শিরোনাম দেখে হয়তো ভাবছেন আমি মশকারি করছি। কিন্তু না মশকারি না, আমি যেভাবে বলছি সেভাবে কাজ করুন আর আর মজা দেখুন
স্পিড কেমন পাবেন সেটাও দেখে নিই
উপরের ছবিটা আবার দেখুন। নিচের দিকে। সমস্যা নেই আমিই লাল বর্ডার দিয়ে দেখিয়ে দিচ্ছি।
আমি স্পিড পাচ্ছি ২-৩ এমবিপিএস
এবার কতদিন মেয়াদ পাবেন তাও বলে দিই। মেয়াদ পাবেন ২৪ ঘণ্টা !
পিসি ইউজার বাদে অন্যরা নিশ্চয় মাথায় হাত দিয়ে ফেলেছেন। সমস্যা নেই মাথা থেকে হাত নামিয়ে ফেলুন।
যেহেতু এই প্যাকটা আপনি ২০০ এমবি করে কিনছেন, সেহেতু আপনি ২৪ ঘণ্টায় যতটুকু ইউজ করতে পারবেন ততটুকু কিনুন। যেমন আমার আজ ৩ জিবির বেশি লাগবেনা, তাই আমি ৩ জিবি নিলাম। আপনার যতটুকু লাগবে ততটুকু কিনুন। শেষ হয়ে গেলে আবার ডায়াল করুন, নতুন করে ২৪ ঘণ্টা মেয়াদ পাবেন... ব্যাস ক্লিয়ার!
আরেকটা কথা বলে নিই
এখান থেকে আপনি ১০০ এমবি দিয়ে শুধু ফেসবুক ইউজ করতে পারবেন! এবার নিশ্চয় আমাকে কিল মারতে ইচ্ছে করছে তাইনা? ভাবছেন এত্ত ফেসবুক এমবি দিয়ে ঘোড়ার ঘাস কাটুম নাকি। ঘোড়ার ঘাস কাটার দরকার নেই। কি করবেন তাও বলছি
আমরা অনেকেই মনে করি ফেসবুক এমবি দিয়ে শুধু ব্রাউজ করা যায়। আপনি ফেসবুক থেকে আপনার পছন্দের হাজারও ভিডিও ডাউনলোড করতে পারেন। যেমন ফেসবুকে nice song, nice video ইত্যাদি সার্চ করে দেখুন।
দেখতেই পাচ্ছেন এটা আমার প্রথম টিউন। আর লেখা দেখেই বুজতে পারছেন আমি কতটা আনাডি লেখক। তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সন্দর দৃষ্টিতে দেখবেন
আমি মোহাম্মদ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া সব সিমেই কি নেওয়া যাবে…??? নাকি বন্ধ সিম মাত্র