কোনো ব্যাবসায়িক প্রতিষ্ঠান বা আপনার শখের ওয়েভ-সাইটের জন্য প্রফেশনাল মানের লোগো তৈরি করে নিন এক মূহুর্তেই !! তাও আবার ফ্রিতে !!

একটা ভালো নাম যেমন অনেক তাৎপর্য বহন করে, ঠিক তেমনি একটা লোগো অনেক তাৎপর্য বহন করে। তাই, যেকোনো কম্পানি, ব্লগ বা ব্যক্তিগত ওয়েভসাইটের জন্য একটা ভালো লোগো থাকা অনেক গুরুত্বপূর্ন। আপনি চাইলেই টাকা খরচ করে ভালো মানের লোগো ডিজাইনার হায়ার করে প্রফেশনাল মানের লোগো ডিজাইন করতে পারবেন। কিন্তু, সবার পক্ষেই এটা সম্ভব না। আজকের আর্টিকেলটি মূলত তাদের জন্যই, যারা ফ্রিতেই প্রফেশনাল মানের লোগো ডিজাইন করতে চান। অনেক বকবক করলাম, এবার মূল কাহিনিতে চলে যাই।
আজকে মূলত আপনাদেরকে আমি কয়েকটি অনলাইন সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো, যেখান থেকে আপনি খুব সহজেই অনেক সুন্দর আর আকর্ষনীয় মানের লোগো ডিজাইন করতে পারবেন মাউসের কয়েকটি ক্লিকেই। আর এজন্য আপনাকে কম্পিউটার এক্সপার্ট হতে হবেনা। আপনার যদি নূন্যতম কম্পিউটার জ্ঞান থাকলেই আপনি কাজটা করতে পারবেন।
তাহলে শুরে করা যাক-
১.Online Logo Maker-

http://i.imgur.com/f5fiKcm.png?1

অনলাইনে লোগো তৈরি করার জন্য আমার দেখা বেস্ট একটা সাইট হলো Online Logo Maker. এখান থেকে আপনি খুব সহজেই কয়েক মিনিটেই আপনার মনের মতো লোগো তৈরি করতে পারবেন। ডানপাশে মার্ক করা টুলবার থেকে প্রয়োজনীয় এফেক্ট তৈরি করতে পারবেন। আর এদের সবচেয়ে আকর্ষনীয় ফিচার হলো এখান থেকে লোগো তৈরি করতে কোনো একাউন্ট তৈরি করার কোনো দরকার নেই। আর এই সাইটটা সম্পুর্ন ফ্রি !

সাইট লিঙ্ক- Online Logo Maker 
২. The Free Logo Makers- 
 
এই সাইট থেকেও আপনি খুব সুন্দর ডিজাইনের লোগো তৈরি করতে পারবেন। খুব সিম্পল ডিজাইন হলেও অনেক ডিসেন্ট ডিজাইন তৈরি করা সম্ভব এই সাইট থেকে। আপনি চাইলে 19$ খরচ করে প্রফেশনালদের কাছ থেকও ডিজাইন করিয়ে নিতে পারবেন এই সাইটের মাধ্যমে। এই সাইটের ইন্টারফেস অনেক সহজ। একবার কাজ করলেই বুঝতে পারবেন। 
সাইট লিঙ্ক- Free Logo Maker 
৩. Logo Genie-
 
ফ্রিতে লোগো ডিজাইন করার জন্য Logo Genie এর কোনো তুলনাই হয়না। খুব অসাধারন একটা সাইট এটি। এখান থেকে খুব সহজেই যেকোনো ক্যাটাগরি সিলেক্ট করে আপনার মনের মতো লোগো ডিজাইন করুন আর ডাউনলোড করে রাখুন। কেও আমার কাছে পরামর্শ চাইলে আমি তাকে এইটার কথা বলি-
সাইট লিঙ্ক- Logo Genie 
৪. Logo Design Image- 

এটা খুবই সিম্পল একটা লোগো ডিজাইন সাইট। এখান থেকেও যেকেও খুব সহজেই সিম্পল টাইপের লোগো ডিজাইন করতে পারবে। উপড়ে দেখানো সাইট পছন্দ না হয়ে থাকলে এটি ব্যবহার করে দেখতে পারেন।
সাইট লিঙ্ক- Logo Design Image-
৫. Free Logo Services-
লোগো ডিজাইন করার জন্য খুব জটিল একটা সাইট। নির্দিষ্ট ক্যাটাগরী সিলেক্ট করে আপনি শুধু আপনার নাম লিখে এন্টার চাপলেই শত শত ডিজাইনের লোগো আপনার সামনে এসে হাজির হবে। আপনি সেখান থেকে যেকোনো একটা পছন্দ করে নিয়ে ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন।
সাইট লিঙ্ক- Free Logo Service
শেষকথা- আমার এই আর্টিকেলের উদ্দেশ্য ছিলো যারা নতুন ব্লগিং শুরু করে তারা যেনো ফ্রিতে তাদের ব্লগের জন্য খুব সহজেই প্রফেশনাল মানের লোগো তৈরি করতে পারে। আশা করি যারা নতুন তারা উপকৃত হবে।

Level 0

আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A man who listens to his heart.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাইটগুলো আমাদের মাঝে শেয়ার করার অসংখ্য ধন্যবাদ,,,

    আপনার উপকারে লেগেছে জেনে ভালো লাগলো…

শেয়ার করার জন্য ধন্যবাদ…