খুব সহজেই নিজের টি-শার্ট ডিজাইন করুণ নিজের হাতে!!!

 

প্রিয় টেকটিউনসের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর আজ কি-বোর্ড নিয়ে লেখার জন্য বসলাম। নতুন একটা জিনিস শিখলাম আর তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

আজ আমি দেখাব কিভাবে ঘরে বসেই আপনি নিজের হাতে, নিজের পছন্দ মত টি-শার্ট ডিজাইন করতে পারেন। আমরা টি-শার্টের ডিজাইন কার্যপ্রণালী দুইটি ধাপে সম্পন্ন করব।

** প্রথম ধাপঃ এই ধাপে আমরা নিজের ইচ্ছা মত একটি টি-শার্টকে যেকোনো কালারের টি-শার্টে রূপান্তরিত করব।

** দ্বিতীয় ধাপঃ এই ধাপে নিজের ইচ্ছা মত করা ডিজাইন/ ছবি/ লেখা/ লোগো আমরা আমাদের টি-শার্টটিতে add করব।

এই টিউনে আমি আপনাদের সাথে শুধু প্রথম ধাপ নিয়ে আলোচনা করব এবং পরবর্তী টিউনে দ্বিতীয় ধাপ নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি।

টি-শার্ট ডিজাইন করার জন্য আমাদের প্রয়োজন হবে :

**১.একটা টি-শার্ট টেম্পলেট (যেটা আমি আপনাদের দিয়ে দিব)

**২. Paint.net (পেইন্ট ডট নেট)  নামের একটি সফটওয়্যার যেটাও আমি আপনাদেরকে দিয়ে দিব (আপনি ইচ্ছা করলে অ্যাডবি ফটোশপ ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে paint.net ইউজ করব)

 

টি-শার্ট টেম্পলেটটি এখান  থেকে ডাউনলোড করে নিন
এবং Paint.net (পেইন্ট ডট নেট) সফটওয়্যার টি এখান  থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন।
ব্যাপারটা খুবই সহজ।

প্রস্তুতি শেষ, এবার চলুন মূল কাজে, টি-শার্ট টেম্পলেটটা paint.net দিয়ে ওপেন করুন,এরপর নিচের মত করে ডুপ্লিকেট লেয়ার তৈরি করুন।

open & layer

 

এরপর Adjustment থেকে ড্রপডাউন মেনু থেকে Black and White অপশনটি সিলেক্ট করুন।

dropdown

 

এরপর নিচের মত Add new layer  এ ক্লিক করে সিলেক্ট করুন, এরপর আপনার পছন্দ মত একটা কালার সিলেক্ট করুন, যে কালারের টি-শার্ট আপনি বানাতে চান।

add new layer

 

তারপর tools থেকে paint bucket টা সিলেক্ট করুন এবং নিচের মত টি-শার্টটিকে কালার দিয়ে fill up করে দিন।

color & paint

fill up

 

এরপর নিচের মত layer properties এ যান এবং বক্স থেকে overly সিলেক্ট করলে টি-শার্টটের কালার চেঞ্জ হয়ে যাবে।

overlay

 

এরপর নিচের মত করে Merge layer down এ ক্লিক করুন,এবার নিচের layer টাকে টেনে ধরে এনে উপরের layer এর সাথে রিপ্লেস করে দিতে হবে।

layer replace

 

এবার tools থেকে Eraser tool টাকে সিলেক্ট করে টি-শার্টের নতুন রং করা অংশটিকে erase করলে দেখতে পাবেন যে আপনার নতুন কালার টি দেখা যাচ্ছে।

erase

 

এবার নিচের মত Merge layer down এ ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত পছন্দের রঙ্গের টি-শার্ট।

merge layer down

 

আপনার তৈরিকৃত এই টি-শার্টটিতে পরবর্তীতে আপনি বিভিন্ন ডিজাইন ইউজ করতে পারবেন যা আমি আপনাদের আমার পরবর্তী টিউনে দেখাব। ততদিন সবাই ভাল থাকবেন।

দারুন দারুন সব টি-শার্ট/ পোলো কালেকশন দেখতে visit করতে পারেন আমাদের ফেসবুক পেজ 

 

বি:  দ্র  ঃ  এই টিউন টি  আপনার কোন কাজে লাগলে আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলুন নিচের টিউমেন্ট বিভাগে। আর আমি তো ফেসবুক  এ অথবা ব্লগে আছিই, ধন্যবাদ।

 

Level 0

আমি wasik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস