আবারো সুপার স্পিডে এন্ড্রয়েড ফোনে বাংলালিংকে আনলিমিটেড ফ্রি নেট সাথে সকল ধরনের বিগ ফাইল ডাউনলোড। [আপডেটঃ ২৩/০৬/১৫]

আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালই আছেন। অনেক দিন পর আবারো ফ্রি নেট নিয়ে টিউন করছি আশা করি আপনাদের সকলেরই উপকারে আসবে। কিছুদিন যাবত দেখছি বাংলালিংক ফ্রি নেট এর সমস্যা হচ্ছে। আর এরই মধ্যে বাংলালিংক তাদের সার্ভার m.dhallywood24.com টা বন্ধ করে দিয়েছে। হয়ত অনেকেই টের পেয়েছেন। তাই সকল সমস্যার সমাধান নিয়ে আমি আবারো হাজির হলাম। আর আপনাদের সমস্যার কথাটা মাথায় রেখে নতুন একটা ২জি সার্ভার দিয়ে জিপ ফাইল মোড করলাম। স্পিড পাবেন অনেক ভাল। তাহলে চলুন শুরু করি।

প্রথমে আপনার সিমটিকে ২জি করে নেন এর জন্য ডায়াল করুন *5000*7*3#।

এবার নিচের মত একটা Configaration তৈরী করুন।

Name: Banglalink Free Net
Apn: blwap
Proxy: 127.0.0.1
Port: 8080

আগেই বলে রাখি আপনার Sd Card এ যদি com.hipipy.gpyls নামে কোন ফোল্ডার থাকলে রিমুভ করে দিন।

এবার এখান থেকে মোড করা জিপ ফাইলটা নামান।

এবার জিপ ফাইলটা Extract করে আপনার Sd Card এ রাখুন।

এবার এখান থেকে Qpython টা ডাউনলোড করুন।

ব্যাস এবার Qpython টা ইনস্টল দিন। তারপর Qpython ওপেন করুন। তারপর আপনি একটা আইকন পাবেন,ঐ আইকনটাই ক্লিক করুন।

আইকনে ক্লিক করার পর ৩টা অপশন পাবেন। তখন ৩টা অপশন থেকে Run Local Project এ ক্লিক করুন।

Run Local Project এ ক্লিক করার পর নিচের মত কিছু অপশন পাবেন। তখন TrickRound.Com -এ ক্লিক করুন।

তারপর আপনি একটা লিস্ট পাবেন,সেখানে MH Santo & TrickRound.Com Ready আসলেই Qpython মিনিমাইজ করে বেরিয়ে আসুন।

এবার এখান থেকে Uc Handler টা ডাউনলোড করুন

ডাউনলোড করার পর ইনস্টল দিন। এবার Uc Browser দিয়ে আনলিমিটেড বিগ ফাইল ডাউনলোড করুন।

আজ এ পর্যন্তই। কোন সমস্যা হলে নিচে অবশ্যই টিউমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।

আমার সাইটঃ http://http://trickround.com

Level 0

আমি শরাফত আহমেদ অনন্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কী দরকার যেখানে এয়ারটেল দিচ্ছে ৫৪৫ টাকায় আনলিমিটেড

    Level 0

    এয়ারটেলের কোন প্যাকেজ সেটা ?