আমরা অনেকেই আছি যাদের কাছে এখনো কোন থ্রিজি নেটওয়ার্ক পৌঁচে নাই।
আমাদের এলাকায় শুধু মাত্র রবি সিমে থ্রিজি সার্ভিস চালু করছে। অন্য সিম গুলো দিয়ে নেট চালাইতে গেলে একটা পেজ লোড হইতে পেটের ভাত হজম হয়ে যায়। আর ইউটিউব এ ৫ মিনিটের একটা ভিডিও দেখতে গেলে ৫০ মিনিট বসে থাকা লাগে। তাই আমি সাধারণত রবি সিম ছাড়া অন্য সিম দিয়ে নেট চালাই না। কিন্তু কিছু দিন আগে গ্রামীন ফোনের বন্ধ সিমে 2 জিবি নেট ফ্রী পাইছি। এগুলা দিয়ে নেট চালাতে গিয়ে আমার মাথা নষ্ট হয়ে গেছে। এই রকম স্পিডের নেট কাউকে মাগনা দিলেও নিবে না। অবশেষে অনেক খোজ খোজি করে বেশ কয়েক টা ভাল উপায় পেলাম। এর মধ্যে যেইটা সবচেয়ে বেশি কাজে দিছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো।
চলুন কাজ শুরু করি। প্রথমে Network And Sharing center এ ক্লিক করুন। নিচের মত:
Network and Sharing center চালু হলে নিচের মত দেখাবে। আপনার কানেক্টেড নেটওয়ার্ক এর উপর ক্লিক করুন। নিচের মত::
ক্লিক করার পর নিচের মত দেখাবে। Properties এ ক্লিক করুন। ::
এখন নিচের মত দেখাবে। ছবির মত Internet protocol version 4 এ ডাবল ক্লিক করুন্::
এবার নিচের মত সেট করে নিন::
তারপর OK বাটনে ক্লিক করে বের হয়ে যান।
এর পর নেট Disconnect করে পুনরাই connect করুণ।
স্পিড অনেক বেড়ে যাবে। আশা করি সবার কাজে আসবে।
সবাইকে ধন্যবাদ।
আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
© সাইকেল চালাইতে ভালবাসি © rubik's কিউবার:) © সেরাম চা খোর © বিরিয়ানি খোর © বিদ্রোহী © পাগল © হিটলার ভক্ত © চেতনাবাদী মুসলমান © অন্নেক বড় দুইটা স্বপ্ন আছে!! © এটুকুই আমার বায়োগ্রাফী, খুব সাধারণ একজন মানুষ, সবার দোয়াই চলছে কোন রকম :)
ধন্যবাদ