[পিসি+এন্ড্রয়েড] চিরতরে বন্ধ করুন ব্যাকগ্রাউন্ডে ডাটা নস্ট হওয়্যার পথ, বাঁচান মুল্যবান মেগাবাইট

আমার এক ফ্রেন্ড বলছিলো, "সে সারাদিনে নেট চালায় ১০০ মেগাবাইট, আর ব্যাকগ্রাউন্ডে কাটে আরো ১৫০ মেগাবাইট"

এই নেট কাটাকুটি আসলেই একটা বড় ঝামেলা, উইন্ডোজ বলেন কিংবা এন্ড্রয়েড,
যখনই নেট অন করবেন, দেখবেন চাঁদাবাজের মত আরো কয়েকটা এপ্লিকেশন ভাগ বসাইতে চলে আসছে।
এরা এমনই রাক্ষুসে, যে ইউসারকে পর্যন্ত ব্রাউস করার স্পিডটুকুও দেয় না -_-

এন্ড্রয়েডে পেছনের ডাটা খাওয়া খাওয়ি বন্ধ করার জন্যে Restricted Background ডাটা নামে একটা অপশন আছে, Setting এ গিয়ে ডাটা ইউজেসে Left Touch করলে পাওয়া যায়।

 

এ পদ্ধতিও কাজ করে, তবে এতে নানা অসুবিধা আছে। ধরেন একটা কিছু ডাউনলোড দিচ্ছেন, ফোনের লাইট নিভে গেছে তো ডাউনলোড বন্ধ হয়ে গেছে। আবার ধরেন ব্রাউসার ছেড়ে অন্য কোন একটা এপ ওপেন করবেন, তাতেও ডাউনলোড বন্ধ হয়ে যাবে।
আরো নানা ঝামেলা।

এই সমস্যা থেকে পরিত্রান পেতে দরকার ফায়ারওয়্যার এপ্লিকেশন। আমার দেখা এদের মধ্যে সবচেয়ে ভালো কাজ করে  Afwall+


এতে সুপারইউসার রিকুয়েস্ট [অবশ্যই রুট] গ্রান্ট করার পর আপনি যেসব এপকে নেট ব্যবহার করতে দিবেন, শুধুমাত্র সেগুলাই এন্ড্রয়েডে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। কিংবা আপনি চাইলে উল্টাভাবেও মার্ক করতে পারেন।

 

আর পিসির কথা নাইবা বললাম, মডেম কানেক্ট করছেন কি বাশ খাইছেন। এন্টিভাইরাস, ভাইরাস, উইন্ডোজ সব একটু খানি ইন্টারনেট ডাটার জন্য খাবলে পড়বে। এতে করে একদিকে যেমন পিসি স্লো হয়ে যাবে, অপরদিকে আপনার ইন্টারনেট ব্যালেন্স দেখতে দেখতে হয়ে যাবে অর্ধেক।

পিসির জন্য লাগবে Netlimiter বা নেটলিমিটার  সফটওয়্যার। এটার কাজও Afwall এর মতই। নেটলিমিটারে আপনি নির্ধারন করে দিতে পারবেন কোন সফটওয়্যার কত কেপিবিএস স্পিডে ডাটা আপলোড বা ডাউনলোড করবে।


ধরেন এন্টিভাইরাসকে আমি দিলাম 0.001 কেপিবিএস। এটার এক মেগাবাইট ডাউনলোড তাইলে করতে সময় লাগবে ১০০ বছর।

দুইটা সফওয়্যারই ফুল এবং লেটেস্ট ভার্ষন। একসাথে আপলোড করে দিলাম, ডাউনলোড করতে এখানে যান

 

টিউন পছন্দ হলে Espn এর ওয়েবসাইটে সেরা ক্রিকেট জার্সির জন্য বাংলাদেশকে দলকে ভোট দিন

Level New

আমি Bootable Ishraque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা করলে সেটের অন্য কোনো সমস্যা হবে নাতো ? কারন এটা কোনো গুরুত্ব পূর্ণ আপডেট বন্ধ করতে পারবে নাতো।

    গুরুত্বপুর্ন আপডেট বলতে কিছু নাই। আপনার কোন কিছু আপডেট দেওয়ার দরকার পড়লে Afwall+ এর White List এ সেটাকে এড করে দিবেন।

ভাই আরেকটু বিস্তারিত বলেন pls…… আমি যদি শুধু অপেরা চালাতে চাই তাইলে অপেরা সহ আর কোনটা টিক চিনহ দিবনা। মানে সবার উপরের internet এ টিক দিলেতো নেটই হবেনা। তাই বিস্তারিত বলেন pls……………

    নেটলিমিটারে যেগুলা নেট খায়, শুধুমাত্র সেগুলাকে মার্ক করে দিলেই হবে। মার্ক করার পর স্পিডের উপর রাইট ক্লিক করলে আপনার ইচ্ছামত স্পিড নির্ধারন করে দিতে পারবেন।

রুট থাকতে হবে কি?