বিসমিল্লাহির রহমানির রহিম
আজ আমার এক বন্ধুর থেকে শুনলাম Sure Success টেস্ট পেপারের সাথে নাকি সিডি দিচ্ছে। প্রথমে ভাবলাম কিনা কি। পরে বইয়ের দোকানে গিয়ে দেখি সত্যি। পরে লেকচার পাবলিকেশনের ওয়েব সাইট (lecturepublications.org) এ গিয়ে বিস্তারিত জানতে পারলাম। এটা ইন্টারনেটের সাথে সম্পৃক্ত মনে হল তাই টিউনটি লিখলাম। নিচে টেস্ট পেপার ও সিডি সম্পর্কে লে,পা এর ওয়েব সাইট থেকে যা যা জানলাম তার মধ্যে প্রয়োজনীয় কিছু তথ্য নিচে কপি-পেস্ট করে দিলাম। লে,পা এর সুন্দর কার্যক্রমটি আমার কাছে ভাল লেগেছে। আপনার কাছে কেমন লাগছে মন্তব্য দিন।
মূল Test Papers -এ দেয়া ২১৪৯৬ টি প্রশ্নের সুবিশাল কালেকশন এর সাথে পাচ্ছ ফ্রি ২ টি CD, যাতে আছে ১৩১০ মেগাবাইটের কনটেন্টস + ২৪০ টি পিডিএফ ফাইলে লক্ষাধিক প্রশ্ন, যা বাংলাদেশে শুধুমাত্র প্রথমই নয়, কেউ কল্পনাও করেনি। ১ম CD-তে থাকছে- প্রতি বিষয়ে Test Papers- এ সংযোজিত বোর্ড পরীক্ষার প্রশ্নের অতিরিক্ত আরও বোর্ড প্রশ্ন ও উত্তরমালা। দেশের শীর্ষস্থানীয় স্কুলসমূহের গুরুত্বপূর্ণ সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন সংবলিত অধ্যায়ভিত্তিক প্রশ্নব্যাংক। সৃজনশীল বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে থাকছে, আরও গুরুত্বপূর্ণ স্কুলের নির্বাচনি পরীক্ষার রচনামূলক ও নৈর্ব্যক্তিক প্রশ্ন + উত্তরমালা। ২য় CD-তে থাকছে-৮টি বোর্ডে র ৩টি শাখার সর্বমোট ২৪ টি টেষ্ট পেপারস্- এর সকল প্রশ্নসমূহ । তার মানে মাত্র ১টি টেষ্ট পেপার কিনে সাথে ফ্রি সিডির মাধ্যমে সকল (২৪টি) টেষ্ট পেপারের প্রশ্ন দেখে নেয়া ও নিজেকে আরো দৃঢ় করে পরীক্ষার জন্য প্রস্তুত করার মহাসুযোগ!!! পাশাপাশি, মূল Test Papers-এ কমন উপযোগী মডেল প্রশ্ন থাকলেও CD-তে থাকছে সৃজনশীল বিষয়সমূহের মডেল টেস্ট- এর বিস্তৃত সম্ভার।
চাই আরও বোর্ড পরীক্ষার প্রশ্ন? নির্বাচনি পরীক্ষার প্রশ্ন? মডেল টেস্ট? প্রয়োজনীয় ক্যাডেট কলেজের প্রশ্ন ও উত্তরমালা? Internet based Dynamic Website link-এ থাকবে তোমাদের প্রয়োজনীয় সব বিষয়ের অফুরন্ত সম্ভার। এসএসসি পরীক্ষার পূর্বদিন পর্যন্ত প্রতিদিন থাকবে বিষয়ভিত্তিক নতুন নতুন Model Test. ক্যাডেট কলেজ ও দেশের আরও খ্যাতনামা স্কুলের বোর্ড পরীক্ষার প্রশ্ন ও উত্তরমালার Update থাকবে। পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত যাবতীয় তথ্য, Tips, পরামর্শ ইত্যাদির ব্যবস্থা থাকছে এ ওয়েবসাইটে।
