[মেগা টিউন] নিয়ে নিন ১০০ টাকায় ৫ জিবি ৩জি ইন্টারনেট সাথে একটি গ্রামীনফোন সিম। MB তুমি পালাবে কোথায় !! (Updated)

 

হ্যালু  😛   টেকটিউনস কমিউনিটি ! টিউন করার আগে টেকটিউনস এর এডমিন ও মডারেটর ভাইয়াদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখি সকলে টেকটিউনস এ একটা ভাল সময় কাটাচ্ছেন

 

এবার কাজের কথায় আসা হোক

 

 

টিউনটির বিষয়বস্তু দেখে হয়ত অবাক হয়েছেন অনেকে।আলোচনাসহ বিষয়বস্তুটি তুলে ধরতে চেষ্টা করছি   😎 😎

 

 

Update:  

 

 

(26.08.2015)   এটি এখন আর কাজ করছে না   🙄  🙄  😥 

 

 

প্রয়োজনীয় উপকরনসমূহ

 

১. একদম নতুন একটা গ্রামীনফোন সিম। সংযোগ মূল্য:১০০ টাকা
(৫০ টাকা সিমের দাম নিবে আর ৫০ টাকা সিমে রিচার্জ করা থাকবে  🙂 )

 

 

যেভাবে ৫ জিবি নিতে হবে

 
১.  সিমটি দোকান থেকে ক্রয় করার পর চালু করে দেখে নিন ব্যালেন্স ৫০ টাকা আছে কি না!

২. এবারে *500*91# ডায়েল করুন।

৩. প্রথমে এই রকম মেসেজ রিপ্লে দিবে

Congratulations! 2GB (1GB FB + 1GB for Internet) internet pack will be activated soon at only Tk 9 (+VAT & SD), Please wait for the confirmation SMS

৪. ওয়েট করুন। তারপর এই রকম আরেকটা মেসেজ পাবেন এবং ১ জিবি ফেসবুক ডেটা ও আরও ১ জিবি ডিফল্ট ডেটা একাউন্টে যোগ হয়ে যাবে।একাউন্ট থেকে কেটে নিবে ১০.৬৬ টাকা 😛

Dear customer, you have received your desired Internet volume with other value added services if applicable for your request and charged Tk 0.0 (including VAT & SD). Dial *567# to check balance and expiry date. After using your full internet balance, you maybe charged 0.01 tk/10KB if applicable.
৫. এবারে giftaaaa লিখে 9999 নাম্বারে এস.এম.এস দিন। ফিরতি রিপ্লে তে পেয়ে গেলেন ১ জিবি  ইন্টারনেট  🙂

 

 

এখন ২,৩ ও ৪নং ধাপ আরও ৩ বার করতে থাকুন

পেয়ে গেলেন, ১জিবি+১জিবি+৩জিবি= ৫ জিবি ডিফল্ট ডেটা এবং আরও ৩ বার এ খরচ হবে (১০.৬৬×৩)

[বি.দ্র: আপনি প্রতি স্টেপে মোট আরও ৪ জিবি ডেটা পাবেন কেবলমাত্র ফেসবুক ব্যবহারের জন্য যেটা চেক করবেন *566*1# দিয়ে এবং ডিফল্ট ডেটা চেক করবেন *566*10# দিয়ে। এমবি এর মেয়াদ হবে ১ মাস ]

এছাড়াও আপনি আরও ৬ বার *500*91# ডায়েল করে ১০.৬৬ টাকায় ১ জিবি করে কিনতে পারবেন :-D। ফলে এই ৬ বারে খরচ হবে (১০.৬৬×৬)= ৬৩.৯৬ টাকা। অর্থাৎ, ১৬৩.৯৬ টাকায় ১১ জিবি   😀

 

 

 

আপনি সব শেষে বন্ধু প্যাকেজে চলে এসে Wowbox এর ২০ এমবি নিয়ে ৩ মাস মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন   🙂 

 

 

ব্যাস কাজ শেষ  🙂  ।আশা রাখি আপনাদের কোন সমস্যা হবে না  😆  😎  🙂

 

 

 

 

 

Level 0

আমি সুদীপ সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 441 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ । বাট কাজ হবে তো ভাই?

*500*91# dial kore to kebol ekbar e MB Pawa jay! kivabe ki!

    @আশিকুর রহমান

    আপনি যত খুশি ততবার নিতে পারবেন 🙂 । ধন্যবাদ

thanks I got 1 GB free.

