হ্যালো, টেকটিউনস কমিউনিটি।কেমন আছেন সবাই? নিশ্চয় খুব একটা ভালো নেই? কারণ আমাদের সবার প্রিয় হারামীফোন আমাদের যে হারে বাঁশ দিচ্ছে তাতে কারও ভালো থাকার কথা না।সে যাই হোক।এবার আসি মূল কথায়।আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এইচপি তথা জিপি দিয়ে আনলিমিটেড ডাউনলোড করবেন।
এই ট্রিক দিয়ে চালাতে হলে নিম্নলিখিত শর্তগুলো আপনাকে মানতে হবেঃ
১.এই ট্রিক এর ব্যাপারে জিপির পেইজ/হেলপলাইনে কোনো করতে পারবেন না।কোনো প্রশ্ন থাকলে টিউমেন্টে জানাতে পারেন।যথাসাধ্য চেশ্টা করব সাহায্য করার।
২.এই টিউন কপি করলে অবশ্যই এই টিটি টিউনটির লিংক আপনার টিউনে সরবরাহ করবেন।
৩.এই ট্রিক ব্যবহার করে কোনো খারাপ জিনিস ডাউনলোড করবেন না।করলে আপনার করা পাপের জন্য আমি কোনোভাবেই দায়ী থাকবনা।
তো চলুন দেখে নেই কিভাবে ফ্রি ডাউনলোড করবেন।
প্রথমে আপনার মোবাইলের ধরন অনুযায়ী নিচ থেকে যেকোনো একটি অপেরা ডাউনলোড করুন।
Java and Symbian- Oupeng 6.7.JAR
Android- Yandex 7.5.3.APK
Handler Password: www. nextwap.net
জাভা ব্যবহারকারীরা সেটিংস করার জন্য নিচ থেকে প্রোভ ফাইল ডাউনলোড করুন।
সিম্বিয়ান ও এন্ড্রয়েড ব্যবহারকারীরা নিচের মতো সেটিংস তৈরী করুন।
Apn:internet
Proxy: 141.0.11.241
Port: 80
সেটিংসটি অবশ্যই Default করতে হবে।
অপেরা মিনিতে নিচের মতো handler সেটিংস করুন।
Proxy Type: Host
Proxy Server: bd.dooplays.com
এখন অপেরা মিনি ইনস্টল করে সেটিংস থেকে Protocol HTTP সিলেক্ট করে দিন।
এবার http://webpass.opera.com এই লিংকে যান এবং স্কিনশটে দেখানো পদ্ধতি অবলম্বন করুন।
উল্লেখ্য যে ইন্টার্নেট টিকিট এক্টিভ করতে ১.২০ টাকা খরচ হববে।
1.
2.
3.
4.
এবার http://hideme.be তে যান এবং আপনি যে ফাইলটি ডাউনলোড করতে সেই ফাইলের লিংকটি পেস্ট করুন।
এবার সাধারণভাবে অন্যান্য ফাইলের মতো ডাউনলোড করুন।
1.
2.
3.
বিঃ দ্রঃ
"""""""
১.ইন্টারনেট টিকিট এক্টিভ হওয়ার এক ঘন্টার মধ্যে যতটি ডাউনলোড টাস্ক শুরু করবেন ঠিক ততটাই ডাউনলোড করতে পারবেন এবং তা ২০ এমবির মধ্যে করতে হবে।প্রয়োজনে একাধিক বার টিকিট এক্টিভ করা যাবে তবে প্রতিবারই এক টাকা করে কেটে নেওয়া হবে।
২.ডাউনলোড টাস্ক Pause করা যাবেনা। করলে ডাউনলোড ফেইলড হয়ে যাবে।
তো, আর কি? এখন থেকেই শুরু করে দিন। কোনো সমস্যা হলে আমার ফেইসবুক আইডি অথবা টিউমেন্টের মাধ্যমে জানান। হ্যাপি ডাউইলোডিং 🙂
আমি জুবায়ের আহমদ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@shakil bro: Apni boltechen এক ঘন্টার মধ্যে যতটি ডাউনলোড টাস্ক শুরু করবেন ঠিক ততটাই ডাউনলোড করতে পারবেন. Abar bolchn ২০ এমবির মধ্যে করতে হবে. eta bujlamna…!