জিপির ভাওতাবাজি, ৯ টাকায় ২ জিবি। কয়েক হাজার কোটি টাকা এক রাইতে মাইরা খাইল জিপি !

২ জিবি ইন্টারনেট (১ জিবি ইন্টারনেট + ১ জিবি ফেসবুক) 30 দিন মেয়াদসহ পাবেন মাত্র ৯ টাকায় (ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রযোজ্য)।

*500*91# ডায়েল করুন আর ২ জিবি নেন সকল সিমে !!

এই টিউন এ যারা সাড়া দিসেন তাদের জন্যে আমার এই টিউন !

 

নতুন এবং পুরাতন নতুন সংযোগ ছাড়া যারা Running সিমে ২ জিবি নিসিলেন তাদের এম্বি কেটে নেওয়া হইসে ! চেক করে দেখুন। কয়েক হাজার কোটি টাকা এক রাইতে মাইরা খাইল জিপি !

অফারটি পাবেন যারা ২৩ মে ২০১৫ বা তার পূর্ব থেকে সংযোগ ব্যবহার করছেন না এবং  নতুন সংযোগ ।

অফারটিতে নেয়া যাবে কিনা জানতে এসএমএস করুন এইভাবে -
লিখুন “Jul 017xxxxxxx”
এবং  পাঠাতে হবে ৯৯৯৯ নম্বরে

এছাড়াও ব্যবহারকারীগণ ২৯ টাকা রিচার্জে ৩০ দিন যেকোনো জিপি নম্বরে আধা পয়সা/সেকেন্ড (রাত ১২টা থেকে বিকাল ৫টা) এবং যেকোনো নম্বরে ১ পয়সা/সেকেন্ড (২৪ ঘণ্টা) উপভোগ করতে পারবেন।

 

টেকটিউনে ১০০০ seen হওয়া টিউন পেন্ডিং করে দিচ্ছে  ! অনেকেই এখন আর আগের মত টেকটিউনে টিউন করতে সাচ্ছন্দ বোধ করে না ! কেন করে না তা এখন বুঝতে পারছি ! আমিও আজ থেকে টিউন করা বন্ধ করে দেব ভাবছি !

এডমিন চাইলে আমার টিউনার শিপ বাতিল করে দেন ! আপত্তি নাই ! আজ খুব কস্ট পাইসি ! আমার ১২০০ সিন হওয়া টিউন পেন্ডিং করে দিসে ! অনুগ্রহ করে আমার টিউন গুলো পেন্ডিং থেকে মুক্ত করুন !   দুই একটা রেফারেল এর জন্নেই অনেকে টিউন করেন এখানে, টেকটিউনকে এটা বুঝতে হবে !!!

 

 

সবাই ভাল থাকুন এবং টেকটিউনের সাথেই থাকুন !

 

ফেসবুকে আমি 😥

Level 0

আমি মাহফুজ জনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

mb kete nise valo bt tk to ferot deini?………

কি জানি !

আমার ৩৩০ টাকা কি হবে । । ।

তাই তো ভাবি, কিনলাম ২ বারে ২ জিবি আর এমবি এত তাড়াতাড়ি কাটল কিভাবে ?

MB কেটে নেবার আগেই MB শেষ 🙂

Level 0

Chor Police Kela Ar Ki

এখন ১২১ এ ও কেউ কল ধরে না।।।।।হারামীফোন।।।।এম্বি নিয়া গেছস ঠিকাছে,টাকা তো ব্যাক দিবি

01711594594 ডায়েল করুন।এইটাও জিপির কাস্টমার কেয়ারের নাম্বার ।আমি তাহাদিগকে কল দিয়েছিলাম।

কি বলছে তারা ভাই

asholei sob haramir phone

121 CALL DIIA BOIKKA DEN SOBAI…

At last টাকা ফেরত দিসে

আমার দুই সিম থেকে ২০GB নিয়া গেছে । আমি তাদের কে ফোন দিসি তারা বলল টাকা ফিরত দিবে । আর আমার কাছে বন্ধ একটা সিম ছিল সেটাতে ১০ জিবি নিছি এখন এটাতে ৯ জিবির কিছু বেশি আছে আল্লাহ জানে এটা আবার কখন কেটে নেয়।

Brother Ami Techtune a tune kora off kore diyechi.karon akhon techtune a besir vag tune aker odhic powa jai r apni notun kono tune korle sekhane kisu comment kore ja ekjon tuner k nirutshahito kore.

