ইউটিউবের (youtube) মজা পাওয়া যায় এমন পাচ টি ওয়েব সাইট। জেনে রাখুন।

ইউটিউব যে কত বড় মহাসমুদ্র সেটা আমরা সবাই ই জানি। পৃথিবীতে আর কেউ কোটি কোটি ডলার খরচ করেও ইউটিবের ধরে কাছে পৌঁছতে পারবে বলে মনে হয় না। তবে সাম্প্রতিক কালে ইউটিউবের মতই আরো অনেক ছোট ছোট প্রতিষ্টান গড়ে উঠেছে। যদি এই সব ওয়েব সাইটে ভিডিও সংখ্যা ইউটিউবের তুলনায় খুব ই নগন্য। এইরকম কয়েক টি ওয়েব সাইটের সাথে আজকে পরিচিত হব। চলুন শুরু করি।

১. Dailymotion::

ওয়েব সাইট ; http://www.dailymotion.com

এই ওয়েব সাইট দেখতে অনেকটা ইউটিউবের মতই। এর বিভন্ন আইন কানুন ও ইউটিউব এর মতই।  এখান ইউটিউবের মতই বিনামুল্যে একাউন্ড তৈরি করে আপনিও ভিডিও শেয়ার করতে পারবেন।  মজার ব্যাপার হচ্ছে  এই ওয়েব সাইটের জন্ম হয়েছে ইউটিউবের মাত্র একমাস পরে। ইউটিউব যাত্র শুরু করে 14ই ফেব্রুয়ারি 2005। এইটার জন্ম হয়েছে 15 ই মার্চ 2005। জনপ্রিয়তায় ইউটিউবের পরেই এর অবস্থান।

২. Metacafe::

http://www.metacafe.com

এইটা অনেক দারুন একটা ভিডিও শেয়ারিং সাইট। আসলে মজার ব্যাপার হচ্ছে এটার বয়স ইউটিউবের চেয়েও বেশি। এটা যাত্র শুরু করেছে 2003 সালের জুলাই মাসে। অনেক মজা করে ভিডিও দেখা যায়।  জনপ্রিয়তার শীর্ষে ইউটিউব এবং ডেইলিমোশনের প্রতিদ্বন্ধী এই ওয়েব সাইট।

৩. Blip

ওয়েব সাইট; http://www.Blip.tv

বিভিন্ন ক্যাটাগরির দারুন দারুন প্রচুর ভিডিও পাওয়া যাবে এখানে।

৪. Megavideo

ওয়েব সাইট ; http://www.megavideo.to

সাধারণত মুভির জন্যই বেশি জনপ্রিয় এই ওয়েব সাইট।  নতুন থেকে পুরোন, সব ধরনের সব ক্যাটাগরির মুভি এখানে পাবেন।

 

৫. ZippCast :

ওয়েব সাইট ; http://www.zippcast.com

আমার তেমন ভাল লাগে না।

আজ এই পর‌্যন্ত।

সবাই আমার জন্য দোয়া  কর বো।

টুইটরে আমি।

Level 0

আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

© সাইকেল চালাইতে ভালবাসি © rubik's কিউবার:) © সেরাম চা খোর © বিরিয়ানি খোর © বিদ্রোহী © পাগল © হিটলার ভক্ত © চেতনাবাদী মুসলমান © অন্নেক বড় দুইটা স্বপ্ন আছে!! © এটুকুই আমার বায়োগ্রাফী, খুব সাধারণ একজন মানুষ, সবার দোয়াই চলছে কোন রকম :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

এই ৫ টি সাইট এর স্পিড কম। ইউটিউব খুব ফাস্ট।