আস্সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।
প্রথম আমার তাই ভুল করলে ক্ষমা করবেন
টিউনটি হল সেয়ারিং এপস্ নিয়ে। যা খুব দ্রুত।এ এপস্ টা আমার খুব পছন্দে। আমরা কত সেয়ারিং এপস্ ব্যবহার করি তা সব গুল অনলাইন। কিন্তু এই এপস্ টা অফলাইনে কাজ করে। কাল একটা এপস্ খুজতে গিয়ে এই এপস্ টার আবিস্কার করি। আপনারা ব্যবহার করে বুলুন এপস্ টা কেমন।
ফেসবুকে বন্ধুদের সঙ্গে মিলে ভিডিও তৈরির সুবিধা দিতে নতুন একটি অ্যাপ এনেছে ফেসবুক কর্তৃপক্ষ। ‘রিফ’ নামক নতুন এই অ্যাপটির সাহায্যে অনেক বন্ধুরা মিলে ভিডিও তৈরি করতে পারবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের খবরে বলা হয়েছে, নতুন অ্যাপ ‘রিফ’ এর মাধ্যমে যে কোনো একজন ২০ সেকেন্ডের একটি ভিডিও তৈরির মাধ্যমে ভিডিও তৈরির সূচনা করবে। এরপর হ্যাশট্যাগ দিয়ে সেই ভিডিওটি একটি নাম দিয়ে ফেসবুকে টিউন করার পর, তার বন্ধুরা সেই ভিডিওটি দেখতে পারবে।
পরবর্তীতে অন্য কোনো বন্ধু ওই একই নামে অপর কোনো ভিডিও তৈরি করলে তা আগের ভিডিওটির সঙ্গেই একত্রে দেখতে পাওয়া যাবে। এভাবে বিভিন্ন বন্ধুরা মিলে ২০ সেকেন্ড ২০ সেকেন্ড করে তাদের নতুন নতুন ভিডিও যোগ করতে পারবে এবং দেখতে পারবে।
আর যদি বন্ধুদের মধ্যে এমন কেউ থেকে থাকে যে ভিডিওর কাজটি বা কাজের উৎসাহ নষ্ট করে দিতে পারে, তাহলে সেই বন্ধুকে আটকে দেবার সুবিাধাও রয়েছে রিফ অ্যাপে।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফেসবুকের নতুন এই রিফ অ্যাপটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে
অরিজিনাল এপস এর ডাউনলোড লিঙ্ক আর বিস্তারিত নিচের লিংক এ
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফেসবুকের নতুন এই রিফ অ্যাপটি বিনা মূল্যে ডাউনলোড নিচের লিংক এ
আইওএস স্মার্টফোনে লিংক থেকে।DOWNLOAD
MY DOWNLOAD SITE:-BDLove99.Com
আরেক দিন আবার আসব আরেকটি নতুন এপস্ নিয়ে। ততদিনের জন্য গুডবাই।
আমি নাজমুল মিকি ভাইরাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি এ ?