আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে যেটা নিয়ে লিখতে বসেছি তা হল BTCL এর ADSL ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস নিয়ে। যদিও আমি নিজে এটা ব্যাবহার করি না তারপরেও লিখতে বসলাম।
ঘটনা ১.
গত সপ্তাহে গিয়েছিলাম এক বন্ধুর বাসায়। আমার বন্ধুর বাসায় ইন্টারনেটের গতি দেখেতো আমার চক্ষু চড়ক গাছ? ৬৪ কিলো বাইট ডাউনলোড প্রতি সেকেন্ডে! নিশ্চয় ওয়াই ম্যাক্স ব্যাবহার করে। কিন্তু তার বাসার ৪টি পিসি-র সবগুলোতেই একই গতি??? তাহলেতো সে হয়ত বিলো গোনে অনেক। আমি জিজ্ঞেস করলাম মাসে ইন্টারনেটের পেছনে তোর কত খরচ হয়? সে বলল ৯০০ টাকা আর ভ্যাটট্যাট দিয়ে পরে ১০৩৫ টাকা। আমি এবার পড়লাম আকাশ থেকে। বলে কী? আমি বললাম কোন অপারেটর? সে জানাল BTCL. তারপর আমি BTCL এর ওয়েব সাইটে ঢুকে দেখলাম বিস্তারিত। সেখানে লেখা আছে ২৫৬ কেবিপিএস আনলিমিটেড ৯০০/মাস। তাহলে এই কিভাবে একই কানেকশন দিয়ে বাসার সব পিসিতে সমান গতিতে নেট চালাচ্ছে? তাও আবার ব্যান্ডউইথের দ্বিগুণ গতিতে!
ঘটনা ২.
দোস্ত তোর একটা ৫মেবা-র এম্পিথ্রি নামাতে সময় লাগে কতক্ষণ?
বড়জোড় দেড় মিনিট।
তোর কানেকশন কি ব্রডব্যান্ড?
হ্যা BTCl এর ADSL সার্ভিসের। আর মাসে দিতে হয় মাত্র ৫৭৫ টাকা।
মানে? তোর প্যাকেজ কি?
BCube Infinity 128
এ্যা? ১২৮ এর লাইনে ৫১২?
আরে মাঝে মাঝে তো ৩০ সেকেন্ডেই ৫ মেবার চাইতে বড় এম্পিথ্রি ডাউনলোড হয়ে যায়।
আমি কিছুতেই মেলাতে পারলাম না। পরে সেদিন মাল্টিপ্লান সেন্টারের এক কম্পিউটার বিক্রেতার কাছেও শুনলাম দেখলাম একই কথা। তো সে আমাকে পরামর্শ দিল" যে কোন লাইন নেন গতি যা লেখা থাকবে তা মাত্রই কাগজে আর কলমে। বাস্তবে মাক্সিমাম গতিই পাবেন। দেখেন আমরা একটা ২৫৬ এর কানেকশন নিয়ে Wifi নেটওয়ার্কিং করে মোট ১১ টা ল্যাপ্টপে ইন্টারনেট ব্যবহার করছি। আর সবারটাতেই সমান গতি।"
আসলেও তাই দেখলাম। আপনাদের ক্ষেত্রেও কি এরকম হচ্ছে? যদি কেউ প্রত্যক্ষ ব্যবহার কারী এমন দেখে থাকেন অবশ্যই জানাবেন। আপনাদের সুবিধার্থে এখানে প্যাকেজ প্লান দিয়ে দিলাম। উল্লেখ্যঃ এটি Dial-Up ব্যাবহারকারীদের জন্য প্রযোজ্য নয়। শুধুমাত্র যারা ADSL মডেম ব্যাবহার ও BCube সার্ভিস ব্যাবহার করেন তাদের ক্ষেত্রেই দেখা গেছে।
সবাই ভাল থাকবেন, এই কামনায় আজ এই পর্যন্তই। ভাল থাকুন সুস্থ্য থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ। আর ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেননা।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি জানি না ভাই।