গ্রামীণফোন তাদের ইন্টার্নেট প্যাকেজগুলোতে কিছুদিন পর পর একএকটি নতুন ফাজলামীর আবির্ভাব করে। যেমনঃ কয়েকদিন আগে ফেয়ার ইউসেজ পলিসি শুরু করল।এখন আবার Image optimization নামে নতুন ফাজলামী। যার ফলে সকল ইমেজই কিছুটা লো কোয়ালিটিতে আসে। এর ফলে পেজ কিছুটা তাড়াতাড়ি লোড হলেও বেশিরভাগ ইউজারদের জন্যই বিরক্তিকর। গতকাল হেল বয় এর একটা সমাধান দিয়েছিলেন। এ পদ্ধতিটাও আমার বেশ কাজ দিয়েছিল। উনার টিউনটা এখানে। তবে এটা সাময়ীক সমাধান। এতে প্রত্যেকবার পেজ লোড হওয়ার সাথে সাথে আবার Optimized mode-এ চলে যায়। তাই এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন। এটা স্থায়ীভাবে বন্ধ করতে নিচের পদ্ধতী অনুসরন করুন। যারা লিমিটেড ব্যান্ডউইডথ ব্যবহার করেন তারা এটা না করলেই ভাল। এ পদ্ধতী শুধুমাত্র ফায়ারফক্সে কাজ করবে।
এবার শুরু করা যাক,
প্রথম ধাপঃ এখানে ক্লিক করে উইন্ডো অপেন হলে Install Now তে ক্লিক করে মডিফাই হেডারস ডাউনলোড করুন। ফায়ার ফক্স রিস্টার্ট করুন।
এবার এখানে ক্লিক করে solution.xml ফাইলটি ডাউনলোড করুন। Tools -> Modify Headers এ ক্লিক করুন। Modify Headers আসবে। Configuration বাটনে ক্লিক করে Import রেডিও বাটনে ক্লিক করুন। solution.xml ফাইলটি ব্রাউজ করে অপেন করুন।
দুইবার next ক্লিক করুন। এবার Enable/Disable বাটনে ক্লিক করুন এবং "Always On: Enable Modify Headers when the windows/tab is closed" লিখার পাশে টিক চিহ্ন দিন। এবার উইন্ডোটি ক্লোজ করে দিন।
অফটপিকঃ টেকটিউনসের টিউনারদের অ্যাভাটারের কি হল? ইমেজ আপলোডারটাও কাজ করছেনা।
আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই দেখি উবুন্টু থেকে ছবি দিছেন।
ভালই ভাই ভালই।