ইসলাম ভাই এখানে আপনি যতই বলেন যে টেকনিক কিন্তু এইটা অতি নিম্নমানের টেকনিক। wow box দিয়া প্রতিসিমে ২০ মেগা পাওয়া গেলে, যত সিম বাড়াব ততই তো বেশি মেগা পাওয়া যাবে। এটা নিয়ে টিউন করা কোন বুদ্ধিমান টিউনারের কাজ না। এমন টিউন করেন, যাতে করে সবাই নতুন কিছু শিখতে পারে। টেকটিউনে অনেক মেধাবী টিউনার আছে, তারা যদি এইসব ছোটখাট ট্রিকস নিয়ে টিউন করত তাহলে তাদের টিউনের সংখ্যা কয়েক হাজার হয়ে যেত।

১জিবির জন্য ৫০ টি জিপি সিম থাকতে হবে।ফাজলামি করেন ৭০ টাকাই ১ টা নতুন সিম কিনলে ৯ টাকায় ২ জিবি যত খুশি । ব্যাটা আবুল ।

deshe pagoler sonkha din din bere jacce.lokjoner ki ar kaj nai je saradin sudhu wowbox diye MB nebe?

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ……আমি ৫০ টা সিমে ১ জিবি পেয়েছি…….লুল

ওরে তোরা মাটি ফাকা কর আমি গাছে উঠি। সিম কিনে বস্তায় ভরে মাথায় নিয়ে ঘুরতে হবে দেখছি।