বাংলাদেশে এই প্রথম প্রতি বিষয়ে Online-এ পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকছে। পরীক্ষা দেওয়ার সাথে সাথেই পেয়ে যাবে সঠিক ও ভুল উত্তর সম্পর্কিত যাবতীয় তথ্য। এর মাধ্যমে SSC পরীক্ষায় নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। এছাড়া পরীক্ষা প্রদানে মোট কত সময় লাগল সে হিসাবও পেয়ে যাবে সাথে সাথে। ইচ্ছে করলে প্রতিদিনই Online Exam-এ নতুন নতুন প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া যাবে। Online Exam-এ Top Scorer বা সবচেয়ে ভালো ফলাফলকারীর ঠিকানায় পৌঁছে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।
আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশনকারী পরীক্ষার্থীরা প্রতিনিয়ত মোবাইল SMS-এর মাধ্যমে এসএসসি টেস্ট পেপারস এবং আমাদের অন্যান্য বইসমূহের সর্বশেষ তথ্য সম্পর্কে অবহিত হতে থাকবে। রেজিষ্ট্রেশনের মাধ্যমে প্রতিদিন যে সকল নতুন ইউজার আমাদের সাইটে ব্রাউজ করবে তাদের মধ্য হতে এসএসসি পরীক্ষার পর লটারীর মাধ্যমে পুরস্কৃত করা হবে।
টেস্ট পেপারস সংক্রান্ত সর্বশেষ তথ্য প্রতিনিয়ত Facebook ও Twitter -এ Update দেওয়া থাকবে। এছাড়াও YouTube -এ থাকবে বিষয়ভিত্তিক শিক্ষামূলক Video Clips. ফেইসবুক বিশ্বব্যাপী একটি জনপ্রিয় প্রোগ্রাম, যার মাধ্যমে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষরা প্রতিনিয়ত তাদের ভাব আদান প্রদান করে থাকে। আমাদের ফেইসবুক এ যেতে হলে পাশের ছবিটিতে ক্লিক করুন। আপনার প্রতিনিয়ত প্রশ্ন ও অন্যান্য জিজ্ঞাসার উত্তর দেয়ার জন্য আমাদের প্রশিক্ষিত আইটি ও কাষ্টমার কেয়ার-এর কর্মীরা ২৪ ঘন্টাই আপনাদের পাশে আছে।
আমাদের Server-টি ১০০% ভাইরাসমুক্ত এবং Dedicated হওয়ার কারণে 24 Hours ওয়েবসাইটে Smoothly Access করতে পারবে। অর্থাৎ Online Exam দিতে বা ওয়েবসাইট হতে প্রয়োজনীয় কোনো তথ্য Download করতে ঝামেলায় পড়তে হবে না। আপনি ওয়েবসাইটের বাম দিকে তাকালে সর্বোচ্চ ডাউনলোডকৃত ও জনপ্রিয় ফাইলের নামটি দেখতে পাবেন। এর নিচেই পাবেন কোন ফাইলগুলো সম্প্রতি আপডেট দেয়া হয়েছে। অতএব, আপনি জানতে পারছেন কিভাবে আমরা সদা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাভকদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
এখন মনে হচ্ছে বাংলাদেশ তাহলে একটু একটু আসলেই ডিজিটাল হচ্ছে।
অফটপিকঃ কাল থেকে জিপিতে স্পিড ৩ কেবি পার হচ্ছে না!!! কারন কি???
আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...
যা বাংলাদেশে শুধুমাত্র প্রথমই নয়, কেউ কল্পনাও করেনি। তথ্যটি সম্পূর্ণ সত্য নয়।
এইচ.এস.সি শেষ করার পর খোদ আমি নিজেই এরকম একটি উদ্যোগ নিয়েছিলাম, এবং তার জন্য অনেকদূর এগিয়েওছিলাম। কিন্তু একসময় সৃজনশীল প্রশ্ন পদ্ধতির আবির্ভাবের পর এই উদ্যোগে কিছুটা ভাটা পড়ে।
অনেক ভালো লাগছে তথ্যগুলো পড়ে।