একদম ফ্রিতে নিয়ে নিন ২ হাজার ডলার এর আইম্যাক ! আরও আছে এক্সবক্স এবং ফিটবিট সারজেস !

অবিশ্বাস্য হলেও সত্যি!

আজ আপনাদের আমি এমন একটা সাইট দেখাব যেখান থেকে আপনারা পেতে পারেন একদম ফ্রিতে একটি আইম্যাক! এর জন্য আপনাকে রেফারেল করতে হবে।

এই লিঙ্কে যেয়ে সাইন আপ করুন, রেফারেল বৃদ্ধি করুন, ভাগ্যে থাকলে পুরষ্কারটি পেয়েও যেতে পারেন।

টেকটিউনসের মান, ধারা ও সুষ্ঠুতা বজায় রাখার জন্য টেকটিউনসে টিউনার ও টিউমেন্টর দের টিউন ও টিউমেন্ট করার জন্য রয়েছে একটি সুনির্দিষ্ট, সচ্ছ ও সুশৃঙ্খল নীতিমালা- টেকটিউনস নীতিমালা https://www.techtunes.io/terms/। টেকটিউনসে টিউন করার প্রথম শর্ত হচ্ছে টেকটিউনস নীতিমালার প্রতিটি নীতি স্পষ্ট ভাবে বোঝা ও বোধগম্য হওয়া, নীতিমালার প্রতিটি নীতি অনুধাবন করা ও অনুসরণ করা এবং টিউনে তা বজায় রাখা।

  • যে কোন কপিপেস্ট টিউন
  • বিজ্ঞান ও প্রযুক্তি বহির্ভুত অপ্রাসঙ্গিক টিউন
  • উদ্দেশ্যমূলক ভাবে নিজের সাইটে বা অন্য সাইটে ভিজিটর রিডারেক্ট করার উদ্দেশ্যে ডাউনলোড লিংক বা অন্য লিংক সরাসরি না দেওয়া
  • পত্রপত্রিকা বা অন্যের ব্লগ বা অনলাইন কোন মাধ্যমে থেকে প্লেইজারিজম (অন্যের লেখা নিজের নামে) টিউন,
  • অ্যাফিলিয়েট ফাইল হোস্ট, অ্যাফিলিয়েট সর্ট লিংক, এমন সাইটের ঠিকানা সম্বলিত টিউন যেখানে অ্যাফিলিয়েট ফাইল হোস্ট বা অ্যাফিলিয়েট সর্ট লিংক অবস্থান করে, এড রেভিনিউ থেকে আয়ের উদ্দেশ্যে ব্লগ বা সাইটের ঠিকানা সম্বলিত টিউন,
  • নানা কৌশলে নিজের সাইট, পণ্যে, সেবা প্রচারণার উদ্দেশ্যমূলক টিউন,
  • সরাসরি পণ্য বা সেবা ক্রয়ের জন্য বা ক্রয় করতে উৎসাহী করতে উদ্দেশ্যমূলক টিউন
  • সরাসরি পণ্য বা সেবা ক্রয়ের জন্য বা ক্রয় করতে উৎসাহী করতে যোগাযোগ ঠিকানা, ফোন/মোবাইল নম্বর দিয়ে উদ্দেশ্যমূলক টিউন
  • বাণিজিক প্রচারণা ও প্রমশনের উদ্দেশ্যে টিউন
  • কোন প্রকার অর্থ/ডলার/ টাকা লেনদেন করার জন্য টিউন
  • দল গঠন, চাকরি ও নিয়োগ বিজ্ঞপ্তির টিউন

ইত্যাদি টিউন গুলো সহ টেকটিউনস নীতিমালায় https://www.techtunes.io/terms/ উল্লেখিত বিষয় গুলো ভঙ্গ করে টিউন প্রকাশ করলে তা স্থিগিত করা হয়।

তাই টিউন করার পূর্বে টেকটিউনস নীতিমালার প্রতিটি নীতি এক এক করে খুবই মনোযোগ দিয়ে ভালভাবে পড়ুন, নীতিমালার প্রতিটি নীতি মেনে টিউন করুন।

টেকটিউনস নীতিমালার এক বা একাধিক শর্ত ভঙ্গ করা হলে প্রথমত Soft Reject এবং এরপর Hard Reject নীতি অনুসরণ করা হয়। টেকটিউনস নীতিমালা সম্পর্কে আরও জানতে, কেন এবং কী প্রক্রিয়ায় একটি টিউন স্থগিত হয় এবং কী কী বিষয় গুলো অনুসরণ করলে টিউন স্থগিত হবে না তা জানতে 'টেকটিউনস সজিপ্র' https://www.techtunes.io/faq/এর "টেকটিউনস নীতিমালা অংশটি" মনোযোগ সহকারে পড়ুন।

টেকটিউনসে সকল নবীণ ও প্রবীণ টিউনারকে মৌলিক, মানসম্মত টিউন করতে উৎসাহি করা হয়। তাই টেকটিউনস নীতিমালা লংঘন ছাড়া যথেচ্ছো ভাবে কোন টিউন স্থগিত করা হয় না

তাই টিউন করার পূর্বে টেকটিউনস টিউন নীতিমালা জেনে ও বুঝে নিন।

টিউন করার পূর্বে টেকটিউনস টিউন নীতিমালার প্রয়োজনীয় নির্দেশনা মনযোগ দিয়ে পড়ুন ও বুঝুন। এখানে উল্লেখিত সতর্কতাটিই চুরান্ত সতর্ক বার্তা হিসেবে বিবেচিত হবে এবং এই সর্তকতা স্বতেও নীতিমালা ভঙ্গ করে টিউন করলে টিউনারের টিউন ও টিউনারশীপ স্থগিতের আর কোন সতর্ক বার্তা দেওয়া হবে না।

Level 0

আমি lovequize। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস