কারো আইপি (IP) এড্রেস পাওয়ার নিয়ম জেনে নিন। কোন এক সময় কাজে লাগতে পারে।

আশা করি সবাই ভাল আছেন। আইপি এড্রেস কি এবং এটার কাজ কি সেটা আমরা প্রায় সবাই ই জানি। যারা জানেন না তারা উইকিপিডিয়া থেকে ঘুরে আসতে পারেন। এই লিঙ্ক থেকে এ।

আর আইপি এড্রেস কি কি কাজে লাগে সেটা ও উইকিপিডিয়া থেকে জানতে পারবেন। আমার টিউন হচ্ছে কিভাবে অন্য কারো আইপি এড্রেস পাবেন সেই বিষয়ে। এবার আসল কথায় আসি।

আইপি এড্রেস পাওয়ার জন্য আপনাকে কাঙ্কিত ব্যক্তির কাছে একটি ই-মেইল পাঠাতে হবে। এর জন্য আপনাকে তার ইমেইল এড্রেস জানা থাকতে হবে। ইমেইল এড্রেস জানতে ফেসবুক টুইটর এর সাহায্য নিতে পারেন। অথবা, ইমেইল না পাঠিয়ে ফেসবুক বা হোয়াটসএপপ এর মেসেজ পাঠিয়ে ও কাজ করতে পারেন।

কাজ শুরু করি::

প্রথমে নিচের লিঙ্ক এ প্রবেশ করুন। লিঙ্ক এ গেলে আপনাকে নিচের ছবিটার মত দেখাবে:

এই লিঙ্ক এ

এবার খালি বক্স টাতে আপনার নিজস্ব ই-মেইল এড্রেস লিখুন।

এবার নিচের মত আপনাকে কয়েকটা লিঙ্ক দেখানে হবে।

এখান থেকে পথম লিঙ্ক টা কপি করুন::

এবার কপি করা লিঙ্ক টি আপনার কাঙ্কিত ব্যক্তিকে ই মেইল করুন।

এবার আপনার কাঙ্কিত ব্যক্তি যদি এই লিঙ্ক এ ক্লিক করে তাহলে আপনার spam mail box এ একটি মেইল এর মাধ্যমে আপনাকে কাঙ্কিত ব্যক্তির আইপি পাঠানো হবে::

ধন্যবাদ সবাইকে।

পরবর্তি টিউন এ দেখাবো কিভাবে এই আইপি এড্রেস (ip address) দিয়ে কারো লোকেশন (location) এবং অন্যান্য তথ্য বের করা যায়।

দোয়া প্রার্থী।

Level 0

আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

© সাইকেল চালাইতে ভালবাসি © rubik's কিউবার:) © সেরাম চা খোর © বিরিয়ানি খোর © বিদ্রোহী © পাগল © হিটলার ভক্ত © চেতনাবাদী মুসলমান © অন্নেক বড় দুইটা স্বপ্ন আছে!! © এটুকুই আমার বায়োগ্রাফী, খুব সাধারণ একজন মানুষ, সবার দোয়াই চলছে কোন রকম :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nyc tune bro.

Many Many thanks, bro…

খুব ই গুরুত্বপূর্ণ

ভালো লাগল । ধন্যবাদ

একই লিঙ্ক কি কয়েকজনকে ইমেইল করা যাবে?