নিয়ে নিন ১১ টি জনপ্রিয় অফলাইন ব্রাউজার, যা দিয়ে যেকোনো সাইট অফলাইনে ব্রাউজ করতে পারবেন বিনামূল্যে- আপনার কোনটা লাগবে?

আজকে আপনাদের সাথে আমি জনপ্রিয় ১১ টি অফলাইন ব্রাউজারের সাথে পরিচয় করিয়ে দিবো। এই ব্রাউজার-গুলো ব্যবহার করে আপনি যেকোনো ওয়েভসাইট সহজেই ডাউনলোড করতে পারবেন এবং যেকোনো সময় ভিজিট করতে পারবেন কোনো প্রকার ডেটা কোস্ট ছাড়াই। এই ব্রাউজারগুলোর ইন্টারফেস খুবই সহজ। অনেকরকম সুবিধা পাবেন এই ব্রাউজারগুলো থেকে।

তাহলে চলুন দেখে নেই ব্রাউজারগুলো-

PageNest Free Edition- 

এটা একটি ফ্রি অফলাইন ব্রাউজার, যার মাধ্যমে আপনি সহজেই যেকোনো সাইট বা নির্দিষ্ট কোনো পেজ ডাউনলোড করতে পারবেন। এটার মাধ্যমে আপনি সাইটের সবকিছুই ডাউনলোড করতে পারবেন।
Home Page     Download Page 

HTTrack Website Copier-   
 
এই ব্রাউজারটিও সম্পুর্ন ফ্রি একটি ব্রাউজার। এর মাধ্যমে সম্পুর্ন ওয়েভসাইট ডাউনলোড ডাউনলোড করতে পারবেন। এর অন্যতম সুবিধা হলো ডাউনলোড করা সাইট আপনি যেকোনো ব্রাউজার দিয়ে ব্রাউজ করতে পারবেন।
Home Page     Download Page

BackStreet Browser Website Downloader- 
 
এটাও একটি ফ্রি ব্রাউজার, এর মাধ্যমে পুরো ওয়েভসাইট খুব দ্রুত ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে ডাউনলোড করা সাইট এতে দেওয়া বিন্ট-ইন ব্রাউজার দিয়ে ব্রাউজ করতে পারবেন অথবা আপনার ফেভারিট ব্রাউজার দিয়েও ব্রাউজ করতে পারবেন। এর ইন্টারফেস অনেক ফ্রেন্ডলি।
Home Page     Download Page  

WebAssistant Proxy Offline Browser-  
 
এটা একটু ভিন্য ধরনের অফলাইন ব্রাউজার। এটা আপনার সাইট ডাউনলোড করবেনা। তবে আপনি যখন কোনো সাইট ব্রাউজ করবেন, তখন এটি আপনার ব্রাউজ করা পেজ সেভ করে রাখবে। সকল ব্রাউজ করা পেজগুলি একটি নির্দিষ্টি ফোল্ডারে সেভ হয়ে থাকবে। এই জাভা বেসড্‌ এপস্‌টি চালাতে হলে আপনাকে নির্দিষ্ট প্রক্সি এবং পোর্ট ব্যবহার করতে হবে।
প্রক্সি- 127.0.0.1
পোর্ট-  8080

Home Page     Download Page  

 Hooeey Webprint-   
  
এটাও একটু ভিন্ন্য ধরনের অফলাইন ব্রাউজার। এটা মূলত আপনার ভিজিট করা সাইটের  স্ক্রিনশর্ট রেখে দেয়। যার ফলে পরবর্তিতে আপনি চাইলেই আপনার ব্রাউজ করা সাইট পড়তে পারেন। এটা ইন্টারনেট এক্সপ্লোরার ও ফায়ারফক্স এ কাজ করে।

Home Page     Download Page

Cyotek WebCopy-  
 
এটাও খুবই জনপ্রিয় আর ভালো একটি ওয়েভসাইট কপিয়ার। এর মাধ্যমে সহজেই যেকোনো সাইটের  আংশিক বা পুরো অংশ কপি করে রাখতে পারবেন। যার ফলে পরবর্তিতে আপনার পছন্দের যেকোনো ব্রাউজার দিয়েই আপনি আপনার কাংখিত সাইট ব্রাউজ করতে পারবেন। এর ইন্টারফেস অনেক সহজ।
Home Page     Download Page  

WinWSD WebSite Downloader-  
 
নতুন করে বলার মতো কিছু নাই, এটা দিয়েও খুব সহজেই যেকোনো সাইট ডাউনলোড করে পরবর্তিতে ডেটা কোস্ট ছাড়াই ব্রাউজ করতে পারবেন।
Home Page     Download Page 

NCollector Studio Lite- 
 
এটা দিয়েও খুব সহজেই যেকোনো সাইট ডাউনলোড করতে পারবেন। এর অন্যতম সুবিধা হলো এটা দিয়ে যেকোনো সাইটের গান, ভিডিও, অডিও সহ প্রায় সকল ধরনের ফাইল ডাউনলোড করতে পারবেন। এটাতে আরো অনেক ধকরেওনের সুবিধা রয়েছে।
Home Page     Download Page  

WebReaper-  
 
সেম কাহিনি!! নতুন করে বলার মতো কিছু নাই।
Home Page     Download Page  

Local Website Archive- 
 
এটা খুবই সাধারন একটি ওয়েভ ব্রাউজার। এর মাধ্যমে যেকোনো পেজ সেভ করে রাখতে পারবেন। তবে  এটাতে সার্চ ফ্যাসালিটি রয়েছে।
Home Page     Download Page  

Getleft-  
 
এটা একটি ফ্রি ওপেনসোর্স সফটওয়ার। এর মাধ্যমে কয়েক ক্লকেই যেকোনো সাইট ডাউনলোড করতে পারবেন। এটাতে রিজিউম সাপোর্ট করে। এটা দিয়ে শুধ html ভার্শন ডাউনলোড করতে পারবেন, জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করেনা।
Home Page     Download Page  

   প্রথম প্রকাশিত এখানে 
   সময় পেলে আমার ব্লগ ঘুরে আসবেন- http://www.faltusite.net 

আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো টিউমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ-  

Level 0

আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A man who listens to his heart.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবচেয়ে ভালো কোনটা ???? সবই কি এক হয়।

    ভাইয়া,
    আপনি HTTrack Website Copier- ব্যাবহার করতে পারেন। যদিও আমি পার্সোনালি PageNest ব্যাবহার করি।

Valo. Ei browser gula ki internet browse o kora jabe? naki shudhu web page download?

অতি প্রয়োজনীয় একটি পোস্ট, ধন্যবাদ আপনাকে এই সুন্দর টিউনের জন্য

    হুম… স্পেশালি যেখানে আমাদের মতো দেশে ১ জিবির দাম ২৫০-৩০০ টাকা, সেখানে এইটা ছাড়া উপাই নাই…

    টিউনমেন্টের জন্য ধন্যবাদ।।

Offline hoilo kemte vai, net connection chara to visit’e kora jayna.