জিপি তে ৯ টাকায় ২ জিবি !! যত খুশি ততবার।

জিপি তে ৯ টাকায় ২ জিবি !! যত খুশি ততবার।

হ্যা ভাই সত্যি বলছি। সব সিমের সিমের জন্য।

জাস্ট বেলেন্স এ ১১ টাকা রাখুন আর ডায়াল করুন *500*91#

বিঃ দ্রঃ অফার যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তাই তাড়াতাড়ি নিয়ে নিন।

আমি কোন ফালতু টিউন করি না। তাই বিশ্বাস রাখুন।

যতখুশি যতবার।

শর্তাবলীঃ

  • প্যাকটির মেয়াদ ১মাস
  • অফারটি সকল গ্রামীণফোন প্রিপেইড (বিজনেস সলিউশনস প্রিপেইডসহ) কাস্টমারদের জন্য প্রযোজ্য
  • প্যাকটি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত পাওয়া যাবে
  • সকল চার্জে ৩% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য
  • কাস্টমারগণ অফারটি যতবার খুশি উপভোগ করতে পারবেন
  • অফারে অটো-রিনিউয়্যাল প্রযোজ্য নয়
  • অফারটি অ্যাক্টিভেট করতে ডায়াল করুন *৫০০*৯১#
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *৫৬৭#
  • মূল 3G প্যাক-এ অটো-রিনিউয়্যাল প্রযোজ্য
  • 3G কাভারেজের আওতায় থাকা কাস্টমারগণ এই প্যাকেজে সর্বোচ্চ ১এমবিপিএস পর্যন্ত স্পীড, আর যারা 3G এর আওতায় নন তারা  2G এর সর্বোচ্চ স্পীড উপভোগ করতে পারবেন
  • প্রাপ্য গড় স্পীড নির্ভর করবে ব্যবহৃত হ্যান্ডসেট, কাস্টমার কোন ওয়বসাইট ভিজিট করছেন, বিটিএস থেকে ইন্টারনেট ব্যবহারকারীর দূরত্ব ইত্যাদি বিষয়ের উপর
  • কাস্টমারগণ অফারটি যতবার খুশি উপভোগ করতে পারবেন দশ বার নিতে পারবেন
  • প্যাকটি ‘জিপি ইন্টারনেট’ এর নীতিমালা ও শর্তাবলী দ্বারা পরিচালিত

ফেসবুকে আমিঃ http://www.facebook.com/Dhimanda

ইচ্ছা মত মেগাবাইট নিন। যদি মেয়াদ বাড়ানোর দরকার পড়ে তবে ফেবুতে মেসেজ দিন 😀

>>> আরেকটা কথা কেও যদি না পান তাহলে আমায় গালি দিবেন না। কেননা এই ধরনের অফার হুট হাট করে বন্ধ হয়ে যায়। <<

 

Level New

আমি ধীমান সরকার বাপ্পী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শিখতে চাই ।আমাকে শেখান । আমি জানতে চাই ।আমাকে জানান । আমি জানাতে চাই । অপনি জানুন । প্রযুক্তি ভালভাসি । আছি নতুনের আশায় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আগে একবার নিয়েছি
এখন কি পেতে পারি??

এক কথা বার বার লেখার মানে কি…..?

    ভাই কি জন্য লিখেছি সেটা ভাল করে লিখা আছে । টিউন না ভাল করে পড়ে দেখুন । ধন্যবাদ

পাইছি,

10 বার নেওয়া যায়

আমি ৫ জিবি নিসি একটু পর আরও ৫ জিবি নিবো

আমিও পেয়েছি। ধন্যবাদ এতো সুন্দর অফার সম্পর্কে জানানোর জন্য।

    আমার আগে থেকেই নেট প্যাকেজ নেওয়া ছিলো, এই অফার সহ আমার নেটের টোটাল মেয়াদ অক্টোবর মাসের ২০ তারিখ পর্যন্ত। বাহ, ভালোই হলো।

Meyad baranur upay ta bolun

Service not available at this moment

হ্যা ভাইয়া ।পেয়েছি ।তবে অনেকবার চেষ্টা করতে হলো এই আর কি ।টিউনে উল্লেখ করে দিলে ভিউয়ার রা উপকৃত হবে ।ধন্যবাদ 🙂

মেয়াদ বাড়ানোর উপায় টিউনে বললে বেশী উপকার হবে। আপনাকে ধন্যবাদ।

জিপির সার্ভার প্রচুর জ্যাম, সবাই নিতাছে, নির্ঘাত ১২টার পর আর এই অফার থাকবে না।

Thanks u,ame 7 gb nesi,onak bar dial korta hoy bola *500*91# aaa name save kora dial kotrasi,abava dial korla kosto laga na.

Jara mayad nea tension asan tara ae khana dakan
http://www.grameenphone.com/flexi-plan

    আশরাফুল ভাই , অনেকদিন পর দেখে খুশি হলাম ।
    btw , WOWBOX ব্যাবহার করুন তিন মাস মেয়াদ বেড়ে যাবে 😀

রবিতে 9 টাকায় 1 জিবি, আবার গ্রামিনে 9 টাকায় 2 জিবি এত এমবি কোথায় রাখবো পড়ে এমবির চাপে না মাথাই খারাপ হবে যায় !

Dear Customer,
sorry you are not eligible to avail this offer

ami 6gb nilam sokal a …ar kivave meyad baranujai akto details kaw akto mail karan
[email protected]

কাস্টমারগণ অফারটি যতবার খুশি উপভোগ করতে পারবেন এই কথাটি ঠিক নয় ম্যাক্সিমাম ১০ গিগা নেয়া যাবে

I got it…………. cool

Level 2

বন্ধ হয়ে গেছে।

বন্ধ হয় নাই ভাই। আমি এখন ৩ জিবি নিলাম

এমবি তো নিয়ে নিলো টাকা ফেরত দেয় না ক্যানো ?
মাথা পুরাই হট ।
কেউ এই বিষয়ে জানলে বলবেন ।

ami 10+10+10 gb nilam……………….bus dimu gp kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk

এই এসএমএস দিয়া আমার টাকা ফিরত দিসে জিপি
Dear customer, due to an error you were able to opt-in at 9 Tk 1 GB offer. We will refund & opt you out of the offer. We apologize for the inconvenience

নিচের ম্যাসেজ দেয়
Dear Customer, sorry you are not eligible to avail this offer