এখানে জিপির কোন দোষ নাই আমরা লোভি তাই । আমার ২ টা বন্ধ সিম ছিল সেই গুলাতে ১০ জিবি করে নিছি। সেই গুলা ঠিক আছে? কিন্তু জিপির সিস্টেম সমস্যার কারনে সব সিমেই আসতে থাকে আর আমরা নিতে থাকি কিন্তু যখন তাদের সিস্টেম ঠিক হয়ে জায় তখন এমবি গুলু উধাউ হয়ে জায় তারপরে কাস্টমার কেয়ার এ ফোন দেবার পরে বলল টাকা ফেরত দিয়ে দিবে।

আমার টাকা ফেরত দিছে।

আমি আমার ১ সিমে ৫৮ টাকা আরেক সিমে ১০৭ টাকা ফেরত পাইছি ??

তাদের কাছে কল দিয়েছিলাম।তারা জানালো যারা পুরাতন সিমের অফারে ছিলেন বা সদ্য নতুন সিম কিনে অফারটি নিয়েছিলেন ,তাদের কাছ থেকে ডেটা কাটা হয় নি। কেবলমাত্র যারা অফারের আওতায় না থেকে কাল রাতে বা আজ সকালে এমবি নিছেন, তাদের এমবি কেটে নেওয়া হয়েছে। ক্রয়কৃত টাকাও তারা ফেরত দিয়ে দিবেন।

হা হা হা আমার আমারটা নিতে পারে নাই। আমি লুকিয়ে রেখেছিলাম!

২০০০০০০ x ১১০= ২২০০০০০০০ এক রাতে দেশের সাধারণ মানুষের
প্রাই বিশ থেকে বাইশ কোটি টাকা হাতিয়ে নিল Grameenphone
। যাদের বেশিরভাগই ছাত্র ছাত্রী। একেবারে সামনাসামনি
ডাকাতি। এটা সম্পূর্ণ ইচ্ছাকৃত ভাবে করেছে তারা। ওরা
আমাদের টাকা ফেরত দিয়েছে। কিন্তু মোবাইলে ব্যালেন্স
ফেরত দেওয়া আর নগদ টাকা ফেরত দেওয়া কি এক? আমি নিজে
ফেরত পেলাম ১১০ টাকা। কি করব এ টাকা? গ্রামীনফোন রাস্তার
ফকিরের চেয়েও খারাপ তা আজ বুঝতে পারলাম।

    oi tk akhon oder key dite hobe mane oi taka sesh porjonto orai pabe……….tk to er hate ferot disse na……….kicu din por por notun dhanda ane…….gp no ta porichitoder kace ase tai on rakhce na hole kobei nodite fele ditam…….. lov hoite sabdhan

    কাফি হাসান আপনার কথা ঠিক… সালারা ডাকাইত আসলে আমাদেরি ভুল আমরা ইচ্ছা করলে জিপি ছেরে দিতে পারি আমাদের বাংলাই ফিরে আস্তে পারি টেলিটকে……। আসলে কথা একই জেই লাও…সেই কদু বালা কুন্ডা…।।

এই এসএমএস দিয়া আমার টাকা ফিরত দিসে জিপি
Dear customer, due to an error you were able to opt-in at 9 Tk 1 GB offer. We will refund & opt you out of the offer. We apologize for the inconvenience

নিজের দোষ কেও স্বীকার করে..না..আমারাই তো জিপির বাগের সুযোগ নিয়ে জিপির সাথে প্রতারনা করছিলাম..তাই তারা এম্বি নিয়ে গেছে টাকাও ফেরত দিছে..এখন আমি এখন ভালো কিছু বলছি সবাই আমাকে জিপির দালাল বানিয়ে ফেলবে অথচ আসল ঘটনাটা চিন্তা করবে না…বাঙালীর উন্নতি তো এসবের কারনেই হয় না..

Level New

ভুয়া কথা আমিত চালাইতাসি কই কোন problem হই তাছে না । আমি এখন ৫ জিবি নিছি । এর আগে ৮ জিবি শেষ করছি পুরাই উরাদুরা আমার এই ঈদ এর সব Collectio নামাইছি।

Level New

আমরা কিছু মানুষ আছি যারা সব কিছু ভুল ভাবে অন্নের সামনে তুলে ধরি । এটা ঠিক নয় । Gp বাংলাদেশের একটি বড় কম্পানি তারা আমদের টাকা নিতে হিসাব দিয়েই নিতে হবে । এভাবে একজনের সমস্যার জন্য পুরো কোম্পানি কে দায়ি করা ঠিক না

আমিতো খালি ডাউনলোড দিতাছি কাটার সময় দিমুনা

টাকা ফেরত দিলে কি সব শেষ ।তারা যে হয়রানি করল তার কি হবে। নেট কি টাকা ফেরত এর জন্য নিছে ।মানুষ এর সাথে হয়রানি করা তাদের প্রতিদিন এর কাজ পরিণত হয়ছে।

Level 0

আমার ও একই সমস্যা। পুরো ৭৭ টাকা বাশ গেল। এমবি দিল , টাকা কাটল কিন্তু আবার এমবি ফিরিয়ে নিল কিন্তু টাকা ব্যালান্সে যোগ হয়নি।

eida kono kaj hoilo