Google chrome এর ডাউনলোড এবং ব্রাউজিং স্পীড বাড়ান। ১০০০% কার্য কর পদ্ধতি। (লিখিত+ভিডিও টিউটোরিয়াল)

আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে ভাল আছি। আমি এই টিউনে আপনাদের কে দেখাব Google chrome এর ব্রাউজিং এবং ডাউনলোড স্পীড বাড়ানোর ভিডিও টীউটোরিয়াল। এটি Google chrome এর স্পীড বাড়ানোর ১০০০% কার্য কর পদ্ধতি। এই টিপস আমি নিজেও follow করছি। তো চলুন দেখি কিভাবে গুগল ক্রোম এর ব্রাউজিং স্পীড বাড়াবেন।

speed up google chrome
speed up google chrome
  • Ø  প্রথমে google chrome ওপেন করুন এবং setting এ ক্লিক করুন। তারপর নিচে নামুন এবং show advance settings এ ক্লিক করুন।

তারপর privacy থেকে নিচের চিত্রের মত দুইটি বক্সে টিক চিহ্ন দিয়ে বাকি গুলি থেকে টিক চিহ্ন তুলে দিন।

  • Ø  তারপর Network setting থেকে change proxy setting এ ক্লিক করুন LAN setting ক্লিক করুন  দুইটি বক্স আনচেক করে দিন।
  • Ø  তারপর extension এ ক্লিক করুন। এবার আপনার যে Add-ons কাজে লাগেনা সেই এড-অনস গুলি ডিলেট করে দিন। এই এড-অন্স গুলি তার নিজস্ব কাজ করতে গিয়ে অনেক ডাটা খরচ করে যার করনে আপনার ইন্টারনেট ব্রাউজিং এবং ডাউনলোড স্পীড স্লো হয়ে যায়। তাই অপ্রয়োজনীয় Remove করে দিন।
  • Ø  তারপর history তে ক্লিক করুন এবং cleare browsing Data তে ক্লিক করুন।  প্রথম তিনটি বক্স চেক করে বাকি সবগুলি বক্স আনচেক করে দিন।
  • Ø  তারপর এই এড্রেসে যান chrome://plugins/ এবং প্রথম এবং শেষ টি মত করে enable করে দিন।
  • Ø  তারপর এই এড্রেসে যান  chrome://flags/#max-tiles-for-interest-area এবং Maximum tiles for interest area ডিফল্ট থাকে আপনি 512 করে দিন। এবং relaunch now তে ক্লিক করুন।
  • Ø  এবার Google সার্চ করুন fastest এবং প্রথম যে সাইট টি আসবে http://www.fastestfox.com/ এই ওয়েব সাইটে যান। সেখান থকে ডাউনলোড এ ক্লিক করুন।

 ডাউনলোড কমপ্লিট হলে।

  • Ø  আবার Google chrome সেটিংস থেকে extension এ ক্লিক করুন। এবং আপনার ডাউনলোড করা ফাইল্টি এখানে ড্রাগ করুন। তারপর ADD এ ক্লিক করে google chrome এর মধ্যে Add-ons টি যুক্ত করুন।
  • Ø  এবার Google chrome ব্রাউজারটি রিস্ট্রাট করুন।

কাজটি সম্পূর্ন নির্ভুল ভাবে করতে আমার তৈরি কৃত ভিডিও দেখুন। ভিডিও সাউন্ড hd কোয়ালিটি

ভিডিও লিঙ্ক==  https://www.youtube.com/watch?v=IRFG6IisdHA

ভিডিও সম্পূর্ণ বাংলাতে

আমার ইউটিউব চ্যানেলে subscribe করুন

ফেসবুকে আমি http://facebook.com/seobanglabd

টিউনটি পূর্বে প্রকাশিত http://seobanglabd.blogspot.com

Level 0

আমি মোঃ ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

dhonnobad bhaia.

এমনিতেই অনেক স্পীড