    @মাসুম বিল্লা
    আপনি নতুন সিমে ট্রাই করেন। ৫ জিবিই + পাবেন 🙂

ভাইয়া এইভাবে ৩ জিবি পাওয়া যাবে ৫ জিবি না। শিরোনাম change করেন।

    @ইনোসেন্ট প্রিন্স

    না ভাইয়া। আপনি ৫ জিবি তো পাবেন ই সাথে ১০.৬৬ টাকায় যত খুশি তত বার ১ জিবি কিনতে পারবেন। ধাপগুলো অনুসরন করুন। ধন্যবাদ 🙂

    ইনোসেন্ট প্রিন্স via Ami 11GB paice..

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

অনেক ধন্যবাদ

প্রতি বার ডায়াল করার সময় ৫০ টাকা বালাঞ্চ রাখতে হবে.

    @এস এম আসাদ

    না ভাই আপনি নতুন সিমের সাথে ৫০ টাকা পাবেন। ঐ টা দিয়ে তো কিনতে পারবেনই সাথে ১০.৬৬ টাকাতে যত খুশি ততবার ১ জিবি পাবেন 🙂

onek valo tune… tahole ekta sim kinte baddhoi korlen.. 🙂

    @আমি বুঝি না

    হা হা। যদি এতে আপনার লাভ ই হয় তো ক্ষতি কি! ধন্যবাদ টিউমেন্টের জন্য 🙂

vai kon elakay sim 100 tk

    আমি তো যশোর থেকে কিনলাম। আপনি খোজ নিয়ে দেখেন বাজারে বা একেবারে কোন জিপি সেন্টারে চলে যান। পেয়ে যাবেন। তবে দেখবেন, অনেকে কিন্তু ৫০ টাকা রিচার্জ মেরে দিতে পারে। সাবধান 🙂

আমার গ্রামের বাড়ি জামালপুরে আসলাম দেখি মাইক মেরে সিম বিক্রি করছে , যদিও প্রায় জিনিস ই মাইক মেরে আর্কষণ করে , সিম মাত্র ৬০ টাকা ,

@আশরাফ আলী ভাই

হা হা। ভালই তো। ব্যালেন্স ৫০ টাকা না দিয়ে ওরা তাইলে ১০ টাকা দিতে পারে। আপনাকে তখন আরও ৪০ রিচার্জ দেওয়া লাগবে 🙂

এই অফার কি কোন পুরোনো সিম এ কাজ করবে না

    @সজীব শীল

    পুরাতন সিমে আপনি ট্রাই করে দেখতে পারেন । তবে সে সিমটিতে আপনি ৫ মাস বা তার বেশি যদি এমবি না কিনে থাকেন। তবেই সেটিতে ১০.৬৬ টাকায় ১ জিবি পাবেন। যত খুশি তত বার। ধন্যবাদ 🙂

kaligonj…mane amader dokane 110 tk sim er dam r 110 tk recharge kore dea hobe..new sim but 1Gb free………….♥♥♥

    @নয়ন খান

    যদি আপনি একাউন্টে ১১০ টাকা পেয়ে থাকেন তো আরও ভালো ব্যাপার। আপনি ১ জিবি ফ্রী পেলেন ভালো কথা। এবার পদ্ধতিগুলা অনুসরন করুন। ১১০ টাকায় আপনি ১০ জিবি কিনতে পারবেন। ধন্যবাদ 🙂

      Level 0

      ভাই , সবরকম নতুন সিম এই ১১ টাকায় ১ জিবি পাওয়া যাবে , আপনি সিওর ?

        @Gameboy ভাইয়া

        আপনি যে কোন নতুন জিপি সিম এই উক্ত পদ্ধতিগুলা অনুসরন করুন। পাবেনই

নতুন সিম ছাড়া পাএয়া যাবেনা ????

    @গাজিউর রহমান সিহাব ভাইয়া

    আপনি ৫ মাস বা তার বেশি দিন যাবং যদি কোন জিপি সিম এ ইন্টারনেট ক্রয় না করে থাকেন তবে সেই পুরাতন সিম থেকেও পাওয়া যাবে ১০.৬৬ টাকায় ১ জিবি। তবে যদি না থেকে থাকে, একটি নতুন সংযোগ ক্রয় করে নিন। ধন্যবাদ 🙂

good ,tobe ami amar notun sim sarai bondo sim a aro 3din age theke use korsi ,tobu thx for share

@শাকিল খান ভাইয়া

আপনাকেও স্বাগতম 🙂

ধন্যবাদ ভাইয়া…. 😀

… Already 10Gb নিছি…. নেওয়া নিয়ি চলতেই আছে…. :v

    @মাহবুব রহিম

    আপনাদের খুশিই টিউন ও টিউনারের স্বার্থকতা। ধন্যবাদ 🙂

*500*91# দিয়ে মোট ১০ বার ডাটা নেওয়া যাচ্ছে…. এর পর আর দিচ্ছে না……

…. কেউ কি পাইলেন নাকি এর বেশি….?

