বিটিসিএল এর এই ব্যাপারটি কি আপনার ক্ষেত্রেও সঠিক?????

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে যেটা নিয়ে লিখতে বসেছি তা হল BTCL এর ADSL ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস নিয়ে। যদিও আমি নিজে এটা ব্যাবহার করি না তারপরেও লিখতে বসলাম।

ঘটনা ১.

গত সপ্তাহে গিয়েছিলাম এক বন্ধুর বাসায়। আমার বন্ধুর বাসায় ইন্টারনেটের গতি দেখেতো আমার চক্ষু চড়ক গাছ? ৬৪ কিলো বাইট ডাউনলোড প্রতি সেকেন্ডে! নিশ্চয় ওয়াই ম্যাক্স ব্যাবহার করে। কিন্তু তার বাসার ৪টি পিসি-র সবগুলোতেই একই গতি??? তাহলেতো সে হয়ত বিলো গোনে অনেক। আমি জিজ্ঞেস করলাম মাসে ইন্টারনেটের পেছনে তোর কত খরচ হয়? সে বলল ৯০০ টাকা আর ভ্যাটট্যাট দিয়ে পরে ১০৩৫ টাকা। আমি এবার পড়লাম আকাশ থেকে। বলে কী? আমি বললাম কোন অপারেটর? সে জানাল BTCL. তারপর আমি BTCL এর ওয়েব সাইটে ঢুকে দেখলাম বিস্তারিত। সেখানে লেখা আছে ২৫৬ কেবিপিএস আনলিমিটেড ৯০০/মাস। তাহলে এই কিভাবে একই কানেকশন দিয়ে বাসার সব পিসিতে সমান গতিতে নেট চালাচ্ছে? তাও আবার ব্যান্ডউইথের দ্বিগুণ গতিতে!

ঘটনা ২.

দোস্ত তোর একটা ৫মেবা-র এম্পিথ্রি নামাতে সময় লাগে কতক্ষণ?

বড়জোড় দেড় মিনিট।

তোর কানেকশন কি ব্রডব্যান্ড?

হ্যা BTCl এর ADSL সার্ভিসের। আর মাসে দিতে হয় মাত্র ৫৭৫ টাকা।

মানে? তোর প্যাকেজ কি?

BCube Infinity 128

এ্যা? ১২৮ এর লাইনে ৫১২?

আরে মাঝে মাঝে তো ৩০ সেকেন্ডেই ৫ মেবার চাইতে বড় এম্পিথ্রি ডাউনলোড হয়ে যায়।

আমি কিছুতেই মেলাতে পারলাম না। পরে সেদিন মাল্টিপ্লান সেন্টারের এক কম্পিউটার বিক্রেতার কাছেও শুনলাম দেখলাম একই কথা। তো সে আমাকে পরামর্শ দিল" যে কোন লাইন নেন গতি যা লেখা থাকবে তা মাত্রই কাগজে আর কলমে। বাস্তবে মাক্সিমাম গতিই পাবেন। দেখেন আমরা একটা ২৫৬ এর কানেকশন নিয়ে Wifi নেটওয়ার্কিং করে মোট ১১ টা ল্যাপ্টপে ইন্টারনেট ব্যবহার করছি। আর সবারটাতেই সমান গতি।"

আসলেও তাই দেখলাম। আপনাদের ক্ষেত্রেও কি এরকম হচ্ছে? যদি কেউ প্রত্যক্ষ ব্যবহার কারী এমন দেখে থাকেন অবশ্যই জানাবেন। আপনাদের সুবিধার্থে এখানে প্যাকেজ প্লান দিয়ে দিলাম। উল্লেখ্যঃ এটি Dial-Up ব্যাবহারকারীদের জন্য প্রযোজ্য নয়। শুধুমাত্র যারা ADSL মডেম ব্যাবহার ও BCube সার্ভিস ব্যাবহার করেন তাদের ক্ষেত্রেই দেখা গেছে।

সবাই ভাল থাকবেন, এই কামনায় আজ এই পর্যন্তই। ভাল থাকুন সুস্থ্য থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ। আর ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেননা।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি জানি না ভাই।

vai, BTCL er web address ta kindly janaben ki?

Level 0

ভাই সবেরা কেউকি বলবেন যে এর আসলে সার্ভিসটা কেমুন

ব্যাপারটা জানতাম না তো ! বলেন কি ? ১২৮ লাইনে ৫১২ পাওয়া যাচ্ছে? এটা কি সাময়িক নাকি? কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড আমেরিকায় ভিডিও কনফারেন্স করল তার লাইন দিয়া। ২৫৬ দিয়া। আমি শুনে বিশ্বাস করি নাই। এখন তো দেখতেছি সত্যি।

    জ্বি ভাই। আমিও বিশ্বাস করি নাই। কিন্তু সে আমাকে প্রমাণ দিয়ে অবাক করে দিয়েছে। মজার ব্যাপার সে নেটওয়ার্কিং করে তার বাসার সব পিসিতেই এই সুবিধা ভোগ করছে। আমি আমার এক পরিচিত BTCL কর্মকর্তার সাথে এই ব্যাপারে কথা বললে সে যা জানায় তাতে আমি হতবাক! সে বলে যারা এই সার্ভিসের সাথে আছে তারা ব্যাবহারকারীদের কোন খোঁজ খবর রাখে না। আর শুধু নাম কা ওয়াস্তেই প্যাকেজ। আর সে আমাকে সদুপদেশ দিল যে,”ভাই চালায়া যান। এইডা নিয়া আপনার চিন্তা করার দরকার নাই; অত না ঘাটাইয়া ইচ্ছামত ব্যবহার করতে থাকেন।” ?????? বুঝুন ব্যাপারটা!

