সফটওয়্যার ছাড়া ইউটিউব থেকে ডাউনলোড করুন ! (যার জানেন না তাদের জন্য)
কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। কথা না বাড়িয়ে আসল কথায় আসি। জনপ্রিয় ভিডিও সাইট Youtube সম্পর্কে জানি না এমন কেউ খুজে পাওয়া খুব কঠিন। যখনই কোন নাটক, গান, সিনেমা দেখতে ইচ্ছা করে তখনই মনে পরে যায় ইউটিউবের কথা। কিন্তু দু:খের বিষয় হলো youtube থেকে ডাউনলোড করা কিছুটা কঠিন। এখান থেকে ডাউনলোড করতে কোন না কোন সফটওয়ার দরকার হয়। কিন্তু আজ আমার আলোচনার বিষয় হচ্ছে সফটওয়্যার ছাড়া ইউটিউব থেকে ডাউনলোড করুন ! তাহলে দেরি না করে চলুন কৌশলটা শিখে ফেলি।
১) প্রথমে যে ভিডিওটা ডাউনলোড করতে চান সেটিতে প্রবেশ করুন।
২) Url দিকে খেয়াল করুন দেখুন http://www.youtube এর পরে আরো কিছু লেখা আছে।
৩) এবার Url টি ইডিট করে www. এর পরে অতিরিক্ত দুইটা ss যুক্ত করুন। যেমন-www.ssyoutubeকিছু একটা, দিয়ে এন্টার দিন।
৪) এবার নিচের মতো একটা উইনডো আসবে, সেখান থেকে ভিডিও ফরমেট সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করুন।
আশা করছি আপনি আপনার পছন্দের যে কোন ভিডিও ডাউনলোড করতে পারবেন। কোন প্রকার সমস্যা হলে টিউমেন্টস করুন। সবাই ভালো থাকবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আজকের মতে শেষ করছি।
বিদ্র: টিউনটি ভালো লাগলে একবার আমার সাইট থেকে ঘুরে আসুন। লিংক : muktomoncho.com
ধন্যবাদ
আমি জোবায়ের রহমান। Founder, Jobayer Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই নিয়ে আর কতো টিউন করবেন, আপনার কি টিউন সংখ্যা বাড়ানোর দরকার ?