শুরু করা যাক বিজ্ঞাপন যাদের জীবনকে হারাম করে দিয়েছে তাদের উদ্দেশ্যে আমার এই টিউনটি
বিজ্ঞাপন আপনার জীবনকে হারাম করে দিয়েছে ? নিয়ে নিন ছোট দুটি এড ওয়ান আর বন্ধ করুন সকল বিজ্ঞাপন ! সকল ওয়েব সাইটের জন্য এমন কি এই সাইট ও বাদ যাবেনা ! আজকাল দেখা যায় কোন ওয়েব সইটে গেলে উটা পাটা এড চালু হয়ে যায়।
ডাটা তো নষ্ট হয় সাথে মেজাজ টা ও নষ্ট হয়।
তো আর দেরি কিসের সেটআপ করে নিন এড ওয়ান দুটি আরো দ্রতময় করুন আপনার পছন্দের সাইট গুলো।
1 . Adblock Plus 2.6.9.1-signed
এটা মূলতো ছবি, এনিমিশন ইত্যাদি ব্লক করে দেয় আপনি যে সাইটে প্রবেশ করবেন না কেন কোন এড দেখতে পাবেন না বিশেষ বরে পপ আপ এড গুলো। এই এড গুলি খুবিই বিরক্তদয়ক ডাটা গুলো শেষ করে দেয়। আশা করি এইটা ব্যবহার করে ভিষণ শান্তি লাভ করবেন।
2 . Flashblock 1.5.18.1-signed
এটা মূলতো ভিডিও এড ব্লক করে দেয় আপনি নিজে থেকে না চাইলে কোন ভিডি ও এড চালু হবো না।
এটা সব কিছু আপনার হাতে। এই এড গুলি খুবিই বিরক্তদয়ক ডাটা গুলো শেষ করে দেয়। আশা করি এইটা ব্যবহার করে ভিষণ শান্তি লাভ করবেন।
only For FireFox !
সবাই ভাল খাকবেন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না।
এটা আমার প্রথম টিউন দোয়া করবেন আরো সুন্দর সুন্দর টি উন যেন আপনা দের উপহার সরুপ পেশ করতে পারি ধন্যবাদ।
আমি কেকে মতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
MAXTHON (ম্যাক্সথন) ব্রাউজার ব্যবহার করে দেখতে পারেন, ABP এডঅনস্ টা এটাতে প্রিলোডেড থাকে