চুরি করা সবসময় একটা খারাপ অপরাধ। সেটা বাস্তবেই হোক আর হোক ভার্চুয়ালি। কিন্তু বাংলাদেশের মানুষ সেই বিষয়টিতেই বেশি আগ্রহি। বাংলাদেশের বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারি ডাউনলোড করার জন্য IDM ইউজ করে। চুরি করে এটি ব্যবহার করতেই তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেক ভালো ডাউনলোড ম্যানেজার তাদের চোখে ফালতু হয়ে যায়।
FDM বা Free Download Manager হল এমন একটি ডাউনলোড ম্যানেজার যা হেভি মুডে IDM এর সমান স্পীড দেয়। হেভি মুডে এটি আপনার সর্বচ্ছ স্পীড পাবার নিশ্চয়তা দেয়। এর ফিচারগুলোও অনেক বেশি। নিচে একনজরে FDM এর ফিচারগুলো তুলে ধরা হল। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।
এতসব ফিচারসহ FDM আপনি পাচ্ছেন পুরাই ফ্রীতে। তাই দেরি না করে এখনি ডাউনলোড করে ফেলুন ফ্রী ডাউনলোড ম্যানেজার আর মজা নিন সর্বচ্চ স্পীডের। ওহ একটা কথাতো বলাই হয়নি। এই বছরের শেষে কিংবা আগামি বছরের শুরুতে আসছে FDM 5। এর UI তুলনাহীন। এটার প্রিভিউ দেখতে ও ডাউনলোড করতে যান এখানে।
সৌজন্যেঃ টিপস ওয়ার্ল্ড
আমি আব্দুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Eagleget ta use korteci…