রবি দিচ্ছে মাত্র ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট!! যত খুশি ততবার

দেশের ৩য় বৃহত্তম মোবাইল অপারেটর রবি দিচ্ছে বন্ধ সিমে মাত্র ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট যত খুশি ততবার। এছাড়াও ৯ টাকা রিচার্জ করলেই পাওয়া যাবে স্পেশাল কলরেট।

 

মনে রাখবেন অফারটি কেবল বন্ধ সিমে পাওয়া যাবে ... আপনার রবি নম্বরটি অফারের আওতাভুক্ত কিনা, তা জানতে A লিখে স্পেস দিয়ে আপনার রবি নম্বরটি লিখে পাঠিয়ে দিন ৮০৫০ নম্বরে।

 

**১GB@৯ টাকা ইন্টারনেট অফারের বিস্তারিত**

  • ইন্টারনেট এক্টিভ করতে ডায়াল *৮৪৪৪*০৯#।
  • ডাটা প্যাকেজের মূল্য ৯ টাকা + ১৮% ভ্যাট
  • ইন্টারনেট ব্যবহারের সময়সীমা রাত ১২ টা থেকে পরদিন বিকাল ৫টা পর্যন্ত প্রতিদিন।
  • ক্যাম্পেইন চলাকালীন সময়ে একজন গ্রাহক চলাকালিন যতখুশি ততবার অফারটি উপভোগ করতে পারবেন।
  • মেয়াদ ১০ দিন।
  • আপনার কেনা ডাটা প্যাকের রিমেনিং ডাটা দেখতে ডায়াল করুন *৮৪৪৪*৮৮#।

 

**স্পেশাল কলরেট**

  • আধা পয়সা/সেকেন্ড কলরেট ২৪ ঘন্টা যেকোনো রবি নম্বরে।
  • ১ পয়সা/সেকেন্ড কলরেট ২৪ ঘন্টা যেকোনো নম্বরে।
  • স্পেশাল কলরেটের মেয়াদ (রিচার্জের দিনসহ) ১০ দিন।

 

**সাধারণ শর্তাবলী**

  • এই অফার অব্যবহৃত সকল প্রিপেইড (টিউনপেইড, এসএমএস, উদ্যোক্তা, ইজিলোড ও কর্পরেট ব্যতীত) গ্রাহক এই অফারটি উপভোগ করতে পারবেন।
  • ফিরতি এসএমএস-এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেওয়া হবে, যে অফারটি গ্রাহক উপভোগ করতে পারবেন কি না।
  • সকল ট্যারিফের উপর ১৮% ভ্যাট প্রযোজ্য হবে।
  • ক্যাম্পেইন চলাকালীন সময়ে সকল শর্তাবলীর স্বত্বাধিকার রবি কর্তৃক সংরক্ষিত এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
  • পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই অফার প্রযোজ্য থাকবে।

 

 

[[আরও অফার পেতে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন ও অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ]]

 

Level 0

আমি telekothon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সিম কত দিন বন্ধ ছিল ।

    Level 0

    আপনার রবি নম্বরটি অফারের আওতাভুক্ত কিনা, তা জানতে A লিখে স্পেস দিয়ে আপনার রবি নম্বরটি লিখে পাঠিয়ে দিন ৮০৫০ নম্বরে।

9 taka recharge kore kamne????

    Level 0

    ভ্যাট সহ মোট ১০ টাক ৬৬ পয়সা কাটবে… ধন্যবাদ

9 taka recharge kore kivabe?

    Level 0

    ভ্যাট সহ মোট ১০ টাক ৬৬ পয়সা কাটবে… ধন্যবাদ

    Level 0

    যাচাই না করে কাউকে ভুয়া বলা ঠিক নয়

ভাই একই বিষয় নিয়ে আপনার আগে আমি টিউন করেছি কিন্তু আমারটা পেন্ডিং করে দেয়া হয়েছে আর আপনারটা রাখা হয়েছে। বুঝলাম না কিছুই! টেকটিউন্স ঘুষ টুষ খাওয়া শুরু করল নাকি ভাই?

Thnx For share