হ্যালু 😛 টেকটিউনস কমিউনিটি ! টিউন করার আগে টেকটিউনস এর এডমিন ও মডারেটর ভাইয়াদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখি সকলে টেকটিউনস এ একটা ভাল সময় কাটাচ্ছেন
টিউনটির বিষয়বস্তু দেখে হয়ত অবাক হয়েছেন অনেকে।আলোচনাসহ বিষয়বস্তুটি তুলে ধরতে চেষ্টা করছি 😎 😎
১. একদম নতুন একটা গ্রামীনফোন সিম। সংযোগ মূল্য:১০০ টাকা
(৫০ টাকা সিমের দাম নিবে আর ৫০ টাকা সিমে রিচার্জ করা থাকবে 🙂 )
১. সিমটি দোকান থেকে ক্রয় করার পর চালু করে দেখে নিন ব্যালেন্স ৫০ টাকা আছে কি না!
২. এবারে *500*91# ডায়েল করুন।
৩. প্রথমে এই রকম মেসেজ রিপ্লে দিবে
Congratulations! 2GB (1GB FB + 1GB for Internet) internet pack will be activated soon at only Tk 9 (+VAT & SD), Please wait for the confirmation SMS
৪. ওয়েট করুন। তারপর এই রকম আরেকটা মেসেজ পাবেন এবং ১ জিবি ফেসবুক ডেটা ও আরও ১ জিবি ডিফল্ট ডেটা একাউন্টে যোগ হয়ে যাবে।একাউন্ট থেকে কেটে নিবে ১০.৬৬ টাকা 😛
Dear customer, you have received your desired Internet volume with other value added services if applicable for your request and charged Tk 0.0 (including VAT & SD). Dial *567# to check balance and expiry date. After using your full internet balance, you maybe charged 0.01 tk/10KB if applicable.
৫. এবারে giftaaaa লিখে 9999 নাম্বারে এস.এম.এস দিন। ফিরতি রিপ্লে তে পেয়ে গেলেন ১ জিবি ইন্টারনেট 🙂
পেয়ে গেলেন, ১জিবি+১জিবি+৩জিবি= ৫ জিবি ডিফল্ট ডেটা এবং আরও ৩ বার এ খরচ হবে (১০.৬৬×৩)
[বি.দ্র: আপনি প্রতি স্টেপে মোট আরও ৪ জিবি ডেটা পাবেন কেবলমাত্র ফেসবুক ব্যবহারের জন্য যেটা চেক করবেন *566*1# দিয়ে এবং ডিফল্ট ডেটা চেক করবেন *566*10# দিয়ে। এমবি এর মেয়াদ হবে ১ মাস ]
এছাড়াও আপনি আরও ৬ বার *500*91# ডায়েল করে ১০.৬৬ টাকায় ১ জিবি করে কিনতে পারবেন :-D। ফলে এই ৬ বারে খরচ হবে (১০.৬৬×৬)= ৬৩.৯৬ টাকা। অর্থাৎ, ১৬৩.৯৬ টাকায় ১১ জিবি 😀
আপনি সব শেষে বন্ধু প্যাকেজে চলে এসে Wowbox এর ২০ এমবি নিয়ে ৩ মাস মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন 🙂
ব্যাস কাজ শেষ 🙂 ।আশা রাখি আপনাদের কোন সমস্যা হবে না 😆 😎 🙂
আমি সুদীপ সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 441 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ । বাট কাজ হবে তো ভাই?