জেনে রাখুন আইপি এড্রেস (ip address) দিয়ে কারো লোকেশন বের করার নিয়ম। খুব সহজ।

“আইপি এড্রেস (IP address) কি, এটা দিয়ে কি করা হয় এবং কি ভাবে কারো আইপি এড্রেস বের করতে হয় ” সেটা আমি আমার গত টিউনে দেখিয়েছি। যারা আমার গত টিউন পড়েন নি তারা এইটি দেখে আসুন।

এবার আমাদের এই টিউনে আসি। এবারের টিউনে দেখাবো কিভাবো কারো আইপি এড্রেস জানার পর সেই আইপি এড্রেস ব্যবহার করে কারো লোকেশন ও অন্যান্য তথ্য বের করতে হয়।

ধরুন, আমি আমার গত টিউন ব্যবহার করে আমার  কোন এক বন্ধুর আইপি এড্রেস জানতে পারলাম। এবার তার সেই iP ব্যবহার করে আমি তার লোকেশন এবং অন্যান্য তথ্য ব্যবহার করবো। ধরে নিলাম আপনিও কারো আইপি এড্রেস পেয়ে গেছেন। যদি না পেয়ে থাকেন তাহলে নিজের আইপি দিয়ে কাজ করতে পারেন। এতে কোন সমস্যা নেই।

চলুন শুরু করি। প্রথমে নিচের লিঙ্ক এ প্রবেশ করুন।

“এই লিঙ্ক এ”

এবার আপনি নিচের মত দেখবেন। এখানে দেখানো বক্সটাতে আপনার নিজের আইপি এড্রেস দেওয়া থাকবে। আপনার এড্রেস মুছে আপনার বন্ধুর/ কাঙ্কিত ব্যক্তির IP ‍address লিখে query লিখায় ক্লিক করুন।

Query তে ক্লিক করার পর আপনার কাজ শেষ। এবার নিচের দিকে যান। :

নিচের মত তথ্য গুলো show করবে:

এখানে আপনি পাবেন ip address ব্যবহার কারীর দেশ, শহর, জেলা, আইএসপি, কোন সিম ব্যবহার করছে, ইত্যাদি তথ্য। আপনি তার লোকেশন গুগল ম্যাপ এ ও দেখতে পারেন।

আজ এই পর্যন্ত।

সবাই ভাল থাকুন। সুস্থ্য থাকুন।

আমার জন্য দোয়া করবেন।

Level 0

আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

© সাইকেল চালাইতে ভালবাসি © rubik's কিউবার:) © সেরাম চা খোর © বিরিয়ানি খোর © বিদ্রোহী © পাগল © হিটলার ভক্ত © চেতনাবাদী মুসলমান © অন্নেক বড় দুইটা স্বপ্ন আছে!! © এটুকুই আমার বায়োগ্রাফী, খুব সাধারণ একজন মানুষ, সবার দোয়াই চলছে কোন রকম :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

good

ধন্যবাদ কাজে লাগবে।

Zila’to asena, sudhu dhaka bangladesh ashe.

ভাল লাগল ভাই

Level 2

It’s only track real/public ip.
To trace the end user you have to be more smart. 🙂