অাপডেট – ৪ (২৭ জুলাই) Speed Around 1Mbps “!!! রবিতে ১ জিবি ইন্টারনেট মাত্র ৯ টাকায় !!!”

মাত্র ৯ টাকায় (৩% সম্পূরক শুল্ক এবং ১৫% ভ্যাট সহ ১০.৬৬ টাকা) দিয়ে আপনি যতবার খুশি ততবার নিয়ে নিন ১ জিবি ইন্টারনেট (রাত ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত) আপনার রবি সিম (বন্ধ) এ।

অফারটি আপনার নাম্বারের জন্য প্রযোজ্য কিনা তা বিনামুল্যে চেক করার জন্য আপনার নিজের নাম্বার থেকে ডায়াল করুন *৮০৫০#. অথবা যেকোন রবি নাম্বার থেকে A <স্পেস> রবি নাম্বারটি লিখে পাঠিয়ে দিন ৮০৫০ নাম্বারে। ফিরতি ম্যাসেজে জানিয়ে দেয়া হবে আপনার নাম্বারটি বর্তমান অফারের অর্ন্তভূক্ত কিনা।

যদি আপনার রবি নাম্বারটি বর্তমান অফারের অর্ন্তভূক্ত হয় তবে *8666*09# এ ডায়াল করে অফারটি উপভোগ করুন।

যদি ফিরতি ম্যাসেজে you can’t use this service or your inpot is wrong পাঠায়, তবে অফারের অর্ন্তভূক্ত রবি নাম্বার থেকে অন্য একটি নাম্বারে কল করে ও সেটি রিসিভ করে ১ সেকেন্ড পরে সেটি কেটে দিন্ (revenue generate activity)। এবার পুনরায় ৭২ ঘন্টা পরে *8666*09# এ ডায়াল করে অফারটি উপভোগ করুন রাত ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত যত খুশি তত বার।

*** একবার রিচার্জে অফারগুলো রিচার্জের দিন থেকে সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত উপভোগ করা যাবে...

এই অফারটি যে সকল রবি সিম (টিউনপেইড, এসএমই, উদ্যোক্তা, কর্পোরেট, ইজিলোড ব্যতীত) গত ৬০ দিন কিংবা তার চেয়ে বেশি সময় ধরে অব্যবহারিত ছিল তারা নিতে পারবেন...

অফার গ্রহণ করার পর পরিবর্তন করলে আর পাওয়া যাবে না, তবে চেষ্টা করে দেখুন – যদি লাইগ্যা যায়।

মেতে থাকুন ঈদ আনন্দে, ধন্যবাদ সবাইকে। 🙂

অাপডেট ১: ৬ জিবি ব্যবহারের পর ‍স্পীড ২৫৬Kbps এর নীচে :(very very sad. তাই আবার নিয়মিত জিপিতে।

অাপডেট ২ (২৫ জুলাই): স্পীড গড়ে ১Mbps।

অাপডেট ৩ (২৬ জুলাই): মেয়াদ ১০ দিন হতে ১ মাস বাড়ানো হয়েছে।

অাপডেট ৪ (২৭ জুলাই): মেয়াদ ১০ দিনই রয়েছে, বাড়ানো হয়নি। ভুল তথ্য দেবার জন্য দুঃখিত।

Level 0

আমি সাইবার ঘোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    কুনু বন্ধ সিমের প্রয়জন নাই আমার রানিং ৩টা সিমে ৯টাকার অফার পাইসি । *৮৬৬৬*০৯# হয়ত আপ্নারাও পাইতে পারেন…। আমি পাইছি…প্রাই ১০০জিবি নিছি……আল্লাহ হাফেজ…।

speed er ja obostha.er cheye gp offer tai vhalo.

Dear bro just use 3g modem and get 2/3 Mbps speed, also add data cable for more smooth speed. I’m also using Robi with GP.
Thanks.

2-3mbps speed pai 😀 tnx To Robi

    @ আবির হোসেন বাবু – মতামত জানানোর জন্য ধন্যবাদ । রবি বিকাল ৪:৪৫ র্পযন্ত, এরপর জিপি, জিপি অাছে রির্জাভে 🙂

jani 2buo tnx

3G Modem @ Speed 40 kbps