আসলেই সত্য।

Level 0

রহস্যময় অভিযাত্রী ভাই, আমি তো রাজশাহী তে থাকি , এখানে কী ওই স্পীড পাব।

    শামিম ভাই, প্রথমেই আপনার এটা জানতে হবে আপনি Bcube Infinity এর কোন প্যাকেজ ব্যবহার করছেন কিনা? এই মুহুর্তে BTCL একই সাথে Dial-Up ও ADSL ব্রডব্যান্ড সার্ভিস দিচ্ছে। আপনি যদি ADSL ব্যবহারকারী হয়ে থাকেন তবে এই স্পীড পাবেন। (বিঃ দ্রঃ আপনার যদি BTCL ইন্টারনেট ব্যবহারের জন্য কোন মডেম ইন্সটল্‌ড থাকে তবে আপনি অবশ্যই ADSL ইউজার আর যদি সরাসরি Telephone লাইন দিয়ে ব্যবহার করেন তবে আপনি Dial-Up ইউজার) DIAL-UP ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন না। ধন্যবাদ।

Level 0

আচ্ছা, তাহলে কি আমি 128kbps এর লাইন নিয়ে 16KBps download speed পাব নাকি 64KBps download speed পাব ??

    বলা যাচ্ছে না ঠিক কত স্পীড পাবেন কারন BTCL নিজেই জানেনা যে কে কত স্পীড পাচ্ছে। 😀
    ১৬ কেবির চেয়ে বেশি পাবেন বলেই আমার ধারনা আমি এখন পর্যন্ত কেবল ২৫৬ আর ৫১২ তে নিজে দেখেছি। ২৫৬-তে সবসময় ৪০-৮০কেবি পর্যন্ত পাচ্ছে আর ৫১২ তে ৯০-১৬০ কেবি পর্যন্ত পাচ্ছে। এখন দেখার বিষয় এটা কত দিন চলে?

ভাই এইটার জন্য ত একটা বিিটসিএল ফোন লাগবো আগে , তাই না? BTCL ফোন কই পামু 🙁

    জ্বি ভাই। আপনি যে এলাকায় থাকেন তা কোন জোনের অন্তর্ভুক্ত সেটা আশেপাশের কার থেকে জেনে নিন এরপর BTCL-এর কাছে লাইনের জন্য আবেদন করুন। তবে আপনি যদি ভাড়ার বাসায় থাকেন আর আপনার চেনা পরচিত কেও BTCL-এ না থাকে তবে লাইন পেতে ঝামেলা আছে। 🙂

ADSL কানেকশনের আবেদনের ফর্ম এখানে পাবেনঃ http://www.bcube.net.bd/download.html
প্যাকেজ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুনঃ http://www.bcube.net.bd/tariff.html

vai, ami BTCL er ADSL broad band internet service use korte chaile ekhon amake ki ki korte hobe ?
Janale khushi hobo…..

আমি অনেকদিন ধরেই বিটিসিএল এর লাইন ব্যবহার করছি। প্রথম দিকে এই অবস্থা ছিল, তখন ১২৮কেবিপিএস লাইনে ৩৫০কেবিপিএস(বড় হাতের KB) স্পীড পেয়েছি। কিন্তু বরতোমানে এটা ১২৮ লাইনে 16-20KBps স্পীড দেয়। তবের আশার কথা এই যে আপনি স্পীডটা সবসময় ১২৮কেবিপিএসই পাবেন, এর নিচে নামবে না। এখন আমি ৫১২কেবিপিএস লাইন ব্যবহার করছি যা সবসময় 60KBps এর উপরে থাকে। আপনারা বিনা দ্বিধায় এটি ব্যবহার করতে পারেন।

তবে একটা সমস্যা মাসে প্রায় ৩-৫দিন লাইন নানা কারণে বন্ধ থাকে। এছাড়া আর কোন সমস্যা নেই।

(সরি বাংলা রেফ লিখতে পারলাম না)

    Level 0

    গর্জন=gorrjon

Level 0

bhai salam.
amar savar basay telephone line ache. ami jodi muhammadpur thaki then ami ki ADSL LINE nite parbo..
janaben
aiko

আমি ব্রডব্যান্ড ইউজ করি ১৯২ কেবিপিএস, মাঝে মাঝে ডাউনলোড স্পিড, ব্রাউজিং স্পিড দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। যেমন আজকে সন্ধায় আধ ঘন্টার জন্য আমার ডাউনলোড স্পিড ছিল ৩ এমবিপিএস এর কিছু বেশি।

    Level 0

    ভাই, আপনি কিসের লাইন use করেন ?

ভাই আপনার কতা শুইনা BTCL অফিস এ গাসেলাম। তারা কইল আমাদের এখানে ADSL আস্তে আরু ২ মাস লাগবে

কেউ কি বলতে পারবেন ADSL মদেম এর দাম কত?

several pc kivabe connect korbo??ektu details janaben plzzzzzzz