আসসালামুয়ালাইকুম। রমজান মোবারক । আশা করি সবাই ভাল আছেন। বন্ধুরা সবাই কম বেশি ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু অনেকে জানেন না যে আপনি যে ইন্টারনেট ব্যবহার করছেন আর যে যে সাইট গুলো ভিজিট করছেন সাইট মালিকরা কিন্তু প্রতিনিয়ত আপনাকে চোখে চোখে রাখছেন। এতে আপনার বেশি ক্ষতি না হলেও কারো কারো কিন্তু ঠিকই ক্ষতি হচ্ছে তবে সেটা নির্ভর করে একান্ত যে আপনার উপর নজর রাখছে তার উপর। এতে ভয়ের কোন কারন নেই এই ধরনের ঘটনা খুব কমই ঘটে। কিন্তু যদি এমন হয় যে আপনি সব সাইট মালিকদের নাকের ডগার উপর দিয়ে হেঁটে গেলেন অথচ সে আপনার কিছু জানতে পারল না? ভাল হয় তাই না 😀 অনেকে দেখি আই পি হাইড করার সফটওয়্যার খুঁজে বেড়ান পরিচয় লুকানোর জন্য। যদি এই দুই ধরনের মধ্যে আপনি থাকেন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব তেমনই এক ব্রাউজার এর কথা যার সম্পর্কে ৮০% টেক টিউনার জানার কথা। কিছু অনুমান করতে পারছেন? হ্যাঁ আমি টর ব্রাউজার এর কথা বলছি।
এটি আপনাকে কম্পিউটার ও মোবাইলে সম্পূর্ণ অ্যানিমাস করে দেবে। আপনার আর আই পি হাইড করার দরকার নেই কারন এটি ১০-১৫ সেকেন্ড পর পর আপনার আই পি পরিবর্তন করবে। তবে ভিন্ন ভিন্ন সাইটে মানে আপনি যদি techunes.com.bd এ থাকেন তাহলে এক আই পি prothomalo.com এ থাকলে অন্য আই পি।আই পির লোকেশন ইউরোপের দেশগুলো সহ ভিন্ন ভিন্ন দেশে। এটি এখন মোবাইল সহ সব অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে। ডাউনলোড করুন নিচের দেয়া লিঙ্ক থেকে।
ভুল হলে ক্ষমা করবেন।
ভাল লাগলে ঘুরে আসতে পারেন
আমি পাপ্পু ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
kichui krte hbee na, just dwnld kre browse suru krlei hbe?