আপনি কি অনলাইনে মুভি দেখেন ? ডাউনলোড করতে পারছেন না ? এই টিউনটা দেখেন।

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। অনেকে আছেন যারা নতুন মুভি বা যে কোন মুভি বা বিভিন্ন ভিডিও অনলাইনে দেখেন এগুলোর মাঝে কিছু কিছু মুভি বা ভিডিও ডাউনলোড করতে চান কিন্তু ডাউনলোড করতে পারেন না বা উপায় জানেন না তাদের জন্য এই টিউনটা। আগেই বলে রাখি এই উপায়ে কোন ইউটিউব ভিডিও ডাউনলোড করা যাবে না। হা আপনি ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন। এছাড়া বিভিন্ন অনলাইন মুভি ওয়াসিং সাইট আছে এগুলা থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

  • তাহলে কাজ শুরু করা যাক, আমি দেখাবো কিভাবে গুগল ক্রোম ব্যবহার করে আপনি এই কাজটি করতে পারেন।প্রথমে আপনাকে একটি Extensions ইনষ্টল করতে হবে, এজন্য এই লিংকে ক্লিক করেন। নিচের মতো আসবে।

  • এবার Add to Chrome ক্লিক করুন। নিচের মতো আসবে।

  • এখন Add এ ক্লিক করুন Extensions টা ক্রোমতে Add হয়ে যাবে।
  • এবার ক্রোমর Settings গিয়ে Extensions ক্লিক করুন দেখবেন নিচে মত Extensions Add হয়েছে।
  • এবার দেখাবো কিভাবে ভিডিও ডাউনলোড করবেন।
  • ধরুন আপনি একটি অনলাইন মুভি অনলাইনে দেখছেন, ধরুন Jurassic World 2015 মুভিটাই এই লিংকে ক্লিক করুন। নিচের মতো আসবে।

  • এবার Play চিহ্নতে ক্লিক করুন, তার পর ক্রোমর ডানপাশে উপরে নিচের মতো ক্লিক করুন।

  • এবার যদি কোন Video Not Found দেখায় তবে এই ভিডিও ডাউনলোড করতে IDM ব্যবহার করতে হবে। কিভাবে IDM ব্যবহার করতে হবে নিচে দেখানো হল। তেমন কিছুই করতে হবে না এখান থেকে IDM ডাউলোড করে ইনষ্টল করে নেন, ইনষ্টল করার সময় ক্রোম কেটে দিয়ে ইনষ্টল করবেন।
  •  Play চিহ্নতে ক্লিক করলে নিচের মত দেখাবে।

  •  এবার Download video from this page এ ক্লিক করুন। নিচের মত দেখাবে।

  • এবার Start Download এ ক্লিক করুন Download শুরু হবে।

আর উপরের ঐ Extensions দিয়ে অনেক ধরনের অনলাইন ভিডিও Download করা যায়, আমি নিজে বিভিন্ন অনলাইন ভিডিও Download করতে এটা ব্যবহার করি। টিউনটা যদি ভালো লেগে থাকে তবে আপনার বন্ধুদের সাথে মেয়ার করতে পারেন। টিউনটা পরার জন্য আবারও ধন্যবাদ।

Level 0

আমি আশরাফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "আশরাফুল ইসলাম"। আমি বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা পিসি এন্ডুয়েট দুইটায় কাজ করবে

বর্তমানে অধিকাংশ ইন্টার নেট ব্যবহার কারী, মজিলা ব্যবহার করে। আপনি মজিলার টা দেন।

ধন্যবাদ শেয়ার করার জন্য।