প্রযুক্তি হোক বাংলায়, ভাষা হোক উন্মুক্ত, মাতৃভাষায় হোক প্রযুক্তি

দিন আসলেই বদলে গেছে। সেই একচেটিয়া ইংরেজির দিন আর নেই। এসেছে ইউনিকোড।

প্রায় সব ভাষা এর অন্তর্ভুক্ত।, তেমনি বাংলা।

সকল ভাষার সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে যেন প্রযুক্তির বাংলা।

ইমেইল, টুইট, স্ট্যাটাস, ওয়েবসাইট, ব্লগিং, ব্যাংকিং সব হচ্ছে বাংলায়।

ভাষা ও প্রযুক্তিবিদরা একে বলছেন বাংলা ভাষার বিপ্লব হিসাবে।

উইকিপিডিয়া অনুসারে, বর্তমানে প্রায় ২৩ কোটি ২০ লাখ মানুষ বাংলায় কথা বলেন।

বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা এবং ভারতে ২য় সর্বাধিক কথিত ভাষা বাংলা।

আন্তর্জাতিক ভাষা ও বর্ণ সংকেতায়ন ব্যবস্থা “ইউনিকোড” –এ বাংলা যুক্ত হওয়ার পর খুলে জায় সম্ভাবনার দুয়ার।

গুগল তাদের ১৩০টি ভাষার সাথে বাংলাও যুক্ত করেছে।

জিমেইলের ১২ টি ফোনেটিক ভাসার সাথে আছে বাংলা।

ফলে কেউ ইংরেজিতে বাংলা উচ্চারণে কিছু লিখলে তা বাংলা হরফে পরিণত হবে।

১ম বাংলা সফটওয়্যার ছিল “বিজয়” যেটা ১৯৮৭ সালে বের হয়।

একই নামে প্রথম কীবোর্ড চালু হয় ১৯৮৮ সালে।

১৯৫২ সালে ছাত্র জনতার রক্তের বিনিময় আমরা পেয়েছি এই বাংলা।

আসুন, আমরাও প্রযুক্তিতে ব্যবহার করি বাংলা। তাদের রক্তের মূল্য দেই।

সার্চ ইঞ্জিন, ইমেইল, ফেসবুক, টুইটারে ব্যবহার করি বাংলা।

“Ami Bnglay Ktha Boli” না লিখে লিখি “আমি বাংলায় কথা বলি”

 

আমার আরও ২০ ওয়ার্ড বাকি তাই আমি কিছু সফটওয়্যার এর ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক ও আমার টিউনের লিঙ্ক দিয়ে দিচ্ছি।

Ad Cleaner

Adware Clean করে

http://www.mediafire.com/download/a0zpztcbfl14zwr/adwcleaner_4.113.exe

 

CCleaner

পুরো কম্পিউটার ক্লিন করে

http://www.mediafire.com/download/11y514pbl6yacrf/C_Cleaner.rar

আমার আরও টিউন,

একদম নতুনদের জন্য ব্লগস্পটের প্রাথমিক+ব্লগ সাজানোর প্রাথমিক

আমার ব্লগ, ভালো লাগলে দেখবেন।

© তাওসিফ তুরাবি

কিছু তথ্য নয়া দিগন্ত পত্রিকা ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে।

 

Level New

আমি তাওসিফ তুরাবি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই শেয়ার এর জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারো বাংলা ভাষার ব্যাবহারে সবাই কে উদ্বুদ্ধ করার জন্য, “আমি গর্বিত, আমি বাঙালি “