    @মাহবুব রহিম

    কই! আমি তো ১৩ জিবি নিয়েছিলাম ও আবারও নিতে পারছি। আপনার কি দেখায় ?? ১০ জিবি নেওয়ার পর??

tnk u…..ami ansi 5gb…aro nimu…. atkay keda!

দ্বীপ্ত সরকার ,ভাই আপনি তু বলতেছেন যত খুশি তত বার, আসলে যত খুশি তত বার না 10Gb পর্রযন্ত নেওয়া যাই আমার 3 টা সিমে 30 Gb নিলাম ।

    @আলাউদ্দীন ভাইয়া

    আপনি কি বন্ধু প্যাকেজে মাইগ্রেট করেছিলেন?

আমি নতুন সিম এ ১ জিবি পেয়েছি।
তারপর তো আর পাচ্ছি না।

    @মিলটন বিশ্বাস

    *500*91# ডায়েল করলে ফিরতি মেসেজে কি আসছে? আর ধাপগুলা কি ঠিক মত করেছেন?

অফার টা আগে থেকে জানতাম, ধন্যবাদ শেয়ার করার জন্য।

১০ জিবির উপরে দেয় না, তখন সরি দেখায়

    @তিতুমির ওরফে নিছার আলী

    হা ভাইয়া, এখন ১০ জিবি এর উপর দেয় না। তো ক্ষতি কি! আবার নতুন আরেকটা সিম কিনে নেন 😀

Vai puran off sim e Ki Hobe?

    @আবির সাহা

    আপনি যদি ৫ মাস বা তার বেশি সময়ে এমবি না কিনে থাকেন তবে পুরাতন সিমেও পাবেন। ধন্যবাদ 🙂

Vai thanks paiche

Vai apnar moton Srijonsil tuner khub dorkar

পুরাতন সিম দিয়ে কি হবে না ভাই?

@প্রতিবাদী ছেলে

ভাইয়া আপনি যদি ৫ মাস বা তার বেশি সময়ে এমবি না কিনে থাকেন তবে পুরাতন সিমেও পাবেন। ধন্যবাদ 🙂

ধন্যবাদ তাহলে আমি আর ৬জিবি নিতে পারবো এখন যেহেতু ৪জিবি নিয়ে নিয়েছি। ধন্যবাদ

    @আশিকুর রহমান ভাইয়া

    হ্যা, অবশ্যই পারবেন। আরো যদি এমবি লাগে তো নতুন আরেকটি কিনে নিন। টোটাল ১৬৪ টাকায় ১১ জিবি 😀

গ্রেট টিউন, উপকৃত হোলাম । ধন্যবাদ টিউনার ভাই ।

vi sim a ki 50 takai thakte hobe? r 9 takai one GB to bundho sim er jonnu notun sim a hobe?

    @মোয়াজ্জেম হোসেন

    ভাইয়া, এখানে আপনি নতুন সিম কিনছেন বলে ৫০ টাকা পাচ্ছেন। ৫০ টাকা যে থাকতেই হবে এমন কথা না। এবং আপনি ১০.৬৬ টাকায় নতুন এবং বন্ধ সিমে ১ জিবি করে মোট ১০ বার নিতে পারবেন। আশা করি সমস্যা হবে না। ধন্যবাদ 😀

ধন্যবাদ ভাই
Wowbox এর ২০ এমবি কিভাবে কিনব ?

    @গোলাম রাব্বি ভাইয়া

    আপনি গুগল প্লে থেকে বা অন্য কোন ওয়েব সাইট থেকে Wowbox এপটি ডাউনলোড দিন। এরপর এপ ওপেন করেন। সিমে মেসেজ দিবে কোড দিয়ে। যদি বন্ধু প্যাকেজে আপনি মাইগ্রেট করেন, তবে দেখবেন, মেসেজ ভেরিফাইডের পর 20 Mb Free এমন একটা বড় আইকন দেখাবে। ঐ খান থেকেই পাবেন কাঙ্খিত এমবি। ধন্যবাদ 🙂

Level 1

বেশ ভালো কৌশল। ধন্যবাদ

ami 3 sime 33 gb nilam…tnx

    @shahinadnan

    আপনাদের খুশিই টিউন ও টিঊনারের স্বার্থকতা। স্বাগতম ভাইয়া 🙂

ভাই আমি নতুন সিম কিনলাম ১০০ টাকা নিলো কিন্তু কোন ফ্রী রিচার্জ দিলো না তো । *৫০০*৯১# ডায়াল করলাম ১ জিবি পেলাম । এখন টাকা লোড করে ডায়াল করছি কিন্তু পাচ্ছি না তো ।

    try koren.. paben

    @ইসাদ সরকার

    টিউনের শুরুর ধাপেই বলেছি যে আপনি যখন সিম কিনবেন তখন দেখে নিবেন যে টাকা দেয় কি না । কেননা কিছু অসাধু ব্যবসায়ী এই টাকাগুলো মেরে দেয়। তবে ওরা যদি টাকা না ও দেয়, আপনার ইন্টারনেট ডেটা কিনতে অসুবিধা হবার কথা নয়। এক্ষেত্রে আপনাকে বাড়তি টাকা ফ্লেক্সিলোড দিতে হবে। এবার কিছু প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিন:

