গ্রামীণফোন ইন্টারনেট ইউজারদের Low Quality Image (Optimized mode) সমস্যার স্থায়ী সমাধান।

গ্রামীণফোন তাদের ইন্টার্নেট প্যাকেজগুলোতে কিছুদিন পর পর একএকটি নতুন ফাজলামীর আবির্ভাব করে। যেমনঃ কয়েকদিন আগে ফেয়ার ইউসেজ পলিসি শুরু করল।এখন আবার Image optimization নামে নতুন ফাজলামী। যার ফলে সকল ইমেজই কিছুটা লো কোয়ালিটিতে আসে। এর ফলে পেজ কিছুটা তাড়াতাড়ি লোড হলেও বেশিরভাগ ইউজারদের জন্যই বিরক্তিকর। গতকাল হেল বয় এর একটা সমাধান দিয়েছিলেন। এ পদ্ধতিটাও আমার বেশ কাজ দিয়েছিল। উনার টিউনটা এখানে। তবে এটা সাময়ীক সমাধান। এতে প্রত্যেকবার পেজ লোড হওয়ার সাথে সাথে আবার Optimized mode-এ চলে যায়। তাই এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন। এটা স্থায়ীভাবে বন্ধ করতে নিচের পদ্ধতী অনুসরন করুন। যারা লিমিটেড ব্যান্ডউইডথ ব্যবহার করেন তারা এটা না করলেই ভাল। এ পদ্ধতী শুধুমাত্র ফায়ারফক্সে কাজ করবে।

এবার শুরু করা যাক,

প্রথম ধাপঃ এখানে ক্লিক করে উইন্ডো অপেন হলে Install Now তে ক্লিক করে মডিফাই হেডারস ডাউনলোড করুন। ফায়ার ফক্স রিস্টার্ট করুন।

রিষ্টার্ট ফায়ারফক্স এবার এখানে ক্লিক করে solution.xml ফাইলটি ডাউনলোড করুন। Tools -> Modify Headers এ ক্লিক করুন। Modify Headers আসবে। Configuration বাটনে ক্লিক করে Import রেডিও বাটনে ক্লিক করুন। solution.xml ফাইলটি ব্রাউজ করে অপেন করুন।

দুইবার next ক্লিক করুন। এবার Enable/Disable বাটনে ক্লিক করুন এবং "Always On: Enable Modify Headers when the windows/tab is closed" লিখার পাশে টিক চিহ্ন দিন। এবার উইন্ডোটি ক্লোজ করে দিন।

দ্বিতীয় ধাপঃ Ctrl+Shift+Delete চাপুন। লিস্ট থেকে Everything সিলেক্ট করুন। Cache এর পাশে ঠিক চিহ্ন দিয়ে Clear Now এ ক্লিক করুন। এবার ফায়র ফক্স রিস্টার্ট করুন এবং দেখুন মজা।একই সাথে আমার ব্লগে প্রকাশিত। মূল সোর্সঃ http://hackstipsandtricks.blogspot.com/2010/10/low-quality-image-problem-fix-for.html

অফটপিকঃ টেকটিউনসের টিউনারদের অ্যাভাটারের কি হল? ইমেজ আপলোডারটাও কাজ করছেনা।

Level 0

আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই দেখি উবুন্টু থেকে ছবি দিছেন।
ভালই ভাই ভালই।

    :p চুরি করা ছাইড়া দিছি।

    উবুন্টুর ছবিতে কি অপরাধ ?

    amar pc te modify headers install hoy na ami firefox 3.6.11 chalai . Modify Headers install korte gele bole ” Modify Headers 0.6.6 could not be installed because it is not compatible with Firefox 3.6.11.”
    Ami akhon ki korbo……………

ভাই জিপির এটা ফাজলামি বললেও লিমিট ব্যবহার কারীদের জন্য Image optimization কিন্তু উপকার করে। ধন্যবাদ

    সেইটা আমি জানি। এই জন্য লিমিটেড ইউজারদের জন্য এটা ইনেবল রাখা সাজেস্টেড।

    Level 0

    আপনি ঠিক বলেছেন মুলত আমার জন্য অনেক উপকার হয়েছে

ও আপনার অফটপিকটা লক্ষ করি নাই, টেকটিউনে আরো কিছু সমস্যা আছে কেউ কি একটু টেটির এডমিনদের সমস্যা গুলো ঠিক করার কথা বলবেন???

    ঘটনা হচ্ছে উনারা এখন ডেডিকেটেড সার্ভার ইউজ করছেন। কিন্তু ডেডিকেটেড সার্ভারের বিষয়ে অভিজ্ঞতা নেই। তারা সমস্যার কথা ভালভাবেই জানেন।

thanku boss…..amaro ai problemta hoccilo obosso ami onek agei samu blog e a bapare jane cilam

ভাইয়া chrome এর একটা ব্যাবস্থা করেন। Please.

    20 mb ওজনের chrome ডাউনলোড দিয়ে ইন্সটল দিলাম। তারপর অনের খুজাখুজি করেও http request headers এড করার কোন এক্সটেনশন বা উপায় খুজে পেলামনা। আপনি আপাদত ফায়ারফক্স ইউজ করুন অথবা বারবার CTRL+SHIFT+R চেপে ভাল কোয়ালিটির ইমেজ লোড করুন। অন্যদের কাছ থেকে ক্রোম এবং অন্যান্য ব্রাউজারে http request headers যোগ করার ব্যাপারে সাহায্য আশা করি।

Level 0

সারা পৃথিবী যখন আগিয়ে যাচ্ছে তখন আমাদের দেশ পিছানোর প্রস্তুতি নিচ্ছে সব কিছেতেই, জিপির নতুন ড্রামার জগতে আপনাদের স্বগতম

    ১০১% সহমত।

    শয়তান জিপির ব্যান্ডুইডথ নাই দিতে পারেনা তাই আমাদের এসব অখাদ্যে বাধ্য করে। জিপির চৌদ্দগোষ্ঠিতে আর আমি নাই ১১ মাসের মত হইল

    Level 0

    ভাই বেচে থাকতে মনে হয় 3G ইন্টারনেট দেখতে পারব না

বলেতো ! Gগাধার Pফোন

    :p তাহলেত আমরা সবাই গাধা হয়ে গেলাম।

    Level 2

    সহ মত।

chomotkar tune….khun e kajer….tobe ajke theke GP abar thik hoye geche mone hoy. ami shob normal dekhte partesi. but thanks. well done

বুঝলাম না।

vi adnan apnar kache ekta prosno——“amar pc te modify headers install hoy na ami firefox 3.6.11 chalai . Modify Headers install korte gele bole ” Modify Headers 0.6.6 could not be installed because it is not compatible with Firefox 3.6.11.”
Ami akhon ki korbo……………?????????”