    আপনি কি টাকা না রেখে অনেকবার ট্রাই করেছিলেন? আর আপনি *500*91# ডায়েল করলে কি মেসেজ রিপ্লে আসে? এবং giftaaaa দিয়ে কি ১ জিবি দিয়েছিল? অন্য কোন ইন্টারনেট প্যাক কি কিনেছিলেন??

Wrong keyword. Dial 121 or visit http://www.grameenphone.com for details. Thank You. giftaaaa likhe msg dile aita ashe… akhon ki kori vi

    @sheikh nahid ভাইয়া,

    আপনি কি নতুন সিম কিনেছিলেন? আর একবারও কি এইটা দিয়ে ১ জিবি নিয়েছিলেন? আপনার মোবাইল যদি ডুয়েল সিম হয় তো ঠিক করে দেখে নেন কোন সিম দিয়ে এস.এম.এস দিয়েছিলেন।*500*91# ডায়েল করলে কি রিপ্লে দেয়?

new sim 2 din age kinsi..already 3 GB paisi 3 bar e ..but giftaaa dile kaj hoy na

@sheikh nahid ভাইয়া

giftaaaa এই সিস্টেম টা কাজ করছে না কাল থেকে । টিউনটি ইডিট করে দিয়েছি দেখেন ।আপনার একাউন্টে পর্যাপ্ত টাকা রেখে ১০.৬৬ টাকায় আরও তাহলে ৭ বার নিতে পারবেন।ধন্যবাদ 🙂

Many Many thank dipto vai

ai matro sim kine 5gb actevate korlam but bundhu package a migration korar poreo keno j somoi barlo na ta bujtesi na.

help me pls.

r chaliye jan bro….amra achi apnar pase…sobsomoy….new tune er asate thaklam…

@nilpurnimabd ভাইয়া

প্রথমে আপনাকে স্বাগত জানাই 😀 । আপনি বন্ধু প্যাকে মাইগ্রেট করে কি wowbox থেকে ২০ এমবি নিয়েছিলেন? ২০ এমবি নিলেই আপনার ডেটার মেয়াদ ৩ মাস পর্যন্ত বর্ধিত হবে। আর হ্যা , একটা প্রশ্ন ছিল,

অনেকে ফেসবুকে নক করে বলছিল giftaaaa সিস্টেমে ১ জিবি নিতে অনেকের সমস্যা হচ্ছিল।তো আপনি কি পেয়েছেন ? যদি পেয়ে থাকেন জানাবেন। টিউন ইডিট করে দিব ।

আর হ্যা, আপনি কিন্তু এখনও ৬ বার ১০.৬৬ টাকাতে ১ জিবি কেনার যোগ্যতা রাখেন । ধন্যবাদ 🙂

Level 0

এইটা আর কেউ try করবেন না। এইটা জিপির একটা প্রতারনা। কাস্টম কেয়ারে ফোন দিয়েছিলাম। বলল এটা তাদের একটা টেকনিকাল প্রব্লেম। যারা নতুন সিম দিয়ে এইটা নিছেন, তাদের এমবি ব্যাক নেয়া হয়েছে এবং বালেন্স ব্যাক দিয়েছে।

@Ripon CES

গ্রামীনফোনের যে সিমগুলা খুচরা দোকানে বিক্রি হয়, সেই গুলা আগে থেকেই চালু থাকে।তাই বন্ধ সিমের আওতায় সে সিমগুলা পড়ে যায়।সেই জন্যই আপনি ডেটাগুলা কিনতে পারবেন

আর হ্যা…

গত ৩-৪ দিন আগে টেকনিকাল সমস্যার কারনে সকল জিপি সিমেই ঐ সিস্টেমে এমবি কেনা যাচ্ছিল। যারা এই বন্ধ সিমের আওতায় ছিলেন না, তাদের ব্যালেন্স থেকেই কেবল এমবি কেটে নিয়ে টাকা ফেরত দিয়ে দিয়েছে।

টিউমেন্টের জন্য ধন্যবাদ 😀

Spam post korben na ami try koreci hoi na.

@ফারহান কবির খান

টিউনটি পুরাপুরি না পড়ে কমেন্ট করার জন্য স্বাগতম 😀

@মোয়াজ্জেম হোসেন

জানানোর জন্য ধন্যবাদ 🙂